Site icon Book PDF Down.com

কালপুরুষ PDF Download সমরেশ মজুমদার

কালপুরুষ PDF Download সমরেশ মজুমদার

কালপুরুষ সমরেশ মজুমদার ট্রিলজি সিরিজের শেষ বই। উত্তরাধিকার, কালবেলা ও কালপুরুষ এই তিনটা বই নিয়ে ট্রিলজি সিরিজ গঠিত। কালপুরুষ উপন্যাসে অনিমেষ আর মাধবীলতা ভালোবাসার ফুল ফুটফুটে অর্কর জন্ম হয়। অর্ক মানে সূর্য। অর্ক নামটা মা মাধবি লতার দেওয়া। মাধবীলতা ও অনিমেষের নিস্তব্ধ জীবনে অর্ক যেন জলন্ত সূর্য।

ঈশ্বরপুকুর লেনের ঘুপচি ঘরে শত কদর্যতার মধ্যে বেড়ে ওঠা অর্ককে নিয়ে ভয়েই থাকে মাধবীলতা। বস্তিতে থাকার মাসুল অবশ্য দিতে হয় অনিমেষ আর মাধবীলতা কে। সংসার চালানোর চাপ আর ঋণের জালে জর্জরিত মাধবীলতা, পুলিশের অত্যাচার পঙ্গু অসহায় অনিমেষের শত বাধা সত্ত্বেও অর্ক ধীরে ধীরে বস্তির পরিবেশের সাথে মিশে যায়।

বন্ধু বান্ধবের প্ররোচনায় একসময় ভুল পথে পা বাড়ায় অর্ক। পড়াশোনা ছেড়ে দিয়ে সারাদিন রকে আড্ডা আর বখাটেপনা করাই তার কাজ হয়ে দাড়ায়। বাবা অনিমেষ কে কথায় কথায় অপমান করতে ছাড়ে না অর্ক। বাবা কে এইসব কথা বলা কখনোই উচিত নয় তার। অবশেষে অর্ক বিলুর সাথে ব্ল্যাক টিকিট ব্যবসায় নেমে পড়ে সে।

কালবেলার নায়ক অনিমেষ মিত্র ছিলেন একজন নকশাল আন্দোলনকারী। ভার্সিটি জীবনের শেষ দিকে নকশাল আন্দোলনে যোগ দেয় অনিমেষ দেশটাকে পরিবর্তন করার উদ্দেশ্য। যার ফলস্বরূপ তার ঠিকানা হয়ে উঠে কারাগার। জীবন থেকে আটটি বছর ঝেড়ে ফেলতে হয় এবং বরণ করে নিতে হয় পঙ্গুত্ব। কারাগার থেকে ছাড়া পেয়ে সে কারো বোঝা হতে চায়নি।

কিন্তু তার প্রিয়তমা মাধবীলতা তাকে ছেড়ে যেতে নারাজ। মাধবীলতা চায়নি তার পুত্র পিতৃ পরিচয় হীন বড়ো হোক। সে কাগজে কলমে বিয়ে করে। তাদের ভালোবাসা ও বিশ্বাস টাকে অপমান করতে চায়নি। অনিমেষের চিকিৎসা খরচ সহ তিন জন মানুষের সংসারের খরচ একাই বহন করতে হয় মাধবীলতাকে। মামাধবীলতা একটা স্কুলে মাস্টারি করে।

বাড়তি আয়ের জন্য টিউশানি করায়। সেই টাকা দিয়েই তিন জনের খরচ চলে কোনমতে। তাছাড়া অনিমেষ কে সুস্থ করতে অনেক টাকা খরচ করে মাধবীলতা। অনিমেষ তেমন সুস্থ হতে পারে না। অনিমেষের চিকিৎসার জন্য অনেক টাকা ঋণও হয়ে যায়। নিজেকে উজাড় করে দেয় মাধবীলতা সংসারের জন। যার ফলে তাদের ঠাঁই হয় বস্তিতে।

অনিমেষ আশা করেছিল তার পুত্র সমাজতান্ত্রিক আদর্শের নিশানটি শক্ত হাতে বয়ে নিয়ে চলবে। কিন্তু সমকালীন অন্তঃসার হীন কুটিল রাজনীতি আর পঙ্কিল সমাজব্যবস্থায় অর্ককে করে তুলেছিল অন্ধকার রাজ্যর প্রতিনিধি। যেহেতু তার রক্তের মধ্যে ছিল অনিমেষের সুস্থ আদর্শ। আার মা মাধবীলতার দেওয়া দৃঢ়তা ও পবিত্রতার সংমিশ্রণ উপাদান, সেহেতু তার বোধোদয় হতে বেশি বিলম্ব হয়নি।

একটা ঘটনায় সমাজের উঁচু তলার মানুষের আসল চেহারা চলে আসে অর্কর সামনে। এইসব দেখে শুনে তীব্র প্রতিবাদে মুখরিত হয়ে উঠে অর্ক। নিজের সাথে নিজেই প্রতিজ্ঞা করে এইসবের সাথে কখনো আপোস করবে না সে। সত্যকে সত্য, অন্যায়কে অন্যায় বলবে সে। বস্তির লোকজন কে সাথে নিয়ে বিরল কাজে নেমে পড়ে সে।

এক হাড়ি এক পরিবার হিসেব করে পুরো বস্তির লোকজনকে সাথে নিয়ে কাজে নেমে পড়ে। নির্দিষ্ট অর্থের বিনিময়ে তিন বেলা মানুষকে খাওয়ানোর দায়িত্ব নেয় সে। অসাধারণ এই বইটি পড়তে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করুন।

কালপুরুষ PDF

Exit mobile version