Site icon Book PDF Down.com

জ্যাঠামশাই PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

জ্যাঠামশাই PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

জ্যাঠামশাই উপন্যাস পিডিএফ ডাউনলোড রবীন্দ্রনাথ ঠাকুর

জ্যাঠামশাই উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসের প্রথম ভাগ। এই উপন্যাসের চারটি প্রধান চরিত্র হলো জগমোহন বা জ্যাঠামশাই, শচীন, দামিনী ও শ্রীবিলাস। এই প্রধান চারটি চরিত্র নিয়ে রবি ঠাকুরের বিখ্যাত উপন্যাস চতুরঙ্গ লেখা হয়েছে যার প্রথম ধাপ জগমোহন কে নিয়ে লেখা তিনি হলেন উপন্যাসের জ্যাঠামশাই। মূলত জগমোহন শচীনের জ্যাঠা মশাই।

চতুরঙ্গ উপন্যাসের জ্যাঠামশাই এর চরিত্র

চতুরঙ্গ উপন্যাসটি মূলত চার ভাগে বিভক্ত এবং জ্যাঠামশাই, শচীন দামিনী, বিলাস এর চারটি চরিত্রের একটি সমন্বিত উপন্যাস। জ্যাঠামশাই কি দিয়ে উপন্যাসের শুরু এবং শ্রীবিলাস কে দিয়ে উপন্যাসটির শেষ হয়। উপন্যাসটি রবি ঠাকুরের একটি বিখ্যাত উপন্যাস এবং উপন্যাসের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে। জ্যাঠামশাই ও বাকি চরিত্রগুলো একে অপরের সাথে সম্পৃক্ত এবং তাদের কাহিনী একজনের সাথে আরেকজনের সাথে মেলবন্ধন স্থাপন করেছে।

জ্যাঠামশাই বলতে মূলত শচীনের জ্যাঠামশাই কে বোঝানো হয়েছে যার নাম জগমোহন বাবু। জগমোহন বাবু শচীনের গুরু। গুরু এজন্য বলার কারণ জগমোহন বাবু গোঁড়া হিন্দু পরিবারের একজন মানুষ হওয়া সত্ত্বেও ধর্মের কোনো তোয়াক্কাই তিনি করেন না। তাকে সবাই নাস্তিক হৃদয়হীন বললেও মূলত সে ধর্ম বর্ণের পার্থক্য করে না তার কাছে মানব ধর্মের আসল ধর্ম।

আরে শিক্ষাটি শচীন জগমোহনের থেকে পেয়েছে। জগমোহন বাবু একদিন কিছু মুসলিমকে তার বাড়িতে নিয়ন্ত্রণ করে খাওয়ালে আর ভাই থাকে আলাদা করে দেয় এবং সম্পত্তি ভাগ করে নয় নিজেদের মধ্যে। পরে শচীন তার জ্যাঠামশাই কে অনুসরণ করার কারণে তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং শচীন চাচার কাছে বসবাস করতে থাকে।

পরে শচীন তার বন্ধু বিলাসের সাথে নিজ বাড়িতে যায় এবং ননীবালা নামের একটি মেয়ের সাথে দেখা হয় যেকোনো শচীনের ছোট ভাইয়ের রক্ষিতা ছিল। ননীবালা গর্ভবতী হয়ে পড়লে ছোট ভাই তাকে তাড়িয়ে দেয় এবং শচীন তাকে নিয়ে জ্যাঠামশাই এর বাড়িতে আসে। পরবর্তীতে ননীবালা সন্তান মারা যায় এবং সিদ্ধান্ত নেয় এই বিধবা মহিলাকে সে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দেবে। কিন্তু বিবাহের দিন ননীবালা আত্মগ্লানিতে পড়ে আত্মহত্যা করে। কিছুকাল পরে জগমোহন বাবু প্রাণ ত্যাগ করে।

জগমোহন বাবুর এই অসাধারণ কালজয়ী চরিত্রটি সত্যিই সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র। পাঠক উপন্যাসটি পড়ার সময় জগমোহন বাবুর চরিত্রে অবশ্যই বিমোহিত হয়ে পড়বেন এবং সাহিত্য ক্ষুধা নিবৃত্ত করতে পারবেন। তাই আপনাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে জ্যাঠামশাই কে নিয়ে লেখা চতুরঙ্গ উপন্যাস টি সঙ্কলন করেছি পিডিএফ ফাইল আকারে। আপনারা যখন তখন চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন আর করে ফেলুন রবি ঠাকুরের বিখ্যাত কালজয়ী উপন্যাস চতুরঙ্গ চতুরঙ্গের প্রথম ধাপ জ্যাঠামশাই।

জ্যাঠামশাই PDF

Exit mobile version