Site icon Book PDF Down.com

ইরিনা PDF Download হুমায়ূন আহমেদ

ইরিনা PDF Download হুমায়ূন আহমেদ

বাংলাদেশের বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত ‘ ইরিনা ‘ একটি অসাধারণ উপন্যাস। এটি হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস গুলোর মধ্য অন্যতম। মানুষ মনে যে অমরত্বের বাসনা সেই গল্প নিয়েই উপন্যাসটি রচিত হয়েছে। বইটি পড়তে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে ফ্রি পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবেন। যারা বইটি এখনো পড়েননি তারা তাড়াতাড়ি বইটি পড়ে ফেলুন।

‘ইরিনা’ বইটি প্রকাশিত হয় ১৯৮৮ সালের ফেব্রুয়ারি মাসে। বইটির ৮তম সংস্করণ হয় ২০১২ সালে। বইটি প্রকাশিত হয় প্রকাশ প্রকাশনী সংস্থা থেকে। বইটি হার্ডকাভারে ছাপা হয়েছে। বইটির মোট পৃষ্ঠা সংখ্যা : ৮৮ টি। বইটির বাংলাদেশি মুদ্রিত মূল্য: ১৬৫ টাকা। বইটির অনলাইন পিডিএফ সাইজ : ০৮ এমবি। বইটি একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী নিয়ে রচিত হয়েছে।

ইরিনা উপন্যাসের মূল কাহিনী

বইটি মূলত বৈজ্ঞানিক কল্পকাহিনী নিয়ে রচিত হয়েছে। হুমায়ুন আহমেদ মানেই প্রতিটি উপন্যাসের কাহিনী আলাদা রকম। হুমায়ুন আহমেদ হল বাংলাদেশের সাহিত্য অঙ্গনে একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি একজন শ্রেষ্ঠ সাহিত্যক ও ঔপন্যাসিক। হুমায়ুন আহমেদ এই বইটি সায়েন্স ফিকশন ধাচের গল্প নিয়ে রচিত। গল্পের কাহিনী রচিত হয়েছে ইরিনা ও মীর নামক দুজনকে নিয়ে।

একদিন হঠাৎ করেই পৃথিবীর নিউক্লিয়ার বোমগুলো সব নিজে নিজেই ফাটতে শুরু করে। এই কারণে পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। সেই ধ্বংস হওয়ার পর ধ্বংস স্তুপের মধ্যে কিছু মানুষ বেঁচে থাকে। আর তার মধ্যে বেঁচে থাকে ভূগর্ভস্থ জায়গার কিছু বিজ্ঞানীরা যারা অমর। তারপর সেখানে তৈরি হয় একটি নতুন ধরণের সমাজ ব্যবস্থা।

তারপর কাহিনী এগিয়ে যেতে থাকে, সেখান তৈরি হয়, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর ও নিষিদ্ধ নগরীর মানুষ। যারা প্রথম নগরীতে থাকে তারা দ্বিতীয় নগরীর কিছু জানেনা। আবার যারা দ্বিতীয় নগরীতে থাকে তারা তৃতীয় নগরীর কিছু জানেনা। সেই নগরীর সবকিছু রোবটরা নিয়ন্ত্রণ করে। সেই রোবটরা আজকাল সব অস্বাভাবিক কাজকর্ম করে।

হুমায়ুন আহমেদ মানেই অসাধারণ সব তার লেখনি। তার লেখনির কারণে তিনি পাঠক হৃদয়ে স্থান দখল করে আছেন আর আজীবন থাকবেন। এই গল্পে একটি মানুষের কাহিনী রয়েছে যে পাগলাটে ধরণের। সেই মানুষের দ্বারা সবাই প্রবাহিত হয়। সেই লোকটির নাম মীর। সেই ইরিনা আর মীরের কাহিনী নিয়েই উপন্যাসের মূল কাহিনী। উপন্যাসে দেখা যায় ইরিনা একটি অহংকারী মেয়ে যে কাওকে পরোয়া করেনা। তবে মেয়েটি দেখতে অসম্ভব রূপবতী। তবে অবশেষে দেখা যায় সেই পামগলেটে লোকের দ্বারা সবাই প্রবাহিত হয়। শেষে মেয়েটিও তার প্রতি আকর্ষিত হয়।

সেই ইরিনা আর মীর হল প্রথম নগরীর মানুষ। একটা বৈজ্ঞানিক কাজের জন্য মীর ও ইরিনাকে নিষিদ্ধ নগরীতে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তারা জানতে পারে আশ্চর্য সব বিষয়ের কথা। তারা জানতে পারে সেই ভূগর্ভস্থের বিজ্ঞানীরা অমরত্ব চায়। মানব সমাজ মৃতু্্য চায় না তারা অমরত্ব লাভ করতে চায়। মানুষ কেনো মারা যায় আল্লাহর এই বিধান নিয়ে অনেক বিজ্ঞানী প্রশ্ন তুলেছেন।

মানুষেরা যে অমর হতে চায় সেই অমরত্ব যদি লাভ করতো তাহলে পৃথিবীর অবস্থা কি দাড়াতো সেইসবেরই বিস্তারিত আলোচনা বইটিতে রয়েছে। মানুষের মৃত্যুটা স্বাভাবিক ভাবে খারাপ লাগলেও এর জন্যই পৃথিবীটা এতো সুন্দর আর সুশৃঙ্খল। এইসবের বিস্তারিত হুমায়ুন বইটিতে আলোচনা করেছেন।

ইরিনা PDF

Exit mobile version