Site icon Book PDF Down.com

জলকন্যা PDF Download হুমায়ূন আহমেদ

জলকন্যা PDF Download হুমায়ূন আহমেদ

আপনি যদি হুমায়ূন আহমেদ স্যারের জলকন্যা বইটি ডাউনলোড করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। জলকন্যা বইটি একটি গল্পের বই। এভাবে বিভিন্ন ধরনের গল্প হুমায়ূন আহমেদ স্যার সংযোজিত করেছেন। আপনার প্রয়োজনে আপনারা বইটি ডাউনলোড করে নিন এবং আপনার অবসর সময়ে বইটি পড়ে গল্প উপভোগ করুন। তাই জলকন্যা বইটি ডাউনলোড করতে আমাদের ওয়েবসাইটে নিচের দিকে চলে যান এবং সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে এবং সহজেই ডাউনলোড করে নিন।

জলকন্যা বইটি সময় প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে 1996 সালে। এ বইটিতে বেশ কয়েকটি গল্প রয়েছে এবং এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা 96। আপনি যদি বইটির হার্ড কপি সংগ্রহ করতে চান তাহলে বর্তমান বাজারে মুদ্রিত মূল্য হবে বইটির 120 টাকা। আর সফট কপি বা পিডিএফ এর জন্য আমাদের ওয়েবসাইট থেকে আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারেন।

জলকন্যা রিভিউ

হুমায়ূন আহমেদ স্যারের এ বইটির কিছু কিছু গল্প আমার খুব ভালো লেগেছে। আমার ধর্মে যেকোন পাঠক হুমায়ূন আহমেদ স্যারের এই গল্পগুলো পড়ে আনন্দিত হবে এবং উপভোগ করতে পারবে ভালো হবে। জলকন্যা বইটিতে যে সকল গল্প রয়েছে সেগুলো হলো জলকন্যা, পাপ, সংসার, ব্যাধি, জনক, চোর, শৃঙ্খলা, কবর, একজন সৌখিনদার মানুষ, আঙগুল, ছুনুমিয়া এবং চোখ। আপনারা চাইলে যেকোনো সময় এই বইয়ের গল্প গুলো পড়ার জন্য আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ফাইল সংগ্রহ করে রাখতে পারেন।

জলকন্যা বইটির রিভিউ দেয়ার জন্য আমি বইটির প্রথম গল্প জলকন্যা সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছিলাম। গল্পটির প্রথমে বিনু নামের একটি মেয়ের দেখা আমরা পাই। মুখ রক্ষার্থে তার বান্ধবী বা মনিকা তাকে তার জন্মদিনে দাওয়াত দেয়। বিনু কোনো কিছু না ভেবেই যাবে বলে সম্মতি জানিয়ে দেয়। পরে যখন অনুষ্ঠানে উপস্থিত হয় তখন বিনুর মনে হয় সে এসে ভুল করেছে।

কারণ মনিকা আগে থেকে জানিয়েছে তাদের সঙ্গে রাত কাটাতে হবে এবং রাতের বেলায় তারা অনেক মজা করবে। কিন্তু মনিকার বাড়ি থেকে কখনোই রাতের বেলা বাইরে কাটানোর ক্ষেত্রে অনুমতি প্রদান করবে না। তাই বিনো অনুষ্ঠানে গিয়ে খুব দুশ্চিন্তায় ভুগছে এবং কি করবে তা ভেবে পাচ্ছেনা।

যখন তার ভাইয়ের কথাটা মনে পড়ে তখন তার ভয়ে আরো বেশি বেড়ে যায়। তার ভাই কোন একদিন বন্ধুর জন্মদিনের রাত এগারোটায় বাড়ি ফেলার কারণে তার বাবা তাকে কঠিন শাস্তি দিয়েছিলেন। সে রাতে তার বাবা তার ভাইকে বাড়ি থেকে বের করে দিত। কিন্তু তার দাদী তাকে বের করতে দেয়নি। তাই বিনু ভাবে যে দাদির সাহায্য গ্রহণ করে সে এ যাত্রায় বেঁচে যাবে।

তবে সে তার বাবাকে চেনেন। তার বাবা ইদ্রিস হ্যাংলা পাতলা মানুষ হলেও কথার দিক থেকে সবসময় কঠোর। তবে সে মনিকার মতো স্বাধীনতা চাই। একটু জলকন্যার মতো স্বাধীনতা পেতে। এখানে মনি কারা 4 চতুর্ভুজ অর্থাৎ 4 বান্ধবী সবসময় আনন্দে দিন কাটায় সেখানে সে তার বাবার ঘরে জড়ো হয়ে থাকে। মূলত তার বাবাকে প্রচন্ড ভয় পাই। এই ভয়ের মধ্যে থেকেই সে তার বান্ধবীর মনিকার মত সাহস সঞ্চার করে স্বাধীনতা চাই।

গল্পটি পড়লে আপনার ভালো লাগবে এবং এই বইয়ের প্রত্যেকটি গল্প উপভোগ্য। তাই বইটি পড়ার জন্য আপনারা পিডিএফ ফাইল সংগ্রহ করুন এবং আপনার প্রয়োজনীয় সময় অনুযায়ী বইটি পাঠ করুন। হুমায়ুন আহমেদ স্যারের ছোটগল্পগুলো প্রত্যেকটি পাঠকের কাছে ভালো লাগে এবং আমার কাছেও এই বইটি ভালো লেগেছে।

জলকন্যা PDF

Exit mobile version