Site icon Book PDF Down.com

কাঙালসংঘ PDF Download ওবায়েদ হক

কাঙালসংঘ PDF Download ওবায়েদ হক

কাঙালসংঘ’ উপন্যাসটির রচয়িতা হলেন ‘ওবায়েদ হক’। বর্তমান সময়ে বাঙলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছেন এই লেখক৷ উপন্যাস থেকে শুরু করে ছোটগল্প, ছোটগল্পের সংকলন, এমনকি চলচ্চিত্রের গল্প লেখা পর্যন্ত ওবায়েদ হকের লেখনীর হাত বিস্তৃত। ওবায়েদ হক কোন কিছুকেই অতিরঞ্জিত করতে চান, করতে চান না মাত্রাতিরিক্ত দীর্ঘায়িত।

সাদামাটাভাবে, সহজ-সরল প্রাঞ্জল ভাষায় অসাধারণ গল্প তৈরি করাই হলো ওবায়েদ হকের কাজ। তাই তো খুব বেশি দিন হয় নাই ওবায়েদ হকের সাহিত্যিক জীবনের তারপরেও বহু পাঠকের মাঝে সমাদৃত হয়েছেন বিপুলভাবে। ওবায়েদ হকের লেখা পড়লে আরেকটি বিষয় যেকোন পাঠকের নজরে আসবে আর তা হলো, তার কল্পনা শক্তি খুবই প্রথর।

তিনি যে নিজেই শুধু কল্পনা করতে পারেন তাই না, তিনি সেই কল্পনা সকলের মধ্যে ছড়িয়েও দিতে পারেন। এই ক্ষমতাটি সব লেখকের থাকে না। ‘কাঙালসংঘ’ উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালে এবং প্রকাশনী সংস্থা হলো ‘বায়ান্নো’। উপন্যাসটির মূল পটভূমি গড়ে উঠেছে একটি বস্তি ও সেখানকার বাসিন্দাদের কেন্দ্র করে৷ শহরের মাঝে অবস্থিত এই বস্তিতে নেই শহরের আধুনিকতার ছোঁয়া, আবার না আছে গ্রামের মমতাময়ী কোমলতা।

এখানে মানুষে মানুষে কলহ-বিদ্বেষ৷ প্রত্যেকটি মানুষ একে অপরের অনেক কাছে অবস্থান করে জায়গা ছোট হওয়ার কারণে, কিন্তু তাদের মাঝে দূরত্ব আসলে অনেক বেশি। স্বার্থপরতাই এখানকার প্রত্যেকটি বাসিন্দাদের পৃথিবীতে টিকে থাকার গোপন মন্ত্র। দারিদ্র্যের বেড়াজালে এই মানুষগুলো এতোটাই আবিষ্ট যে নিঃস্বার্থ হওয়া এখানে রীতিমতো বিলাসিতা।

একজন অন্যজনের প্রতি সৌহার্দ্যতা দেখাতে গেলেই অন্য কেউ এর সুযোগ নিয়ে হয়তো বড় ধরণের কোন ঝামেলার সৃষ্টি করবে। এই বস্তিগুলো এতোটাই পিছিয়ে পরা ও তাচ্ছিল্যের শিকার যে নূন্যতম বিদ্যুৎ ব্যবস্থাও এখানে চোখে পরে না। তাই তো বিদ্যুতের অভাবে মোমবাতির আলোয় এমন এক বস্তির এক ছোট ভাঙা ঘরে সভা বসিয়েছে জীবনযুদ্ধে পরাজিত নিঃস্ব পাঁচজন মানুষ।

তাদের মধ্যে একজন রয়েছে জেলখাটা আসামী, সেই হলো এই সভার মধ্যমণি। জেলখানায় সে ঢুকেছিল আনাড়ির মতো আর ঢোকার পর সব ধরনের অপরাধের কৌশল শিখে ফেলেছে। আরেকজন আছে যে এক দৃষ্টিতে মোমবাতির আলোর দিকে তাকিয়ে রয়েছে সে একজন নেশাখোর আর পেশায় প্রতারক৷ সে অজ্ঞান পার্টির সাথে ছিল দীর্ঘদিন যাবত কয়েকদিন আগেই তাকে বহিষ্কার করা হয়েছে।

এখন নিজেই ছিনতাই ও প্রতারণার মাধ্যমে জীবিকা নির্বাহের চেষ্টা করছে। মুখে বার্ধ্যকের ছাপ নিয়ে বসে থাকা লোকটি এক সময় ডিস্ট্রিক্ট ট্রাকের ড্রাইভার ছিল। চোখের ছানি তার এই সম্মানজনক পেশা ছিনিয়ে নিয়ে পথের ভিখারি বানিয়েছে। আরেকজন আছে এদের সাথে সে একজন মহিলা, কমবয়সী একজন পতিতা।

আর একজন হলো এদের তুলনায় শহরে বেশ নতুন, জীবনে প্রথম শহরে এসেছে। গ্রামে বেশ কয়েক পুরুষ ধরেই এরা পরাশ্রয়ী নিজেদের কিছুই নেই। এই হতভাগা ছেলেটির নাম হল মণা। এতোগুলো মানুষ একত্রে কেন বসেছে সভায় আর এদের মাঝে এই আসামী এবং ছিনতাইকারীর কী কাজ? এসব জানতে হলে পড়তে হবে উপন্যাসটি। ওবায়েদ হকের লেখা অন্যতম সেরা একটি উপন্যাস। উপন্যাসটির অন্যতম বিষয় হলো এখানে লেখক তার গতানুগতিক লেখার ধরণ থেকে কিছুটা বের হয়ে নতুন আঙ্গিকে গল্প ফেঁদেছেন যা যেকোন পাঠককে বিমোহিত করতে পারে।

Exit mobile version