Site icon Book PDF Down.com

হিমুর বাবার কথামালা PDF Download হুমায়ূন আহমেদ

হিমুর বাবার কথামালা PDF Download হুমায়ূন আহমেদ

‘হিমুর বাবার কথামালা ‘ এইটা কোন উপন্যাস নয়। এই বইয়ে মূলত হিমু সিরিজের সবগুলো উপন্যাসে হিমুর বাবা হিমুর জন্য যে উপদেশ রয়েছে সেগুলোই লেখা আছে। আরো রয়েছে হিমুর বাবা ও মহাপুরুষ সম্পর্কে হুমায়ূন আহমেদের কিছু কথা। অসাধারণ এই উপদেশমূলক বইটি আপনারা আমাদের ওয়েবসাইট থেকে ফ্রি পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবেন। যারা বইটি এখনো পড়েননি তারা তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইট ভিজিট করে বইটি আজই পড়ে ফেলুন।

হুমায়ূন আহমেদ রচিত এক একটি উপন্যাস সবার থেকে ভিন্নধর্মী ও অত্যন্ত চমৎকার। বইটি হিমু সিরিজের ১৯তম বই। বইটি প্রকাশিত হয়েছে ২০০৯ সালের ফেব্রুয়ারী মাসে বইমেলায়। বইটির প্রকাশক অন্বেষা প্রকাশন। বইটি হার্ডকাভারে ছাপা হয়েছে। বইটির পৃষ্ঠা সংখ্যাঃ ৪৭ টি। এই বইটির বাংলাদেশী মূল্যঃ ১৬০ টাকা। বইটি প্রকাশিত হওয়ার পূর্ববর্তী বই ‘ হিমু রিমান্ডে’ এবং বইটি প্রকাশিত হওয়ার পরবর্তী বই ‘ হিমুর মধ্য দুপুর ‘।

হিমুর বাবার কথামালা বইয়ের কাহিনী

এই বইটি রচিত হয়েছে উপন্যাস কিংবা গল্প হিসেবে নয়। তবে বইটি হিমু চরিত্রকে নিয়েই লেখা হয়েছে। তার ডাক নাম হিমু হলেও তার বাবা নাম রেখেছিলেন হিমালয়। তার বাবা চেয়েছিলেন তার ছেলে হিমালয়ের মতো বিশাল ও বিস্তৃত, উদার হয়। কিন্তু তিনি চেয়েছিলেন তার ছেলে যেন ধরাছোঁয়ার বাইরে না হয়। তার বাবা চেয়েছিলেন তার ছেলেকে মহাপুরুষ বানাতে। তিনি ভেবেছিলেন স্কুল ও কলেজে শিক্ষা দিয়ে যদি ডাক্তার, ইন্জিনিয়ার তৈরি করা যায় তাহলে মহাপুরুষও তৈরি করা যাবে। তাই তিনি একটি স্কুল তৈরি করেন। সেখানে তার একজনই ছাত্র। আর সে হল হিমু।

হিমুর বাবা ইচ্ছে করলে ছেলের নাম সমুদ্র রাখতে পারতেন। সমুদ্র বিশাল ও বিস্তৃত, আবার সমুদ্রকে হাত দিয়ে স্পর্শ করা যায়। তবে সবচেয়ে বড় কথা হল, এই বিশাল সমুদ্রে আকাশের ছায়া পড়ে। তাই তিনি সমুদ্র নাম না রেখে রাখলেন হিমালয়। তার বাবা যতদিন বেচে ছিলেন হিমুকে মহাপুরুষ হওয়ার জন্য বিভিন্ন রকম উপদেশ দিয়ে গেছেন। যেমনঃ হিমুর বাবা তাকে রাতে ঘুমাতে নিষেধ করেছেন।

কারণ রাতে বিভিন্ন রকম ঘটনা ঘটে যা হিমুর জানা আবশ্যক। আবার তিনি বলেছেন কদাচিত বিরক্ত মানুষের কাছে তাকা উচিত নয়। কারণ কদাচিত বিরক্ত মানুষ খুব ভয়ংকর হয়। তিনি আরো বলেছেন, ভয় পেয়ে পাশ কাটিয়ে চলে যাওয়ায় বিষয় নয়। ভয় হল অনুসন্ধান করার বিষয়। ভয়কে ঠিকমতো অনুসন্ধান করতে পারলই জগতে অনেক অজানা রহস্য উন্মোচন করা যায়।

হিমুর বাবা বলে গেছেন, নারী সঙ্গ ত্যাগ করতে হবে। কারণ নারীরা ছলনাময়ী আর মায়াময়ী হয়। নারীদের মায়ায় পড়লে কখনোই মহাপুরুষ হওয়া সম্ভব নয়। তিনি বলেছেন পরম করুণাময় সৃষ্টিকর্তা মানুষের মনে কিছু কাটা বিধিয়ে দেন, যার নাম মন্দ কাটা। যখনই কোনো মন্দ কাজ করা হয় তখনই সেই কাটা আমাদের মনে করিয়ে দেয়। তখন আমাদের মনে অস্বস্তি হয়। যতটা সম্ভব মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। এই রকম আরো বিভিন্ন উপদেশ তার বাবা দিয়ে গেছেন হিমু সিরিজের সব গল্পে। আর সেসবের সমন্বয়ে তৈরি হয়েছে অসাধারণ উপদেশ মূলক বই ‘ হিমুর বাবার কথামালা ‘।

হিমুর বাবার কথামালা PDF

Exit mobile version