Site icon Book PDF Down.com

যোগাযোগ PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

যোগাযোগ PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

যোগাযোগ উপন্যাস পিডিএফ ডাউনলোড রবীন্দ্রনাথ ঠাকুর
যোগাযোগ উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অসাধারণ ও বিখ্যাত মনস্তাত্ত্বিক ও সামাজিক উপন্যাস। মানব মনের সাথে মানব মনের একটা গভীর যোগাযোগ রয়েছে তার সফল চিত্র এঁকেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাসটিতে। উপন্যাসের প্রধান চরিত্র হলো বিপ্রদাস, কুমুদিনী, মধুসূদন ও শ্যামাসুন্দরী। বিপ্রদাসের বোন কুমুদিনী। তারা চাটুজ্জে বংশের এবং পূর্বে জমিদার ছিল।

এই দুই ভাইবোনের মধ্যে যে অকৃত্রিম ভালোবাসা দেখিয়েছে লেখক সত্যিই অনবদ্য ও অসাধারণ। অপরদিকে কুমুদিনী কে বিয়ে করে কুশল বংশের জমিদার মধুসূদন। শুধুমাত্র দুই পরিবারের পূর্বপুরুষদের ঝগড়ার প্রতিশোধ নিতেই জানো মধুসূদন বিয়ে করেছে কুমুদিনী কে। কুমুদিনী তারপরেও অনেক চেষ্টা করে মধুসূদনকে স্বামীর যোগ্য মর্যাদা ও ভালোবাসা দিতে। নিজের ভাই বিপ্রদাসের প্রতি মধুসূদনের আচরণ ও নিষ্ঠুরতা যেন নিজের স্বামীকে ভালোবাসা থেকে বঞ্চিত করেছে সর্বদা।

এই ব্যক্তিগত সম্পর্ক গুলোর বাইরে ও এখানে একটা বিশাল সমস্যা হল চাটুজ্জে বংশ ও ঘোষাল বংশের মধ্যে পূর্বপুরুষদের বয়ে আনা শত্রুতা। বহু পূর্বেই বাংলা মোকাদ্দমার পড়ে নিঃস্ব হয়ে যায়। পূর্বপুরুষের রাগ এর জেরে বিপ্রদাস এখনো চাটুজ্জে বংশের উপর প্রতিশোধ নিতে চায়। সে কুমুদিনী কে বিয়ে করে।

মধুসূদন যেমন একদিকে বিপ্রদাসের সাথে তার শত্রুতা বজায় রাখতে চায়। তেমনি অন্যদিকে কুমুর ভালবাসাও সে চায় পুরোপুরি। কিন্তু এদিক থেকে কুমুদিনী ভাইয়ের প্রতি অত্যন্ত সদয়। স্বামীও ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব তার মধ্যে সে নিজের ভাই বিপ্রদাসকে সব সময় বেশি গুরুত্ব দিয়ে এসেছে। ফলে মধুসূদন ও কুমুদিনীর মধ্যে বরাবরের একটা দূরত্ব থেকেই যায়। তাদের এই দূরত্বের সুযোগ নেয় মধুসূদনের বৌদি শ্যামাসুন্দরী।

স্বামী স্ত্রীর মনোমালিন্যের আগুউনে মধ্যে যেন ঘি দিতে সদা প্রস্তুত থাকে শ্যামাসুন্দরী। স্বামী-স্ত্রীর মাঝখানে বহুবার শ্যামাসুন্দরী আগুন লাগানোর চেষ্টা করেছে। নিজের রূপ সৌন্দর্য দিয়ে বারবার আকৃষ্ট করার চেষ্টা করেছে মধুসূদন কে। মধুসূদন দও সুন্দরের প্রতি আকৃষ্ট হয়। কুমুদিনী অনেক চেষ্টা করেও ভাই ও স্বামীর মধ্যে বিরোধিতা কিছুতেই ঠিক করতে পারে না।

অবশ্য দোষটা ছিল মধুসূদনেরই। সে কোনভাবেই সমঝোতায় আসতে চাইনি ফলে দিনকে দিন তারও কোন দিনের মধ্যে দূরত্ব বেড়ে যায়। অবশেষে সিদ্ধান্ত নেয় সে মধুসূদন কে ত্যাগ করে ভাই বিপ্রদাসের কাছে চিরকালের মতো চলে যাবে। কিন্তু এরই মাঝে কালের নিষ্ঠুরতায় মা হতে চলে কুমুদিনী। শুধুমাত্র সন্তানের মুখ চেয়ে বাধ্য হয়ে কোনদিনই আবার স্বামীগৃহে ফিরে আসে।

উপন্যাসটি আসলে তৎকালীন নারীদের সামাজিক অবস্থান ও ব্যক্তি জীবনে পূর্ণরূপ তুলে ধরেছে। নারী-পুরুষের মনের মাঝে চিরকালীন যে যোগাযোগ তা মূলত ব্যর্থ হয়ে গেছে এই উপন্যাসটিতে। কিভাবে একজন একজনের কাছে থেকেও শত মাইল দূরে অবস্থান করে এবং যোগাযোগ হীনতায় মানুষ পাশাপাশি জীবন নির্বাহ করে তা উপন্যাসটি না করলে বোঝা যাবেনা।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই অসাধারণ উপন্যাস যোগাযোগ যখন-তখন পড়তে চাইলে এখনই আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। আমরা এই অসাধারণ উপন্যাসটির শুধুমাত্র আপনাদের সুবিধার্থে পিডিএফ ফাইল আকারে আমাদের ওয়েবসাইটে সংগ্রহ করেছি শুধুমাত্র আপনাদের জন্য। তাই বাংলা সাহিত্য প্রেমী পাঠকরা আর দেরি না করে এখনি আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আর ডাউনলোড করে নিন অসাধারণ উপন্যাস যোগাযোগ।

যোগাযোগ PDF

Exit mobile version