Site icon Book PDF Down.com

হিমু মামা PDF Download হুমায়ূন আহমেদ

হিমু মামা PDF Download হুমায়ূন আহমেদ

জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ এর রচিত অসাধারণ একটি উপন্যাস হল ‘হিমু মামা’।এটি হিমু ধারাবাহিকের একটি জনপ্রিয় উপন্যাস। উপন্যাসটি একটি হাস্যরস ধরনের উপন্যাস। এটি প্রকাশিত হয় ২০০৪ সালের ফেব্রুয়ারী মাসে এবং এটি ‘ অবসর প্রকাশনী ‘ থেকে প্রকাশিত হয়। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে ঃ৮০ টি। বইটির পূর্ববর্তী প্রকাশিত বই সে আসে ধীরে এবং পরবর্তী প্রকাশিত বই আঙুল কাটা জগলু।

এটি হিমু সিরিজের বই হলেও এখানে হিমু চরিত্র সরাসরি উল্লেখ নেই। হিমুকে পাওয়ার আশা নিয়ে পড়লে বইটিতে হিমুকে পাওয়া যাবে না। তবে শুভ্র নামের একটি ছেলেকে নিয়ে লিখা উপন্যাসটি দারুণ মজার। বইটি পড়লে অনেক মজা পাওয়া যাবে। আমাদের ওয়েবসাইট থেকে বইটি free pdf download পড়া যাবে। তাই যারা বইটি এখনো পড়েননি তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইট ভিজিট করে পড়ে ফেলুন।

হিমু মামা উপন্যাসের মূল কাহিনী

উপন্যাসটি শুরু হয় টগরের ছোট মামার বিচার করার কাহিনী নিয়ে। টগর ক্লাস সিক্স এ পড়ে। তাদের বাসায় তার বাবা-মা, বোন নীলু, দাদী বড় চাচা, আর ছোট মামা থাকে। তারা বাসায় প্রতিদিন অদ্ভুত আর মজার মজার কাহিনী ঘটে। তাদের বাড়ির মজার মজার কাহিনী নিয়েই পুরো গল্প, যা পড়ে হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যাবে। টগরের দুই টা খাতা রয়েছে।

একটা পাপ আর আরেকটা পুণ্যের খাতা। এই দুই খাতাতে পাপ পুণ্যের হিসাব রাখে সে। খারাপ কাজ করলে পাপ হ আর ভালো কাজ করলে পুণ্য হয়ে পাপের সাথে কাটাকাটি হয়ে যায়। টগরের মা প্রতিদিন নতুন নতুন খাবার আইটেম রান্না করেন। কিন্তু সেগুলোর স্বাদ জঘন্য খেতে হয়। বিদঘুটে হয় জন্য সেসব খাবার কেউ খেতে পারে না।

টগরের বড় চাচাকে বাড়ির সবাই ভয় করে। দাদি ছাড়া তিনি কারো কথা শুনেন না। টগরের ছোট মামা শুভ্রর বিচার বসেছে সন্ধার পর। তার অপরাধ হিমু হতে চাওয়া। একসময় বড়চাচা হাইকোর্ট এ ওকালতি করতেন তাই বাড়ির সব বিচার তিনি করেন। ছোট মামা কেনো হিমু হতে চায় এই বিষয়ে তাকে লিখিত প্রতিবেদন দিতে হবে। ছাদে গিয়ে দেখা গেল হিমু হওয়ার জন্য শুভ্র ছাদে মাটি তুলছে।

সেখানে চৌবাচ্চা বানিয়ে এক গলা পানিতে ডুবে থাকতে হবে। বড়চাচার হাতে লিখিত প্রতিবেদন দিয়ে শুভ্র একগলা পানিতে বসে থাকলো। খাওয়া দাওয়া, পড়াশোনা সব তার সেখানেই। সে খুব ভালো ছাত্র। সামনে তার ইন্টারমিডিয়েট পরীক্ষা। হিমু হওয়ার তপস্যায় সে একগলা পানিতে বসেই পড়াশোনা করতে লাগলো।

ছোট মামার দেখে টগরেরও ইচ্ছা হয় হিমু হতে। কিন্তু তার জন্য তো অনেক সাধনা করতে হবে। তবুও সে চোখ ট্যারা করা শিখে কিছু দিনের মধ্যে। তার ছোট মামার থেকে হিমু হওয়ার জন্য। টগরের স্যার রফিকউদ্দিন সাহেব খুব কড়া মানুষ। শেষপর্যন্ত ঘটনাচক্রে তিনিও টগরের সাথে একগলা পানিতে নেমে বসে থাকেন। তারপর টগরের বাসার বিভিন্ন জিনিস হারিয়ে যায় প্রতিদিন। সেসব আবার অদ্ভুত জয়গায় পাওয়া যায়। এইসব বিভিন্ন ধরনের মজার ঘটনা নিয়ে ‘ হিমু মামা’ রচিত হয়েছে। তাই অসাধারণ এই মজার বইটি আজই পড়ে ফেলুন।

হিমু মামা PDF

Exit mobile version