Site icon Book PDF Down.com

হিমুর দ্বিতীয় প্রহর PDF Download হুমায়ুন আহমেদ

হিমুর দ্বিতীয় প্রহর PDF Download হুমায়ুন আহমেদ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত অসাধারণ একটি উপন্যাস হল ‘হিমুর দ্বিতীয় প্রহর।’ অসাধারণ এই উপন্যাসটি প্রকাশিত হয় ২০১৪ সালে। এটি হিমু সিরিজের সপ্তম বই এবং বইটির পৃষ্ঠা সংখ্যা ১২৮ টি।

হুমায়ুন আহমেদ সৃষ্টি করেছেন অসাধারণ অনেক উপন্যাস। তার মধ্যে তার সৃষ্টি করা জনপ্রিয় কয়েকটি চরিত্র রয়েছে। তেমনি একটি জনপ্রিয় চরিত্র হল হিমু। হিমু সিরিজের প্রতিটি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হল হিমু। এই হিমু সিরিজের বই গুলো পড়ার পর অনেকেই হিমু হওয়ার ইচ্ছা পোষণ করে মনে মনে। কারণ হিমু যে মহাপুরুষ হতে চায়। সমাজের বাধা বিপত্তি, শত আঘাতের পরেও হিমু এগিয়ে চলে তার লক্ষ্যে।

হুমায়ুন আহমেদের অসাধারণ সৃষ্টি এই হিমুকে নিয়েই রচিত হয়েছে হতে হিমুর দ্বিতীয় প্রহর। হিমুর অদ্ভুত কিছু স্বভাব রয়েছে, তার মধ্যে রাত বিরাতে রাস্তায় হাটাহাটি করা একটি অন্যতম স্বভাব। এক রাতে হিমু হাটাহাটি করার সময় একটি গলির মধ্যে ঢুকে পড়ে। হঠাৎ কিছু কুকুর ঘেউ ঘেউ করতে করতে তার সামনে চলে আসে। হিমু এতো সহজে কোন কিছুতে ভয় পায় না। তার বাবা তাকে বলে গিয়েছিল মহাপুরুষদের ভয় থাকতে নেই। তার বাবা বেঁচে থাকতে হিমুকে মহাপুরুষ তৈরির জন্য নানা রকম উপদেশ দিয়ে গিয়েছিলন।

সেই রাতে হাঁটার সময় হিমু হঠাৎ করেই দেখতে পায় সারা গায়ে রক্ত মাখা একটি লোক হাতে অস্ত্র নিয়ে তার দিকে এগিয়ে আসছে। হিমু ভাবতে থাকে যদি লোকটা খুনি হয় তাহলে তার হাতে অস্ত্র থাকবে না। হিমু বয় পায় না। লোকটা কাছাকাছি চলে আসলে হিমু ভাবে লোকটা খুনি হলে এতোক্ষণে তার উপর ঝাপিয়ে পড়তো। কি হয়েছিল সেই রাতে।

সে রাতের পর হিমু খুব ভয় পেয়ে অসুস্থ হয়ে যায়। এতো অসুস্থ হয় যে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। হাসপাতাল থেকে ফেরার পর হিমু মিসির আালির শরণাপন্ন হয়। সেই রাতের ঘটনার রহস্য উন্মোচন করার জন্য হিমু মিসির আলির কাছে যায়। মিসির আলি হুমায়ূন আহমেদের আরেকটি জনপ্রিয় চরিত্র। মিসির আলি একজন আধ্যাত্মিক মানুষ।

মিসির আলি হিমুকে বলেন কোন ঘটনার রহস্য উন্মোচন করার জন্য আবার তাকে সেই ঘটনার মুখোমুখি হতে হয়। এমনকি ভয় পেলেও আবার সেই ভয়ের মুখোমুখি হলেই সমস্যার সমাধান করা যায়। হিমুর ফুপাতো ভাই বাদল হিমুর একনিষ্ঠ ভক্ত। বাদল হিমুকে মহাপুরুষ মনে করে। বাদলের সাথে একটি মেয়ের বিয়ে ঠিক হয়। মেয়েটির নাম আখিঁ। বিয়ের দিন আঁখি পালিয়ে যায়। কিন্তু ঘটনাচক্রে আবার বাদলের সাথেই আঁখির বিয়ে হয়ে যায়। এই সব গুলো ঘটনায় রহস্যে ভরপুর।

হুমায়ুন আহমেদ ‘হিমুর দ্বিতীয় প্রহর ‘ এই উপন্যাসে তার দুটি জনপ্রিয় চরিত্র হিমু ও মিসির আলির সংযোগ তৈরী করে দিয়েছেন। পাঠকের মনের অনেক দিনের ইচ্ছের পূর্ণতা দিয়েছেন হিমু ও মিসির আলিকে এক করার মাধ্যমে। হুমায়ুনের প্রত্যেকটা উপন্যাস পাঠকের মন জয় করে নেওয়ার মতো। তার প্রত্যেকটা লেখনী বলে দেয় তিনি একজন বিখ্যাত লেখক ছিলেন। তার মধ্যে হিমু সিরিজের এই উপন্যাস ‘ হিমুর দ্বিতীয় প্রহর’ একটি অসাধারণ উপন্যাস।

হিমুর দ্বিতীয় প্রহর PDF

Exit mobile version