Site icon Book PDF Down.com

নিঃসঙ্গ জিরি মোশতাক আহমেদ PDF download

নিঃসঙ্গ জিরি মোশতাক আহমেদ PDF download

বাংলাদেশের সুপ্রাচীন ও স্বনামধন্য লেখক হলেন মোশতাক আহমেদ। তিনি বাংলাদেশের সাহিত্য জগতের একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত সব পাঠকদের কাছে। বাংলা সাহিত্য ভান্ডার কে সবদিক দিয়ে সমর্থন করেছেন এই লেখক। তিনি ছোট থেকে বড় সব পাঠকদের কথা চিন্তা করে উপন্যাসগুলো লিখেছেন যেটা পড়ে পাঠকরা তাদের মনের খোরাক যোগাতে পারে বা প্রশান্তি আনতে পারে। লেখক বরাবর তার উপন্যাসগুলোতে কল্পনার পাশাপাশি বাস্তবতার ছোঁয়া দেখিয়েছেন। তার অন্যান্য সব বিখ্যাত উপন্যাসের মধ্যে “নিঃসঙ্গ জিরি”অন্যতম।

এই লেখকের এর ছোটবেলা থেকে বই পড়ার প্রতি অনেক আগ্রহ লক্ষ্য করা যায় সে আগ্রহ থেকেই মূলত তাঁর লেখালেখির সূচনা ঘটে। তিনি যে কোন একটি বিষয়ে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন। তিনি পেশায় একজন ডিআইজি হওয়া সত্বেও তার বেশি পরিচিতি লাভ হয়েছে লেখালেখির দ্বারা। এ পর্যন্ত এই লেখকের সাইন্স ফিকশন উপন্যাস গুলো দেখে বেশি সমাদৃত হয়েছে।

“নিঃসঙ্গ জিরি” মোশতাক আহমেদের একটি জনপ্রিয় সাইন্স ফিকশন উপন্যাস। বইটির প্রকাশিত হয় অনিন্দ্য প্রকাশনী থেকে। বইটি প্রথম প্রকাশিত হয় 2020 সালে। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে 78 টি। বর্তমান বাজারে বইটির মুদ্রিত মূল্য হল 128 টাকা।

কাহিনী সংক্ষেপ:

লেখক মোস্তাক আহমেদ বিভিন্ন ধরনের বই লিখে পাঠকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছেন। তিনি বেশিরভাগ সম্মান অর্জন করেছেন তাঁর সাইন্স ফিকশন উপন্যাসের মাধ্যমে। তাঁর রচিত সবগুলো উপন্যাস ছোট থেকে বড় সব বয়সের পাঠকদের পড়ার উপযোগী। তার উপন্যাস গুলো পড়লে জ্ঞান চক্ষু আরো সুদৃঢ় হয়।

মহাকাশে নতুন একটি গ্রহের সৃষ্টি হয়েছে। গ্রহটির নাম হল লাইটাস। বিদ্রোহে আগে কোনদিন কোন নভোচারী অবতরণ করেননি। কারণ সেই গ্রহে বিভিন্ন ধরনের বিপদ ওত পেতে থাকে তাই কোনো নভোচারী নিজের জীবনকে বিপন্ন রেখে এই অভিযানে যোগ দিতে চান না। ইনি প্রথম অবতরণ করেছে এই গ্রহে।

ইনির মূল উদ্দেশ্য ছিল লাইটাস গ্রহে একটি আলোর রেখার রহস্য উন্মোচন করা। অবতরণের পরপরই ইনি বুঝতে পারে আলোর রেখাটি তার দিকে এগিয়ে আসছে। সে যতই দূরে সরে যেতে চাচ্ছে আলোটা ততই তার কাছে আসতে চাচ্ছে। একসময় ইনি আর পেছাতে পারে না। পরাস্ত আলোর কাছে। আলোটা তাকে ধীরে ধীরে পেঁচিয়ে ফেলল। তারপর তীব্র যন্ত্রণায় ছটফট করে উঠলো ইনি।

একসময় আর পারলো না নিজেকে সামলে রাখতে। হঠাৎ করে সে যন্ত্রণায় ছটফট করতে করতে জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফিরলে বুঝতে পারলো তার শরীরে সে ছাড়াও অন্য একজন আছে। আর এই অন্যজন হল অজানা গ্রহের প্রাণী জিরি। জিরি এতদিন নিঃসঙ্গ ছিল। ইনি কে পেয়ে তার নিঃসঙ্গতা দূর করতে চায়। ইনির সাথে চলে আসতে চায় পৃথিবীতে। কিন্তু এটা যে রীতিবিরুদ্ধ। পৃথিবীতে অজানা-অজানা কোন প্রাণীকে নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই স্পেসশিপের সবাই সিদ্ধান্ত নেয় ইনিকে না নিয়ে তার ফিরে যাবে পৃথিবীতে।

শেষ পর্যন্ত ইনি কী মুক্ত করতে পেরেছিল নিজেকে? আর কিবা ঘটেছিল জিরির জীবনে? তার নিঃসঙ্গতা কী সত্যিই দূর হয়েছিল? নাকি আবার নিঃসঙ্গ হয়ে পড়েছিল ঠিক আগের মত? এই সবগুলো প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আপনাদের বইটা পড়তে হবে জোর দিয়ে বলতে পারি বইটি পড়তে আপনাদের একঘেয়েমি লাগবেনা। তাই আর দেরি না করে পড়ে ফেলেন অসম্ভব সুন্দর এই বইটি।

Exit mobile version