Site icon Book PDF Down.com

যদিও সন্ধ্যা PDF Download হুমায়ূন আহমেদ

যদিও সন্ধ্যা PDF Download হুমায়ূন আহমেদ

প্রিয় পাঠক আপনি যদি যদিও সন্ধ্যা বইটি ডাউনলোড করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ স্যারের যদিও সন্ধ্যা বইটি একটি চমৎকার বই। যেকোনো বয়সের পাঠকের কাছে বইটি একটি চমৎকার বই হবে বলে মনে করি। এ বইটি যদি আপনারা পড়তে আগ্রহ বোধ করেন এবং ডাউনলোড করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের নিচের দিকে চলে যান এবং সেখান থেকে বইটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিন।

যদিও সন্ধ্যা বইটির প্রকাশনা সংস্থা হল অন্যপ্রকাশ। এ বইটির বর্তমান বাজারের মধ্যে মূল্য দুইশত টাকা এবং এই বইয়ের পৃষ্ঠা সংখ্যাঃ 112 টি। সমকালীন এই উপন্যাসটি আপনাদের কেন্দ্রীয় চরিত্রের প্রতি আবেগ ও অনুভূতি সৃষ্টি করতে সাহায্য করবে।

যদিও সন্ধ্যা কাহিনী সংক্ষেপ

যদিও সন্ধ্যা বইটিতে শওকত নামের একটি চরিত্র রয়েছে এবং এই চরিত্রটি একজন পেইন্টার। তিনি মনের আনন্দে ছবি আঁকেন এবং তার জীবনের একমাত্র ধ্যান-জ্ঞান হলো ছবি আঁকা। কোন এক এক্সিবিশনে তিনি একটি ছবি প্রদর্শনের জন্য নিয়ে যান এবং সেখানে এক তরুণী আসে এবং এই তরুণীর নাম হল রেবেকা। রেবেকা সেই ছবির দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং সে লক্ষ্য করে যে ছবিতে মেয়েটির রয়েছে সেই মেয়েটির সঙ্গে তাঁর চেহারার অনেক মিল রয়েছে।

রেবেকা চিত্রকরকে খুঁজতে থাকে এবং পেয়ে যায় শওকতকে। পরে ছবির মাধ্যমে তাদের ভালোলাগার শুরু হয় এবং দিনে দিনে তাদের সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। একসময় শওকত এবং রেবেকা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যেই ছবি তাদেরকে জীবনে একসাথে থাকার জন্য সুযোগ করে দিয়েছিল সেই ছবি তাদেরকে আবার বিবাহ বিচ্ছেদের মতো বিষয় ঘটিয়ে থাকে। জীবনের বেড়াজালে এবং সাংসারিক জীবনের বাস্তবতায় দুজনের মধ্যে মতের অমিল ঘটে এবং তারা দুজন আলাদা হয়ে পড়ে। তবে তাদের বিয়ে হওয়ার সাত বছরের মধ্যেই একটি পুত্র সন্তানের জন্ম হয় এবং এই সন্তানের নাম দেন ইমন। বিবাহ বিচ্ছেদের পর রেবেকা আমেরিকায় চলে যান এবং সেখানে অ্যান্ডারসন নামের একজন লোককে বিয়ে করেন।

শওকত তার একাকী জীবন নিয়ে কাটাতে থাকে। তারপরে একদিন হুট করে তার ছেলে ইমন তোর মায়ের সঙ্গে চলে আসে দেশে। শওকত এবং ইমনের চাওয়াই এবারে ইমনের জন্মদিন তার বাবার সঙ্গে করতে হবে বলে স্বীকৃতি জানাই। দীর্ঘ সময় পর পুত্রকে কাছে পেয়ে শওকত অনেক খুশি হয় এবং জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাই। জীবনের প্রকৃত স্বাদ গ্রহণ করতে থাকে। তবে তার পুত্র এসেছে খুবই স্বল্প সময়ের জন্য। তার পুত্র দীর্ঘ সময় পড়ে বাবাকে দেখার পরে হঠাৎ করে চিনতে পারে এবং পিতা ও পুত্রের মধ্যে মধুর সম্পর্ক গড়ে ওঠে।

শওকতের এক বন্ধু ছিল। সেই বন্ধু এক সময় আত্মহত্যা করে। এবং এই বন্ধুর এক বোন ছিলো যার নাম ছিল আনিকা। আনিকা মেয়েটি আগে থেকেই শওকত কে পছন্দ করত এবং তাকে বিয়ে করার জন্য তার আগ্রহ ছিল। কিন্তু শওকত রেবেকাকে বিয়ে করে ফেলাই আনিকার ইচ্ছা ধুলিস্যাৎ হয়ে যায়। পরবর্তীতে যখন রেবেকার সঙ্গে সওকতের ছাড়াছাড়ি হয়ে যায় তখন আনিকার গল্পগুলো আমরা বইয়ের লক্ষ্য করতে।

লেখক এত সুন্দরভাবে এই চরিত্রটি ফুটিয়ে তুলেছেন যে যে কেউ এই চরিত্রটি কে ভালবেসে ফেলবেন। বইটি পড়লে আপনারা গভীর জীবনবোধ এবং প্রেম ও ভালোবাসার সম্পর্ক কি তা সম্পর্কে অনেক গভীর তথ্য পাবেন। যদিও সন্ধ্যা বইটিতে আপনারা জীবনের গোধূলি লগ্নে ঘটে যাওয়া ঘটনাগুলো নিজের চোখের সামনে হুবহু দেখতে পারবেন।

যদিও সন্ধ্যা PDF

Exit mobile version