Site icon Book PDF Down.com

মেঘনাদবধ কাব্য PDF Download মাইকেল মধুসূদন দত্ত

মেঘনাদবধ কাব্য PDF Download মাইকেল মধুসূদন দত্ত।

মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের লেখা বাংলা সাহিত্যের বিখ্যাত ক্লাসিক মহাকাব্য। বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের আগে মহাকাব্য কি রচনা করে নি এবং প্রথম মহাকাব্য দিয়েই মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যকে এক কালজয়ী মহাকাব্য উপহার দিয়েছেন যা বাংলা সাহিত্যের ইতিহাসে চিরকাল নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে থাকবে। মেঘনাদবধ কাব্যটি মাইকেল মধুসূদন দত্ত অম্রিতাক্ষর ছন্দের লিখেছেন এবং নয়টি পর্বে বিভক্ত এই মহাকাব্যটি বাংলা সাহিত্যের একটি বিখ্যাত ক্লাসিক মহাকাব্য।

এই মহাকাব্যটি এর কাহিনী মূলত নেওয়া হয়েছে হিন্দু ধর্মের বিখ্যাত ধর্মগ্রন্থ রামায়ণ থেকে। যখন রাবণ সীতা দেবী কে অপহরণ করে নিয়ে আসে তার দেশ লঙ্কা তে এবং যুদ্ধ শুরু করে রাম লক্ষণ এর সাথে। যুদ্ধের এক পর্যায়ে লক্ষণ নিরস্ত্র মেঘনাদের উপর আক্রমণ চালিয়ে তাকে হত্যা করে। মেঘনাদ রাবণের পুত্র ছিল এবং লক্ষণ যুদ্ধনীতি ভঙ্গ করে নিরস্ত্র যোদ্ধা মেঘনাদের উপর আক্রমণ করে তাকে নির্মমভাবে হত্যা করে।

মূলত মহাকাব্য টির কাহিনী শুরু হয়েছে এখান থেকেই। রাবণ যখন তার রাজধানী লঙ্কা তে বসে ঈশ্বরের আরাধনা করছিল ঠিক তখনই রাম লক্ষণ হত্যা করে মেঘনাথ কে আর তাদের সাথে স্বেচ্ছায় সহমরণে যায় তার স্ত্রী প্রমিলা । সেখানের ঘটনা থেকেই হিন্দু ধর্মের সতীদাহ প্রথা চালু হয়।

একদা রাবণের বোন লক্ষণকে বিবাহের প্রস্তাব দিলে লক্ষণ তার নাক কর্তন করে তাকে অপমান করে অভিনয়ের জন্য প্রত্যাখ্যান করে। নিজের বোনের এরূপ অপমান সহ্য করতে না পেরে প্রতিশোধ নেবার জন্য রাবণ সীতাকে অপহরণ করে এবং রাম লক্ষণ এর সাথে যুদ্ধ ঘোষণা করে। রাম লক্ষণ কে মূলত এই মহাকাব্যে নেগেটিভ চরিত্র কিংবা এন্টি হিরো হিসেবে দেখানো হয়েছে।

মাইকেল মধুসূদন দত্ত তার অসামান্য সাহিত্য প্রতিভা দিয়ে রাবনকে একজন বীর যোদ্ধা ও স্নেহশীল ভাই হিসেবে দেখানো হয়েছে অপরদিকে রাম লক্ষণ কে ভিলেন হিসেবে দেখিয়েছেন লেখক। কিন্তু মূল রামায়ণে রাম হিন্দু ধর্মের দেবতা ও মহান ব্যক্তি। রাবণের থেকে সীতাকে উদ্ধারের পর রাম সীতাকে সতীত্ব প্রমাণের জন্য আগুনের ওপর হাঁটতে বাধ্য করেছিল কিন্তু অপরদিকে রাবন নিজের বোনের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সবকিছু ত্যাগ করেছিল এমনকি নিজের জীবন।

একমাত্র মাইকেল মধুসূদন দত্তের পক্ষেই সম্ভব এত সুন্দর একটি মহাকাব্য রচনা করা। এ মহাকাব্যটি সাহিত্যের ইলিয়াড ও ওডিসির এর মত করে লেখা ও ইংরেজি সাহিত্যের এপিক এর সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান সাহিত্যকর্ম টিতে। মাইকেল মধুসূদন দত্তের এই কালজয়ী কাব্য টি বাংলা সাহিত্যের প্রতিটি পাঠক-পাঠিকার অধ্যায়ন করা উচিত।

আপনাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে এসেছি মেঘনাদবধ মহাকাব্যের পিডিএফ ফাইল। আপনারা চাইলে যখন তখন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আর ডাউনলোড করে নিতে পারেন মেঘনাদবদ কাব্যের পিডিএফ ফাইল এবং সেই সাথে শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধবদের সাথে।

মেঘনাদবধ কাব্য PDF

Exit mobile version