Site icon Book PDF Down.com

খাতা PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

খাতা PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

“খাতা” ছোট গল্পটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ হতে সংকলিত একটি ছোট গল্প। রবি ঠাকুরের আর সব ছোট গল্পের মতোই নিতান্ত সাধারণ একটি মেয়ের গল্প খাতা। খাতা গল্পটি অনেক ছোট্ট একটি গল্প কিন্তু এই গল্পের ভাবের গভীরতা অনেক বড়। খাতা গল্পটিতে উমা নামের একটি ছোট্ট মেয়ের গল্প আমরা পাই।

কুমার ছিল গোবিন্দলালের একমাত্র ছোট বোন। সেই সময় মেয়েদের লেখাপড়া ছিল একেবারেই নিষিদ্ধ এবং লেখাপড়া কে নারীর উদ্ধত ও নিচু আচরণ বলেই গণ্য করা হতো। খাতা গল্পটি একটি ছোট গল্প হলেও লেখক পাঠকদের জন্য যে বার্তাটি রেখে গেছেন তা নিতান্তই ছোট বা সামান্য নয়। নারীর পড়ার বালিকার স্বাধীনতা একেবারেই ছিল না সে সময় তার উৎকৃষ্ট চিত্র অংকন করেছেন লেখক এই ছোটগল্প টিতে।

খাতা ছোট গল্প রবি ঠাকুর

ছোট্ট মেয়ে উমা যখন লিখতে শিখলো তখন সে সর্বত্র তার ছোট ছোট অপরিপক্ক হাতে কিছু এলোমেলো মনের কথা লিখে রাখত। তার বড় ভাই গোবিন্দলাল তাকে লিখতে শিখিয়েছিল কিন্তু তার এরূপ যেখানে সেখানে লিখে রাখা আচরণে বাড়ির অন্য সবাই অনেক বিরক্ত হতো। তার উপরে হঠাৎ একদিন বালিকার বিবাহ হয়ে যায় প্যারীমোহন নামের গোবিন্দলালের একজন লেখক বন্ধুর সাথে।

শশুর বাড়ি পূর্বে তার মা তাকে লিখতে নিষেধ করে দিয়েছিল। উমার একটি খাতা ছিল যেখানে সে তার মনের এলোমেলো কথাগুলো লিখে রাখত। শশুর বাড়ি যাওয়ার সময় সেইসাথে করে খাতাটি নিয়ে যায়। সে অত্যন্ত গোপনে মাঝে মাঝে তার খাতায় কিছু ভাঙ্গা ভাঙ্গা বাক্য লিখে রাখত। বারকয়েক সে শ্বশুরবাড়ির লোকজনের কাছে খাতা লেখার জন্য ধরা পড়ে যায় এবং অনেক অপমানিত হয়।

তবুও লুকিয়ে লুকিয়ে সে খাতায় লিখতো তার ভাই ও বাবার উদ্দেশ্যে। হঠাৎ একদিন সত্যি সত্যি তার স্বামী প্যারীমোহন এর হাতে খাতাসহ লিখার সময় ধরা পড়ে যায় উমা। এত নিষেধ করা সত্ত্বেও ওমা খাতায় লিখে ছিল বলে প্যারীমোহন তাকে অত্যন্ত অপমান ও অবমাননা করে সকলের সামনে। এই ঘটনার পর থেকে উমা কখনোই আর তার খাতাটি পায়নি।

রবি ঠাকুরের এই অসাধারণ ছোট ছোট গল্পটি পিডিএফ আকারে আমরা আমাদের ওয়েবসাইটের সংগ্রহ করেছি শুধুমাত্র পাঠকদের সুবিধার্থে। পাঠকরা চাইলে যখন তখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনে পড়তে পারবেন এই ছোটগল্পটি অথবা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন সেই সাথে চাইলে বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন রবি ঠাকুরের এই অসাধারণ ছোট গল্পটির পিডিএফ ফাইল।

খাতা PDF

Exit mobile version