Site icon Book PDF Down.com

লিফটে আটকা পড়া যুবক-যুবতীরা PDF Download আনিসুল হক

লিফটে আটকা পড়া যুবক-যুবতীরা PDF Download আনিসুল হক

“লিফটে আটকা পড়া যুবক-যুবতীরা” বাংলাদেশের বিখ্যাত কথা সাহিত্যিক আনিসুল হকের অসাধারণ একটি উপন্যাস। বইটি পড়লে আপনাদের অনেক অনেক ভালো লাগবে কারণ বইটির মাধ্যমে আমাদের বাস্তব জীবনের অনেক কিছুই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন লেখক। আপনি যদি আনিসুল হক স্যারের মাস্টার রিড বইয়ের তালিকা জানতে চান তাহলে এর ভিতর “লিফটে আটকা পড়া যুবক-যুবতীরা”বইটি হবে।

আপনারা যারা আনিসুল হক প্রেমী আছেন তারা যদি এই উপন্যাসটি না পড়ে থাকেন তাহলে আজকে বইটির পিডিএফ ফাইল আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়ে ফেলুন। আমাদের ওয়েবসাইটে এইরকম অনেক বইয়ের পিডিএফ দেয়া থাকে। তেমনি ভাবে এই বইটির ও পিডিএফ ফাইল আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং খুব সহজ উপায়ে ডাউনলোড করে নিতে পারবেন।

লিফটে আটকা পড়া যুবক-যুবতীরা এই উপন্যাসটি একটি সমকালীন উপন্যাস। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি 2016 সালের বইমেলাতে। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন অশোক কর্মকার। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশনী। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে 78 টি। বর্তমানে বইটির মুদ্রিত মূল্য হল 132 টাকা। বইটির মাধ্যমে বর্তমান বাংলাদেশের বিভিন্ন সংকটময় অবস্থা তুলে ধরেছেন। সংকটকালীন অবস্থা তুলে ধরার জন্য লেখক এখানে লিফটে আটকা পড়ে যাওয়া আট জন তরুণ-তরুণীদের বিপদের মাধ্যমে বুঝিয়েছেন।এখন পর্যন্ত এই বইটির হার্ডকপি যারা সংগ্রহ করতে পারেননি তারা আমাদের ওয়েবসাইট থেকে বিনামূল্যে বইটি ডাউনলোড করে পড়ে ফেলুন।

কাহিনী সংক্ষেপ

উপন্যাসটির মাধ্যমে লেখক বাস্তব চিত্র তুলে ধরেছেন। উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হল রিয়া, মুরাদ, তপন, অরূপ ও লিপি। এরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র-ছাত্রী। তাদের অ্যাসাইনমেন্টের কাজ চলছিল। সামনেই তাদের সামার ভ্যাকেশনের 17 দিনের ছুটি। তাই তারা অ্যাসাইনমেন্ট নিয়ে খুব ব্যস্ত সময় কাটাচ্ছিলেন।

একদিন তারা অ্যাসাইনমেন্টের কাজ শেষ করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। ওদের বিশ্ববিদ্যালয় ওরা লিফটে যাতায়াত করতো কারণ ওদের ক্লাস বিল্ডিং এর সাত তলাতে হত। যথারীতি সেদিনও ওরা বের হওয়ার সাথে সাথেই লিফট সাত তলাতে চলে আসলো এবং তারা উঠে পরল। হঠাৎ করেই তাদের লিফটা মাঝ রাস্তায় এসে আটকে যায় এবংসেখানে তারা আট জন আটকা পড়ে যায়। তারা ভাবে কেউ এসে তাদের উদ্ধার করবে। কিন্তু সময় সময়ের মতো বেড়ে যাচ্ছে।

1 ঘন্টা 2 ঘন্টা করে ঘন্টার পর ঘন্টা চলে গেল। কিন্তু তাদের কেউ উদ্ধার করতে আসলো না। তারা হাল ছাড়েনি।বাঁচার চেষ্টা করা যাচ্ছিল। কেউ কেউ তো ওখানেই বাথরুমের সেরেছিল,আবার কেউ কেউ সময়টাকে চলে যাওয়ার জন্য 8 জনের জীবনের আট রকমের গল্প বলে সময় কাটাচ্ছিল।তারা কেউ আশা ছাড়েনি।
শেষ পর্যন্ত ঐ আট জন যুবক যুবতীরা কি লিফট থেকে বেরোতে পেরেছিল? কেউ কি তাদের উদ্ধার করতে এসেছিল? সে প্রশ্নের উত্তর জানতে হলে পড়তে হবে বইটি।

লেখক তার এই বইয়ের মাধ্যমে দেখাতে চেয়েছেন ওই আটজন তরুণ-তরুণীদের মতোই আমরাও আশার আলো দেখতে চাই। সাধারণ মানুষের চালচিত্র ফুটিয়ে তুলেছেন এ বইটিতে। লিফটে আটকা পড়া আট জন প্রত্যেককেই প্রতিনিধিত্ব করে বাংলাদেশের মানুষদের। 8 জন ছেলেমেয়েরা যেমন আশার আলো দেখার জন্য আগ্রহী হয়ে আছে, মুক্তির জন্য বসে আছে বাংলাদেশের মানুষরাও আশা করে বসে আছে একদিন তাদেরও মুক্তি মিলবে। তাই আর সময় নষ্ট না করে বইটি একবার হলেও পড়ে দেখুন কথা দিতে পারি আপনাদের মূল্যবান সময় বিফলে যাবেনা।

লিফটে আটকা পড়া যুবক-যুবতীরা PDF

Rokomari Link

Exit mobile version