Site icon Book PDF Down.com

মাস্টারমশাই PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

মাস্টারমশাই PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

মাস্টারমশাই ছোট গল্প পিডিএফ ডাউনলোড রবীন্দ্রনাথ ঠাকুর
মাস্টারমশাই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ হতে সংগৃহীত একটি ছোট গল্প। গল্পটির অসাধারণ কাহিনী একটি মাস্টারমশাই ছাত্র রেনুকে নিয়ে। মাস্টার মশাইয়ের নাম হলো হরলাল। হরলাল গরীব বিধবা মায়ের একমাত্র সন্তান। যে কিনা পড়াশোনার জন্য কলকাতায় আসে এবং অধীর বাবু নামে এক ব্যক্তির পুত্র পড়ানোর দায়িত্ব গ্রহণ করে।

রেনু মাস্টারমশাই এর কাছে নিজের সন্তানের মত বড় হতে থাকে।কেননা রেনুকে পড়ানোর বিনিময়ের ইনুর বাড়িতে আশ্রয় পায় মাস্টারমশাই। কলকাতা শহরে মাস্টারমশাই পড়াশোনার জন্য এসেছিলেন এবং দরিদ্র মায়ের এই সন্তানকে বসবাসের জন্য স্থান দিয়েছিল রেনুর ধনী পিতা। মাস্টারমশাই পড়াশোনার ফাঁকে রেনুকে পড়াতো এবং কলকাতা শহরে তাঁর একমাত্র বন্ধু ছিল এই রেনু।

রেনুকে সে অত্যন্ত স্নেহ করতো। ক্রমে রেনুর বয়স বারো বছর পার হয়ে গেলে হঠাৎ একদিন তাদের বাড়িতে একটা খারাপ ব্যাপার ঘটে যায়। বাড়ি থেকে অধর বাবুর কিছু দামি পোশাক হারিয়ে যায় এবং তারপর অধর বাবু হরলাল কে বাড়ি ছেড়ে চলে অন্যত্র গিয়ে বসবাস করতে বলে।

এ ঘটনায় রেনু অত্যন্ত বিমর্ষ হয়ে পড়ে ও হরলাল এর কাছে যায়। ছাত্র-শিক্ষকের দ্বৈরথ পুনরায় প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে হঠাৎ রেনুর মা মারা যায়। জগত সংসারের রেনো একা হয়ে পড়ে আর হরলাল ইতোমধ্যে একটি ভালো চাকরি জোগাড় করে নেয়। হঠাৎ একদিন রেনু জানায় যে তার পিতা অধর বাবু পুনরায় বিবাহ করছেন এবং রেনু বিলেত গিয়ে পড়াশোনা করতে চান।

রেনু হরলাল এর থেকে অনেকগুলো টাকা ধার চেয়ে বসে আর হরলাল কে বলে কোন স্থান হতে যে কোন প্রকারে থাকে যেন ধার করে দেয়। রেনুর এসব ধারণাকেই তার পিতা সমস্তই শোধ করে দিবে কিন্তু বাস্তবিক অর্থে অর্পিতা অত্যন্ত কৃপণ ও নিকষ কালো মনের অধিকারী একজন মানুষ। তারপরে করে একদিন রেনু তার মায়ের কিছু দামি গহনা নিয়ে হলো লালের বাড়িতে আছে এবং হরলালের অফিসের সঞ্জয়ের মোটা অংকের টাকা নিয়ে পালিয়ে যায় আর তার মায়ের গহনা গুলো সেখানে রেখে যায়।

এমন অবস্থায় হরলাল বিশাল বিপদে পড়ে যায় এবং এতগুলো টাকা সে কীভাবে পূরণ করে দেবে ভেবে পায়না। অথবা বুকের সমস্ত জানালে সে ঋণগ্রহণ এগুলো ঘরের থেকে কেড়ে নেয় এবং হরলাল এর উপরে চুরির অপবাদ দেয়। অন্যদিকে ঘরের অফিসের মালিক এক রাতের মধ্যে অফিসের চুরি যাওয়া সমস্ত টাকা ফেরত দেয়ার সময় দেয়। সেই রাতেই হরলাল উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে থাকে এবং রাত শেষ হওয়ার আগেই মৃত্যুমুখে পতিত হয়।

গল্পটার শুরুর দিকের একটি স্নেহময় শিক্ষক ছাত্রের সম্পর্ক থাকলেও শেষ পর্যন্ত এসে মাষ্টারমশাই এর জীবনের মর্মান্তিক ট্রাজেডি সত্যিই ভয়ানক দুঃস্বপ্ন রূপে ধরা দেবে পাঠকদের কাছে। অসাধারণ ছোটগল্পটি আমরা আমাদের ওয়েবসাইটে পিডিএফ ফাইল আকারে শুধুমাত্র আপনাদের জন্য সাজিয়েছি। আপনারা যখন তখন ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে আর রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প মাস্টারমশাই ডাউনলোড করে পড়ে ফেলুন।

মাস্টারমশাই PDF

Exit mobile version