Site icon Book PDF Down.com

লাল মানব মোশতাক আহমেদ PDF download

লাল মানব মোশতাক আহমেদ PDF download

বাংলাদেশের স্বনামধন্য একজন লেখক হলেন মোশতাক আহমেদ। তার লেখা সবগুলো উপন্যাস সবার কাছে অধিক জনপ্রিয়তা লাভ করেছে। তিনি বরাবর পাঠকদের বোধগম্য উপন্যাস রচনা করেন। তার রচিত সবগুলো উপন্যাস, গল্প সবাই খুব সাদরে গ্রহণ করেছে। তিনি তার লেখায় বরাবর সহজ, সরল ও সাবলীল ভাষা ব্যবহার করেন। তাঁর উপন্যাসের মধ্যে কল্পনার পাশাপাশি বাস্তবতার ছোঁয়া পাওয়া যায়। তিনি ছোট থেকে বড় সব বয়সী পাঠকদের জন্য বই রচনা করেছেন। তার উল্লেখযোগ্য উপন্যাস এর মধ্যে “লাল মানব” উল্লেখযোগ্য।

মোশতাক আহমেদ পেশায় একজন ডিআইজি। কিন্তু ছোটবেলা থেকেই তাঁর বই পড়ার প্রতি অনেক আগ্রহ লক্ষ্য করা যায়। মূলত সেখান থেকেই তার লেখালেখির শুরু হয়। সবদিক দিয়ে মোশতাক আহমেদ কে একজন সফল কবি হিসেবে ধরা যায়। কারণ তাঁর রচিত ভ্রমনকাহিনী,উপন্যাস,প্যারাসাইকোলজিকাল উপন্যাস, গল্প, ভৌতিক কাহিনী, সাইন্স ফিকশন সবগুলো সবার কাছে অধিক জনপ্রিয়তা লাভ করেছে। অনেক পাঠকরাই আছে যারা হুমায়ূন আহমেদের পরের স্থানটি তাকে দিয়েছে।

“লাল মানব” মোশতাক আহমেদের একটি জনপ্রিয় ও নামকরা সাইন্স ফিকশন উপন্যাস। বইটি প্রকাশ করে অন্বেষা প্রকাশনী। বইটি দ্বিতীয়বারের মতো প্রকাশিত হয় 2020 সালে। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে 144টি। বর্তমান বাজারে বইটির মুদ্রিত মূল্য হল 232 টাকা।

 

কাহিনী সংক্ষেপ:

“লাল মানব” মোশতাক আহমেদের একটি অন্যতম সাইন্স ফিকশন উপন্যাস। মোশতাক আহমেদ সবথেকে বেশি পাঠকদের কাছে পরিচিত লাভ করেছেন তার বিখ্যাত সব সাইন্স ফিকশন উপন্যাসের মাধ্যমে। এটিও তার মধ্যে অন্যতম একটি। এই উপন্যাসটি মাধ্যমে লেখক তার কল্পনার মাধ্যমে বাস্তবতার অনেক কথাই দেখিয়েছেন পাঠকদের।

সালটা তখন 2718। সেই সময় পৃথিবীর উপরেপৃষ্ঠের অনেক নিচে ভূগর্ভের অভ্যন্তরে হিমেশ নামের এক রোবট বাস করত। সেই রোবট ষড়যন্ত্রমূলকভাবে সৃষ্টি করে লাল মানবদের। মানুষের মতো দেখতে লাল মানবদের অল্পদিনে সে পৃথিবীর উপরে বৃষ্টি বসবাসরত সত্যিকারে মানুষের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলে। সে রোবটের উদ্দেশ্য ছিল মানুষদের এই পৃথিবী থেকে উৎখাত করা।

তারপর শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। শুরু হয় লাল মানব আর মানুষদের মধ্যেকার বিভীষিকাময় যুদ্ধ। একে একে ধ্বংস হতে থাকে মানব সমাজ নিশ্চিহ্ন হয়ে যেতে থাকে মানব সভ্যতা। স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি ধ্বংস হতে থাকে রোবটের ষড়যন্ত্রের জালে। মানবজাতির এরকম জটিল অবস্থা দেখে কুটিল হাসি হাসে রোবট হিমিস। সে তো এরকমই চাচ্ছিল। পৃথিবীর প্রায় সবকিছু এখন তার হাতের মুঠোয়।

হিমিস চাচ্ছিল পুরো পৃথিবী যেন তার হাতের আয়ত্তের মধ্যে থাকে। পুরো পৃথিবীর রাজত্ব করতে চায় সেই রোবট। সে হতে চলেছে পৃথিবীর হর্তাকর্তা এবং মানুষের নিয়ন্ত্রক। এদিকে পৃথিবীর বিজ্ঞানীরাও বসে নেই।তারা হিমিসকে ধ্বংসের জন্য একটার পর একটা পরিকল্পনা করতে থাকে। কিন্তু প্রত্যেকবারই তারা ব্যর্থ হতে থাকে।

একসময় বিজ্ঞানীরা বুঝতে পারে অতি ধূর্ত আর চালাক রোবট হিমিসকে এত সহজে ধ্বংস করা যাবে না। হিমিসকে ধ্বংস করতে হলে তাদের প্রয়োজন হবে লাল মানবদের। বিজ্ঞানীরা চায় তাদের সৃষ্টি দিয়েই তাদেরকে ধ্বংস করতে। অর্থাৎ মানুষদের হত্যা করতে রোবটরা তৈরি করেছে লালমোরাফদের আর সেই লাল মানবদের দিয়েই রোবটদের শাস্তি দিতে হবে।

শেষ পর্যন্ত লাল মানবেরা কী পৃথিবীর মানুষকে সাহায্য করবে? নাকি লাল মানবেরা হিমিসের পক্ষের হয়েই কাজ করবে? সত্যিই কী হিমিস পৃথিবী দখল করে নিবে? আধিপত্য বিস্তার করবে কী সমগ্র পৃথিবীতে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের একবারও ভুলেও পড়তে হবে সাসপেন্স পূর্ণ এই উপন্যাসটি। একবার হলেও কিছুটা সময় ব্যয় করে হলেও একবার পরুন এই অসম্ভব সুন্দর উপন্যাসটি।

Exit mobile version