Site icon Book PDF Down.com

ল্যাবরেটরী PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

ল্যাবরেটরী PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

ল্যাবরেটরী ছোটগল্প পিডিএফ ডাউনলোড রবীন্দ্রনাথ ঠাকুর
ল্যাবরেটরী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছোটগল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের বিশেষ আকর্ষণ হলো শেষ হয়েও হইল না শেষ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে যায় এই কথাটি বলে গিয়েছেন। ল্যাবরেটরী গল্পটি সেরকমই একটা গল্প। এই গল্পের প্রধান চরিত্র একজন নারী যার নাম সোহিনী। সোহিনী পাঞ্জাবের মেয়ে এবং কি করে একটি পাঞ্জাবের মেয়ে একটি বিখ্যাত বিজ্ঞানীর অর্ধাঙ্গিনী হয় এবং শেষ পর্যন্ত কিভাবে তার স্বামীর ল্যাবরেটরী বা গবেষণার জন্য ব্যবহৃত বিজ্ঞানাগার টি সংরক্ষণ করবে তারি গল্প এই ল্যাবরেটরী।

রবীন্দ্রনাথ ঠাকুরের আর পাঁচটা ছোট গল্পের মতই এই গল্পটি পড়ে মনে হবে যেন আর দুটো লাইন লেখক লিখে গেলে হয়তো গল্পের সার্থকতা বজায় থাকতো কিংবা গল্পটি পড়ে পাঠক হৃদয়ে যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয় তা হয়তো নিভৃত হত। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের বৈশিষ্ট্যই এমন। শেষ হয়েও যেন শেষ হতে চায় না তার প্রতিটি গল্প।

ল্যাবরেটরি গল্পে সোহিনীর স্বামী যে কিনা একজন বিখ্যাত বিজ্ঞানী। তিনি চান ভারতবর্ষে ও বিজ্ঞানের চর্চা ও আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞানকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আর বিশ্বের বিখ্যাত বিজ্ঞানী হওয়ার দরুন এটি বেশ সমৃদ্ধ হয়ে ওঠে কিছুকাল পরে। তারপরেই পাঞ্জাবের মেয়ে সোহিনীর। সোহিনী নিয়ে সে সমস্ত দায়িত্ব নেয় ল্যাবরেটরীর।

কারণ অতি শীঘ্রই বিজ্ঞানীর মৃত্যু ঘটে এবং ল্যাবরেটরী রক্ষণাবেক্ষণের সমস্ত দায়িত্ব পড়ে সোহিনীর ওপর। তখনই সোহিনীর জীবনে আবির্ভাব ঘটে একজন যোগ্য ছেলের যে কিনা তার স্বামীর ফেলে যায় ল্যাবরেটরির একজন যোগ্য উত্তরাধিকার হতে পারবে এবং ল্যাবরেটরির উন্নয়ন সাধিত করতে পারবে। কিন্তু এই ছেলেটি তার পরিবারের ইশারায় চলে তার নিজস্বতা বলতে কিছুই নেই।

সোহিনীর অনেক ইচ্ছা ছিল সে মেয়ের সাথে তার বিয়ে দিয়ে ল্যাবরেটরির পূর্ণ দায়িত্ব তার উপরে অর্পন করবে। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যাবার পরেও ছেলেটি কে সে নিজের জামাই বানাতে ব্যর্থ হয় এবং ছেলেটি পরিবারের সাথে চলে যায়। পর্যন্ত ল্যাবরেটরির কি হয় তা জানা যায় না।

রবি ঠাকুরের গল্পগুচ্ছের একটি ছোটগল্প হল ল্যাবরেটরী। এই গল্পের বিখ্যাত বলিষ্ঠ নারী চরিত্র হলো সোহিনী আর তার ঘটনাবহুল জীবন প্রবাহ। এত সুন্দর একটি ছোট গল্প পিডিএফ ফাইল আকারে আমরা নিয়ে এসেছি আমাদের ওয়েবসাইটে। আপনারা চাইলেই যখন তখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করে এই সুন্দর গল্পটি ডাউনলোড করতে পারেন এবং পড়তে পারবেন।

ল্যাবরেটরী PDF

Exit mobile version