Site icon Book PDF Down.com

হোটেল গ্রেভার ইন PDF Download হুমায়ূন আহমেদ

হোটেল গ্রেভার ইন PDF Download হুমায়ূন আহমেদ

বাংলাদেশের বিখ্যাত কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক হলেন হুমায়ুন আহমেদ। তিনি তার জীবনে অসংখ্য বই রচনা করেছেন। ‘হোটেল গ্রেভার ইন’ তার একটি ভ্রমণ কাহিনী মূলক বই। বইটি প্রকাশিত হয়েছে ১৯৮৯ সালে। বইটির ৯ম তম সংস্করণ হয় ২০১৩ সালে। সুন্দর এই বইটির প্রকাশক কাকলী প্রকাশনী। বইটি হার্ডকাভারে ছাপা হয়েছে। বইটির মোট পৃষ্ঠা সংখ্যাঃ ৮০ টি। বইটির বাংলাদেশী মুদ্রিত মূল্যঃ ১৩০ টাকা। বইটির অনলাইন পিডিএফ সাইজঃ ০৬ এমবি।

হুমায়ুন আহমেদ রচিত ‘ হোটেল গ্রেভার ইন’ তার জীবনের একটি ভ্রমণ কাহিনী মূলক বই। তিনি পিএইচডি অর্জনের জন্য আমেরিকায় গিয়েছিলেন। তখন আমেরিকার কার্গো সিটিতে অবস্থান কালে তার কিছু অভিজ্ঞতার কথা বইটিতে লেখা হয়েছে। অসাধারণ এই বইটি পড়তে চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ফ্রী পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবেন। পাঠকপ্রেমীরা যারা এখনো বইটি পড়েননি তারা তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আজই বইটি পড়ে ফেলুন।

হোটেল গ্রেভার ইন বইয়ের মূল কাহিনী

এই বইটি হুমায়ুন আহমেদের একটি ভ্রমণ কাহিনী মূলক বই যা তিনি আমেরিকাতে অবস্থানের সময় লিখেছিলেন। এই বইটি সাধারণত আমেরিকানদের বিদেশীদের প্রতি আচরণের উপর লিখা হয়েছে। তা পারিবারিক জীবনের কিছু ঘটনাও এইখানে লিপিবদ্ধ করেছেন।
হোটেল গ্রভের ইন মূলত ১৩ টি ছোটগল্পের সমন্বয়ে তৈরি হয়েছে। ‘ হোটেল গ্রেভার ইন’ হল বইয়ের প্রথম গল্প। দেশের বাইরে প্রথম ভ্রমনের কাহিনী লিখিত হয়েছে এই বইটিতে। ১৯৭৭ সালে মাত্র ২০ ডলার হাতে নিয়ে তিনি আমপরিকায় পাড়ি জমিয়েছিলেন। আমেরিকায় থাকাকালিন তার অভিঙ্গতা ও নানা ঘটনার বর্ননা নিয়ে বইটি লিখেছেন।

বইটির প্রথম অধ্যায় শুরু হয়েছে ভোর চারটায় ডাকোটা রাজ্যের হেক্টর এয়ারপোর্টে নামার মাধ্যমে। দেশে তার সতেরো বছর বয়সী সন্তানসম্ভবা স্ত্রীকে রেখে আমেরিকারয় পাড়ি জমানোর কাহিনী পড়ার সময় পাঠক আবেগে আপ্লূত হয়ে পড়বে। ইউনিভার্সিটি থেকে দশ কিলোমিটার দূরে হোটেল গ্রেভার ইনে তিনি থাকতে শুরু করেন। সেখান থেকেই তার গল্পের শুরু হয়। তার পাশেট রুমে নব্বর বয়সী এক মহিলার সব অদ্ভুত কর্মকান্ড পড়ে পাঠকরা বেশ মজা পাবে। এরপরে রয়েছে তিন তরুণীর ঘটনা যা পাঠকরা পড়ে আবেগ আপ্লূত হতে বাধ্য।

এরপর ‘ডানবার হলের জীবন’ তার স্মৃতিকতামূলক একটি গল্প। ইউনিভার্সিটিতে তার ক্লাস আর পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে লেখা হয় এই গল্পটি। তারপর ‘বাংলাদেশ নাইট’ হল বাঙালীদের উৎসব নিয়ে আমেরিকানদের মনোভাব নিয়ে লেখা। যা তিনি মোরহেড ষ্টেট ইউনিভার্সিটির টিচার মিজানুল হকের সাথে আলোচনা করেছেন। এরপর নিজের মা ছাড়াও জীবনে অন্য কেও যে তার মা হতে পারে সেই সম্পর্কে তিনি রচনা করেছেন ‘ জননী’ অধ্যায়টি।

আমরিকায় থাকার সময় লিভারেল নামের একজন মহিলা তাকে অনেক স্নেহ ভালোবাসা দেন। এরপর হুমায়ুন আহমেদ বিদেশে নিঃসংগ থাকা অবস্থায় তার স্ত্রী গুলকেতিন হঠাৎ করেই আমেরিকায় হাজির হন। তখন তিনি রচনা করেন ‘ এই পরবাসে’। এরপর মেজো মেয়ে শিলার জন্ম হয় লেখক তাকে দেখে আবেগে আপ্লূত হয়ে রচনা করেন শিলার জন্ম।

একদিন সামান্য একটি আহত পাখি কুড়িয় পায় আমেরিকানরা। পাখি পাওয়ার পর তাদের উচ্ছ্বাস আর আনন্দ দেখে তিনি রচনা করেন ‘ পাখি’ অধ্যায়টি। লেখকের নামের উচ্চারণ নিয়ে জটিলতা দেকা দেয় আমেরিকানদের মধ্যে। নাম নিয়ে তাদের অদ্ভুত আর মজার কান্ড দেখে তিনি লিখে ফেলেন ‘ নামে কি আসে যায়।’ এইভাবে তিনি তেরোটা গল্প এই বইয়ে রচনা করেন।

Download

Exit mobile version