Site icon Book PDF Down.com

মায়ের কাছে ফেরা PDF Download আনিসুল হক

মায়ের কাছে ফেরা PDF Download আনিসুল হক

“মায়ের কাছে ফেরা” এই উপন্যাসটি বাংলাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক আনিসুল হকের এক অসাধারণ সৃষ্টি। এই উপন্যাসটি তার রচিত সবগুলোর মধ্যে সেরা। আনিসুল হক এই বর্তমান সময়ের অন্যতম প্রিয় লেখক। তিনি তাঁর গল্পের মাধ্যমে মানব জীবনের অনেক অজানা তথ্যের সমাধান করে দিয়েছেন। তাঁর গল্পের মাধ্যমে আমরা বাস্তবের কিছু সমস্যাগুলোকে চোখের সামনে দেখতে পাই।

তিনি যেমন মানুষকে আনন্দ দেন আবার তার লেখনীর মাধ্যমে মানুষকে কাঁদাতেও পারেন। “মায়ের কাছে ফেরা” বইটির হার্ডকপি যারা সংগ্রহ করতে পারেননি তারা আর দেরি না করে আমাদের ওয়েবসাইট ভিজিট করে বিনামূল্যে বইটির পিডিএফ ডাউনলোড করে ফেলুন।

“মায়ের কাছে ফেরা” বইটি সমকালীন উপন্যাসের মধ্যে পড়ে।এই উপন্যাসটিতে লেখক একজন সন্তান হারা মায়ের আহাজারির কথা তুলে ধরেছেন। বইটি প্রথম প্রকাশ করেছে সময় প্রকাশনী। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে 95 টি। বর্তমানে বর্তমানে বাজারে বইটির মুদ্রিত মূল্য হল 158 টাকা। এই বইটি পড়ার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে,একজন মায়ের সন্তান হারানোর কী ব্যাথা?

কাহিনী সংক্ষেপ

উপন্যাসটি শুরু হয়েছে এক সন্তান হারা মায়ের আর্তনাদ নিয়ে। এই সন্তানহারা মায়ের নাম ফিরোজা বেগম। তার একটি যুবকবয়সী ছেলে ছিল। ফিরোজা বেগম সমুদ্রে বেড়াতে গিয়ে তার ছেলেকে হারিয়ে ফেলেছেন। তিনি ছেলের জন্য একদম পাগলের মত হয়ে গেছেন। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে খুঁজে বেড়াচ্ছেন তার ছেলেকে কিন্তু তার ছেলের অস্তিত্ব কোথাও খুঁজে পাচ্ছেন না। তিনি তার ছেলেকে খোঁজার জন্য অনেক তল্লাশি অভিযান চালিয়েছেন কিন্তু কেউ তার ছেলের কোনো খোঁজ দিতে পারেনি।

তিনি তাই দিন দিন ছেলের শোকে পাগল হয়ে যাচ্ছিলেন। তিনি ভেবেই নিয়েছেন যে,কেউ যখন তার ছেলের এখন পর্যন্ত কোন খোঁজ দিতে পারেনি তারমানে সেই ছেলে হয়তো আর বেঁচে নেই। ফিরোজা বেগম দিন দিন হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছিলেন। শেষপর্যন্ত তার ছেলেকে না পাওয়ায় সারাদিন রাত নিরন্তর কান্নার জন্য একসময় সে দৃষ্টিহীন হয়ে যায়। তার ছেলেই ছিল বেঁচে থাকার একমাত্রঅবলম্বন। তার ছেলেকে ছাড়া পৃথিবীটা পুরোই অন্ধকার লাগে। সে আশায় দিন গুনে যে, একদিন তার ছেলে অবশ্যই ফিরে আসবে এবং তাকে মা বলে ডাকবে।

একদিন এক গভীর রাতে ফিরোজা বেগমের বাড়িতে একজন চুরি করতে ঢুকে। ওই বাড়িতে সন্তানহারা ফিরোজা বেগম একাই থাকতেন। ওই চোরটি তার অন্ধত্বের সুযোগ নিয়ে তাকে মা বলে ডাকে। তখন ফিরোজা বেগম আবেগে আপ্লুত হয়ে চোরটিকে তার ছেলে ভেবে জড়িয়ে ধরে। কিন্তু সে অন্ধ মা জানেও না যে, যাকে তিনি জড়িয়ে ধরেছেন সে আসলে একজন প্রতারক। আশেপাশের অনেক লোক তাকে বোঝানোর চেষ্টা করে ওইটা তার ছেলে নয় কিন্তু ফিরোজা কিছুই বুঝতে চান না।

শেষ পর্যন্ত তাঁর এই ভ্রমের অবসান হয়। সে বুঝতে পারে এটা তার ছেলে নয়। তিনি তখন মেনে নেন তার ছেলে আর কখনোই ফিরে আসবেনা। এভাবেই গল্পটি চলতে থাকে। আমি গল্পের সামান্যটুকু অংশ তুলে ধরলাম। পুরোটা জানতে হলে বইটা একবার হলেও পরে দেখতে হবে। আদৌ কি ফিরোজা বেগমের ছেলে ফিরে আসে? শেষ পর্যন্ত কি পরিনতি হয় অন্ধ মায়ের? এই সবগুলো প্রশ্নের উত্তর একমাত্র বইটা পড়লেই পাওয়া যাবে। তাই আর দেরি না করে আমাদের ওয়েবসাইট থেকে বইটি ডাউনলোড করে পড়ে ফেলুন। আশা করি নিরাশ হবেন না।

মায়ের কাছে ফেরা PDF

Exit mobile version