Site icon Book PDF Down.com

মালঞ্চ PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

মালঞ্চ PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

মালঞ্চ উপন্যাস পিডিএফ ডাউনলোড রবীন্দ্রনাথ ঠাকুর
মালঞ্চ উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত রোমান্টিকধর্মী উপন্যাস। উপন্যাসের পাত্র-পাত্রীরা খুবই সাধারণ মানুষ এবং তাদের ব্যক্তিগত ও মনস্তাত্ত্বিক টানাপোড়ন নিয়ে রচিত হয়েছে এই উপন্যাসটিত। উপন্যাসের প্রধান দুটি চরিত্র আদিত্য নীরজা যারা সম্পর্কে স্বামী-স্ত্রী। অপরদিকে উপন্যাসের দুটি পার্শ্ব চরিত্রে রয়েছে তারা হল সরলা ও রমেশ।

সরলা হলো আদিত্যর নিকটাত্মীয় এক বোন আর রহমান হল আদিত্যর ভাই ও নীরজার দেবর। আদিত্য ও নীরজার দশ বছরের সংসার। কিন্তু নীরজা অনেক অসুস্থ। দাম্পত্য জীবনে আদিত্য ও তার স্ত্রী অত্যন্ত সুখী কিন্তু তাদের কোনো সন্তান নেই এই দশ বছরের সংসার জীবনে। আদিত্য তার শশুরের থেকে কিছু ঋণ করে একটি বাগান তৈরি করেছিল।

মূলত আদিত্যর বাগানটি ছিল ব্যবসার উদ্দেশ্যে তৈরি করা। সেখানে নানা রকম ফুল ও বিভিন্ন রকম গাছের চারা উৎপাদিত হতো। আজও তোর সাথে সরলার সম্পর্ক দিনদিন ঘনিষ্ঠ হতে থাকে তার স্ত্রীর অসুস্থতার পর থেকে। নীরজা মনে করে যে আদিত্য সরলের সাথে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছে কিন্তু মূলত সরলা আদিত্য কে পছন্দ করত।

অপরদিকে সরলাকে নীরজার অনেক পছন্দ হয়ে যায় এবং সে চায় তার দেবর রমেনের সাথে সরলার বিয়ে দিতে। কিন্তু আদিত্যর সাথে সরলার কোথায় যেন প্রণয় ঘটে যায় যা নীরজার অবগত হতে সময় লাগে না।

এই বিষয়টা নিয়ে নীরজা আদিত্যকে দোষারোপ করতে থাকে এবং আদিত্যর আজকের এই বিশাল বাগান তৈরি করার পেছনে যে তার বাবার অবদান এটা সে কটাক্ষ করে বলে আদিত্য কে। আদিত্য এতে প্রচণ্ড আঘাত পায়। এমনিতেই অসুস্থতার পরে তার স্ত্রীর সাথে আদিত্যর অনেকটাই দূরত্ব বৃদ্ধি পেয়েছিল। ঘটনার পরে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়।

এসব কিছু সরল জানতে পারে এবং রমেনকে বলে যে তারা দুইজন এখান থেকে পালিয়ে যাবে এবং দূরে গিয়ে সংসার করবে। তারা কোনভাবেই আদিত্য নিরজার জীবনে দুঃখ নিয়ে আসবে না। এর উপস্থিতিতে সেই সময়ে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি অনেক খারাপ ছিল। এরমধ্যে সরলা আদিত্য কে তাদের জীবনের পনেরো বছরের সব ঘটনা বলতে থাকে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নীরজা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। আরেকটা মৃত্যুর কাছাকাছি চলে যায় সে।

তারপরে হঠাৎ সরলা রমেনের সাথে পালিয়ে যায় কিন্তু চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তাদের দুজনকে পুলিশের গ্রেফতার করে নিয়ে যায়। এরমধ্যে নীরজা অনেক অসুস্থ হয়ে পড়ে এবং সে শেষবারের মতো সরলাকে দেখতে চায়। আদিত্য ফিরিয়ে আনে সরলাকে, নীরজা আদিত্যকে সরলার হাতে তুলে দিয়ে চির বিদায় গ্রহণ করে।

উপন্যাসটি অত্যন্ত রোমান্টিক হৃদয়গ্রাহী হওয়ার দরুন প্রত্যেকটি বাংলা সাহিত্য প্রেমীদের উচিত মালঞ্চ উপন্যাসটির পাঠ করা। সাহিত্য প্রেমীদের সুবিধার্থে এবং খুব সহজে যেন তারা এটি পড়তে পারে এজন্য আমরা আমাদের ওয়েবসাইটে আপনাদের জন্য নিয়ে এসেছি মালঞ্চ উপন্যাসটির পিডিএফ ফাইল।

আপনারা চাইলে যখন তখন আমাদের ওয়েবসাইট ভিজিট করে এই অসাধারণ উপন্যাসটি ডাউনলোড করতে পারবেন এবং পড়তে পারবেন সেই সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে পিডিএফ ফাইলটি সেয়ার করতে পারেন।

মালঞ্চ PDF

Exit mobile version