Site icon Book PDF Down.com

ইলিয়াড PDF Download হোমার

ইলিয়াড PDF Download হোমার
গ্রিক মহাকবি হোমারের অমর সৃষ্টি ইলিয়াড। এই মহাকাব্যটি কে পুরো পৃথিবীর সাহিত্য জগতে অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য হিসেবে গণ্য করা হয়। এটি রচনার মাধ্যমে গ্রিক মহাকবি হোমার ট্র্যাডেজি নামক এক বিশেষ ধারার সাহিত্যকর্মের গোড়া পত্তন করেন।
 
এই মহাকাব্যটি প্রায় তিন হাজার বছর আগে রচিত হয়েছিলো এবং এখন পর্যন্ত সারাবিশ্বের বহুল পঠিত একটি বইয়ের মধ্যে অন্যতম। শতাব্দির পর শতাব্দি এভাবে আলোচিত এবং আলোড়িত হয়ে আসার কারনে এটি পৃথিবীর ক্লাসিক সাহিত্যকর্ম গুলোর মধ্যে রয়েছে এক নম্বরে। এই মহাকাব্যটি গ্রিক ভাষায় রচিত।

ইলিয়াড বাংলা অনুবাদ

 
পুরো বইটি মোট ২৬ টি সর্গে বিভাজিত। এতে মোট ১৬০০০ পংক্তি রয়েছে। পৃথিবীর বহু ভাষায় অনূদিত হয়েছে এই মহাকাব্যটি। একে উপজীব্য করে তৈরী হয়েছে অসংখ্য সিনেমা। এই মহাকাব্যটির মূল চরিত্রগুলো হলো গ্রিক বীর এ্যাকিলিস, মাইসিনির রাজা অ্যাগামেমনন, স্পার্টার রাজা এবং অ্যাগামেমননের ভাই মেনেলাউস, মেনেলাউসের স্ত্রী হেলেন, ট্রয়ের রাজা প্রায়াম এবং প্রায়ামের দুই পুত্র হেক্টর ও প্যারিস।
 
অসংখ্য ছোট বড় চরিত্র নিয়ে মহাকাব্যটি বিরচিত হলেও উল্লেখিত এই চরিত্র গুলোই মূল ঘটনার পাত্র-পাত্রী। এছাড়া শুধু মর্ত্যের মানুষই নয়। স্বর্গের দেব-দেবীরাও রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। পাঠক জিউস,হেরা,এথেনা, আর্তেমিস,এ্যাপোলো,লেটো সহ অধিকাংশ গ্রিক দেব দেবীর দেখা পাবেন কাহিনীর প্রতিটি বাঁকে বাঁকে।

ইলিয়াড সারাংশ

 
মহাকাব্যটি শুরু হয় একটি যুদ্ধের মাঝখানের বর্ণনা থেকে। যুদ্ধের কারণ হিসেবে পাঠক জানতে পারবেন ট্রয় রাজপুত্র স্পার্টার রাজা মেনেলাউস এর স্ত্রী হেলেন কে অপহরণ করে ট্রয়ে নিয়ে যান এবং এতে মেনেলাউস ক্ষোভে ফেটে পরেন এবং মেনেলাউস ও অ্যাগামেমনন সম্মিলিত ভাবে ট্রয়ের বিরুদ্ধে যু্দ্ধ ঘোষণা করেন৷শুরু হয় বিধ্বংসী ট্রয় যুদ্ধ।
 
বছরের পর বছর চলতে থাকে এই যুদ্ধ। গ্রিস সৈন্যদলের সেনাপতি হয়ে লড়তে থাকেন গ্রিসের শ্রেষ্ঠ বীর এ্যাকিলিস এবং ট্রয়ের সেনাপতি হয়ে অসম সাহসের পরিচয় দিয়ে লড়তে থাকেন রাজা প্রায়ামের পুত্র হেক্টর।একদিন ট্রয় বাসী দেখে যে গ্রিক সৈন্যরা যুদ্ধ বাদ দিয়ে নৌকায় উঠে ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছে। তারা এর কারণ বুঝতে না পারলেও খুব খুশি হয়।
 
তারা দেখে গ্রিক সৈন্যরা চলে গেলেও ট্রয়ের সীমানার মধ্যে এক বিশাল কাঠের ঘোড়া তারা ফেলে গেছে। তখন সেই কাঠের ঘোড়াকে তারা জয়ের চিহ্নস্বরুপ সংগ্রহ করে রাখার জন্য নিজেদের সীমানার মধ্যে নিয়ে আসে। কিন্তু তাদের ধারণা ভুল ছিলো৷ এই কাঠের ঘোড়ার মধ্যে লুকিয়ে ছিলো গ্রিসের সৈন্যরা।
 
ট্রয়বাসী যখন আনন্দে মেতে ছিলো ঠিক সেই সময় সেই ঘোড়া থেকে সৈন্য বের হয়ে মূল ফটক খুলে দেয় এবং সেই ফটক দিয়ে আরো গ্রিক সৈন্য প্রবেশ করে এবং অপ্রস্তুত ট্রয়বাসীকে সু্যোগ বুঝে বিপর্যস্ত করে দেয়। সাজানো গোছানো ট্রয়কে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়।
 
এখানেই শেষ হয় নয় বছরব্যাপী চলতে থাকা ট্রয়ের যুদ্ধের। এই যুদ্ধের পিছনেও শুরু থেকে কলকাঠি নাড়তে থাকেন গ্রিক দেব দেবী রা। যুদ্ধের কারণ যেমন তিন গ্রিক দেবীর ঝগড়া তেমনই আবার যুদ্ধের মাঝেও তারা নিজেদের পছন্দমতো দলের পক্ষ নিয়ে তাদের সহায়তা করতে থাকেন। এই যুদ্ধের মাধ্যমে শুধু মানুষের কাম, ক্রোধ,লোভ আর হিংসা কেই তুলে ধরা হয়নি।
 

ইলিয়াদ PDF

 
বরং স্বর্গের দেব দেবীর মাঝে বিদ্যমান ক্ষোভ,হিংসা এবং আক্রোশের দিক টাকেও মহাকবি হোমার তুলে ধরেছেন। বিশ্ববিখ্যাত এই মহাকাব্যটি নানা কারণেই এখনো তার অবস্থান ধরে রেখেছে আগের মতো করেই। সেই কারণ গুলোই পাঠককে খুঁজে নিতে হবে মহাকাব্যটি পড়ার মাধ্যমে। পাঠক নিশ্চন্ত থাকতে পারেন যে এই বইতে বিনিয়োগ করা মূল্যবাম সময়ের যথাযথ ব্যবহারই হবে।
 
 
 
Exit mobile version