Site icon Book PDF Down.com

যারা ভোর এনেছিল PDF Download আনিসুল হক

যারা ভোর এনেছিল PDF Download আনিসুল হক

বাংলাদেশের স্বনামধন্য কথাসাহিত্যিক, উপন্যাসিক ও নাট্যকার আনিসুল হকের অন্যতম একটি উপন্যাস হলো “যারা ভোর এনেছিল”। এই উপন্যাসটি আনিসুল হক লিখেন ইতিহাসকে আশ্রয় করে। তিনি বেশ কয়েকটি ইতিহাসভিত্তিক উপন্যাস রচনা করেছেন। সবগুলোই এক কথায় অসাধারণ।

“যারা ভোর এনেছিল” এটিও তারমধ্যে অন্যতম। তার প্রত্যেকটি রচনায় বাস্তবিক স্পর্শ পাওয়া যায়। তার প্রত্যেকটি পদে সাহিত্যের ছোঁয়া পাওয়া যায়। এখনো “যারা ভোর এনেছিল” বইটির হার্ড কপি সংগ্রহ করতে পারেননি তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে বইটি ডাউনলোড করে পড়ে ফেলুন।

“যারা ভোর এনেছিল” এটি একটি ঐতিহাসিক উপন্যাস। বইটির মাধ্যমে আমরা শেখ মুজিবুর রহমানের জন্ম থেকে 1952 সালের ভাষা আন্দোলনের সময় পর্যন্তর ইতিহাস জানতে পারবো। বইটি 2012 সালের ফেব্রুয়ারি মাসের বইমেলাতে প্রথম প্রকাশিত হয়। বইটি প্রকাশ করে প্রথমা প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে 303 টি। বর্তমানে বইটির মুদ্রিত মূল্য হল 442 টি।

কাহিনী সংক্ষেপ

এই বইটিতে লেখক ব্রিটিশ বিদায়, পাকিস্তান ও ভারত স্বাধীনতা, পূর্ব বাংলায় 21 শে ফেব্রুয়ারি এই কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। উপন্যাসটি প্রথমে লেখক শুরু করেছে একটি ব্যাঙ্গমা ও ব্যাঙ্গমীর গল্প নিয়ে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আম গাছে বাস করত।এই ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী বলতে লেখক শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদ কে বুঝিয়েছেন। এখানে লেখক মুজিবুর রহমানের শৈশব থেকে শুরু করে রাজনীতিতে আসা পর্যন্ত সবকিছু তুলে ধরেছেন। বঙ্গবন্ধু তার এই স্বপ্নের বাংলাদেশের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছেন সেটা আমাদের কারোরই অজানা নয়।

এছাড়াও লেখক বঙ্গবন্ধুর সাথে যারা ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল তাদের কথা এখানে তুলে ধরেছেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশেম, তাজউদ্দিন আহমেদ এইসব সংগ্রামী মানুষের কথা এখানে বলেছেন। এই উপন্যাসের প্রধান চরিত্র হলো শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর মনের রাজনৈতিক আদর্শ সৃষ্টিতে তা গৃহ শিক্ষক আবদুল হামিদের অবদানের কথা এখানে বারবার উল্লেখ করেছেন লেখক আনিসুল হক। বঙ্গবন্ধু যখন কলকাতায় এসে ছাত্র রাজনীতিতে যোগ দেয় তখনই শুরু হয় তার জীবনের চরম অধ্যায়। তারপর থেকে একের পর এক আন্দোলন চলতেই থাকে।

বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই আমরা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। এখানে লেখক দ্বিজাতি তত্ত্ব,দেশভাগ, রাষ্ট্রভাষা আদায়ের আন্দোলন সবকিছুতেই বঙ্গবন্ধুর সাথে যারা ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন তাদের কথা এখানে সুন্দরভাবে তুলে ধরেছেন। ছাড়াও শেখ মুজিবের স্ত্রী মানে আমাদের বঙ্গমাতা রেনুর টুঙ্গিপাড়ায় তাদের জীবন কেমন ছিল এবং স্বামীকে কিভাবে সে সাহস যুগিয়েছে সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এই উপন্যাসের মাধ্যমে। বঙ্গবন্ধু তার সবকিছু দিয়ে এইসব রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, এবং সবাইকে অনুপ্রাণিত করেছে যেভাবেই হোক বাংলাদেশকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করেই ছাড়বে।

এই উপন্যাসটির মাধ্যমে লেখক আসলে বোঝাতে চেয়েছেন অন্ধকার থেকে কীভাবে আলোর দিশা এনেছিল এইসব মহান নেতারা? বাংলাদেশের স্বাধীনতা যে একদিনে আসেনি সেটা এই উপন্যাসটি পড়লে সেটা বোঝার বাকি থাকবে না। কিভাবে বঙ্গবন্ধু ও তার সঙ্গীরা বাংলাদেশকে পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করেছিলেন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত এই উপন্যাস।

“যারা ভোর এনেছিল”উপন্যাসটি মূলত তাদেরই গল্প, যাদের রক্তের বিনিময়ে আমরা এই সুন্দর ভোর পেয়েছি। আমি মনে করি এই উপন্যাসটি বাংলাদেশের ছোট-বড় সব পাঠকদের পড়া উচিত কারণ এই বইয়ের মাধ্যমে সবার চোখের সামনে সেই সময়ের ইতিহাসটা স্পষ্টভাবে ফুটে উঠবে। বাংলাদেশের স্বাধীনতার জন্য যাদের অবদান ভোলার নয় তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনিসুল হক এই উপন্যাসটি লিখেছেন।

যারা ভোর এনেছিল PDF

Exit mobile version