Site icon Book PDF Down.com

ক্ষুধিত পাষাণ PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

ক্ষুধিত পাষাণ PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

ক্ষুধিত পাষাণ ছোট গল্প পিডিএফ ডাউনলোড রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি তো পাষাণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প। গল্পটি রবি ঠাকুরের কোন গল্পের তাগাদার কেননা এই গল্পের ভৌতিক বিষয়বস্তুর অবতারণা করেছেন লেখক। এই গল্পের প্রধান চরিত্র একজন যুবক যার নাম শ্রীজাত। শ্রীজাত পেশায় একজন সরকারি কর্মকর্তা যে সরকারের রাজস্ব আদায়ের জন্য একটি জায়গায় যায়।

জায়গাটি ছিল একটি ছোট শহর এবং লোকমুখে প্রচলিত ছিল যায় জায়গাটি একটি ভুতুড়ে জায়গা এবং খুব বেশি মানুষের আনাগোনা সেখানে ছিল না। জায়গাটি একটি পুরনো বাড়ি ছিল সেখানে শুয়ে থাকা শুরু করে সেখানেই শ্রীজাত ভৌতিক কোন কিছুর অস্তিত্ব খুঁজে পায়। প্রতি রাতেই দেখা যেত একটি ভৌতিক নারীমূর্তি যে কিনা মুঘল আমলের সময়কার একজন জীবিত নারী ছিল। ভৌতিক নারী মূর্তি টি বারবার শ্রীজাতকে দেখা দিয়ে যেত। একা এরকম একটি ভুতুড়ে জায়গায় শ্রীজাতের যে বসবাস এটাই গল্পের মূল বিষয়বস্তু।

বিশ্বকবি রবি ঠাকুর অনেকগুলো ভূতের গল্প লিখেছেন তারমধ্যে রয়েছে নিশীথিনী, ক্ষুধিত পাষাণ, জীবিত মৃত সহ, কঙ্কাল আরো অনেক গল্প। রবি ঠাকুরের এসব ভৌতিক গল্প অসাধারণ। বাস্তবতার বাইরে কল্পনা করা যায় না এসব গল্প কেননা গল্পগুলো এতটাই জীবন্ত হয়ে ধরা দেয় পাঠকদের কাছে যেন বহুদিন চরিত্রগুলো বাস্তবিক অর্থেই আমরা উপলব্ধি করতে পারি।

ক্ষুধিত পাষাণ গল্পটি এক অসাধারণ গল্প যা পাঠকদের বিমোহিত করে দিবে। রবি ঠাকুর তার অসাধারন লেখনি শক্তি তো অসাধারণ অসাধারণ করে তুলেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছোটগল্পগুলো এতটাই সুন্দর ও আকর্ষণীয় করে লিখেছেন যা পড়লে অবাক হতে হয়। তিনি একাধিক ভৌতিক গল্প রচনা করলেও গল্পগুলো একটা ইউনিক ও ভিন্নতর সব কাহিনী সমাহার পড়লে সত্যিই পাঠকদের চমক লাগে।

রবি ঠাকুরের অসামান্য সব গল্পের মধ্যে ক্ষুধিত পাষাণ গল্পটি পাঠকসমাজে অত্যন্ত বিখ্যাত আলোচিত। বাংলা সাহিত্যপ্রেমী প্রতিটি ব্যক্তির এই এই গল্পটি অবশ্যই করা উচিত নয় বড় কবিগুরুর সাহিত্যপ্রতিভার এক শক্তিশালী উদাহরণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ গল্প ক্ষুধিত পাষাণ আপনারা যখন তখন পড়তে পারেন সেই সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র আপনাদের জন্য।

আপনারা চাইলেই যখন তখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আর ডাউনলোড করে নিতে পারেন রবি ঠাকুরের অসাধারণ ভৌতিক গল্প ক্ষুধিত পাষাণ সেই শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে।

ক্ষুধিত পাষাণ PDF

Exit mobile version