Site icon Book PDF Down.com

হিউ হিউ অর দ্য মনস্টার PDF Download হেনরি রাইডার হ্যাগার্ড

হিউ হিউ অর দ্য মনস্টার PDF Download হেনরি রাইডার হ্যাগার্ড

ইতিহাসের দুঃসাহসীক ও অ্যাডভেঞ্চার উপন্যাসের জনক হিসেবে আমরা যাকে চিনি, সে আর কেউ নয় ইংরেজি সাহিত্যের জনপ্রিয় লেখক হেনরি রাইডার হ্যাগার্ড। তার রচিত উপন্যাস সবার কাছে অধিক জনপ্রিয়। এককথায় তার হাতে জাদু আছে বলে মনে করা হয়। কারণ তার লেখাগুলো সাধারণ মানুষকে অনেক ভাবে অনুপ্রাণিত করে। তার উপন্যাসগুলোতে তিনি কঠিন জিনিসকে সহজভাবে সবার কাছে তুলে ধরেন। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে বিখ্যাত একটি উপন্যাস হলো “হিউ হিউ অর দ্য মনস্টার”। তাঁর রচিত উপন্যাস গুলো খুব অল্প সময়ের মধ্যেই পাঠকদের মন ভালোভাবে জয় করে নিয়েছে।

“হিউ হিউ অর দ্য মনস্টার” হেনরি রাইডার হ্যাগার্ড-এর একটি বিখ্যাত রহস্য গোয়েন্দা,ভৌতিক, মিথ, থ্রিলার ও অ্যাডভেঞ্চারাস উপন্যাস। এই উপন্যাসটি বাংলায় অনুবাদ করে সাইফুল আরেফিন অপু। বইটি প্রথম প্রকাশিত হয় 2013 সালে। বইটি প্রকাশ করেছে সেবা প্রকাশনী। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে 333 টি। বর্তমান বাজারে বইটির মুদ্রিত মূল্য 89 টাকা। যারা এই বইটি পড়তে চায় কিন্তু হাতের কাছে নেই, শুধুমাত্র তাদের কথা চিন্তা করে আমরা আমাদের ওয়েবসাইটে বইটির লিংক দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখানে গিয়ে ডাউনলোড দিয়ে পড়ে নিতে পারবেন।

কাহিনী সংক্ষেপ

হেনরি রাইডার বরাবরই অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চকর উপন্যাস বেশি লিখে থাকেন। তাঁর উপন্যাসের লেখাগুলো এতটাই আকর্ষণীয় হয় যার কারণে পাঠকরা বই শেষ না করে উঠতে চান না। চাকরির সুবাদে লেখক কে অনেকদিন আফ্রিকায় বসবাস করতে হয় এবং সেখানে তিনি অনেক জ্ঞান অর্জন করেন। সেই জ্ঞানের বহিঃপ্রকাশ হিসেবে তিনি অনেক উপন্যাস লিখেছেন। এই উপন্যাসটি ও তার ব্যতিক্রম নয়। আমি এখানে উপন্যাসটির সংক্ষিপ্ত কাহিনী তুলে ধরবো। আপনাদের মনে যদি আগ্রহ সৃষ্টি হয় তাহলে অবশ্যই বইটি পুরোটা পড়ে নিবেন।

উপন্যাসটিতে আমরা দেখতে পাই এক ঝড়ের রাতে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল আ্যলান। গুহার গভীরে হ্যান্স তাকে একটি জিনিস দেখানোর জন্য নিয়ে যায়। যে জিনিসটা দেখাতে নিয়ে যায় সেটি হল একটি দানবের দানবীয় দেয়াল চিত্র। সে দেয়াল চিত্র টি দেখার জন্য আ্যলান খুবই কৌতুহলী হয়ে যায়। তারপর যখন সে দেয়াল চিত্রটি নিজের চোখে দেখে কিছুটা সময় সে হতভম্ব হয়ে যায়। দেখার পরে আ্যলান জানতে চায় এই দেয়াল চিত্রের উৎস কোথায়?

আ্যলান এই দেয়াল চিত্রের উৎসের কথা জিজ্ঞেস করে জুলু ল্যান্ডের মহান জাদুকর ও দ্বার উন্মোচক জিকালির এর কাছে। জিকালি তাকে ভুল তথ্য দিয়ে তার পাতা ফাঁদে আ্যলানকে ফেলে। শেষ পর্যন্ত আ্যলানকি পারবে জিকালির পাতা ফাঁদ থেকে বেরিয়ে আসতে? জানতে হলে অবশ্যই বইটির শেষ পাতা পর্যন্ত নিজেকে ধরে রাখতে হবে।

বরাবরের মত হেনরি রাইডারের অন্যান্য উপন্যাস এর মতই এই উপন্যাসের প্রধান চরিত্র হলো অ্যালান কোয়াটারমেইন। তার লেখা ও পাঠকদের অনেক পছন্দের একটি চরিত্র হলো আ্যলান। আ্যলান কে সাথে নিয়ে শুরু হয় আফ্রিকা মহাদেশের জানা-অজানা অনেক তথ্যের সন্ধানে।

যাদের দেশ মহাদেশ নিয়ে অনেক জানার আগ্রহ তারা এই লেখকের এর বই পড়লে অনেক অজানা তথ্য জানতে পেরে যাবেন। ইতিহাস আশ্রিত এই জনপ্রিয় উপন্যাস টি এখনো পর্যন্ত যারা পড়েননি তারা একবার হলেও পড়ে নিন। আশা করি অনেক ভালো লাগবে এবং অনেক অজানা তথ্য জানা হয়ে যাবে।

Exit mobile version