Site icon Book PDF Down.com

মিশন কঙ্গো শাহরিয়ার শৈকত PDF download (মিলিটারি থ্রিলার)

মিশন কঙ্গো শাহরিয়ার শৈকত PDF download

শাহরিয়ার শৈকত। লেখক হিসেবে আমিও তাকে খুব একটা চিনি না। তবে একটু ভিন্ন ধারার একটা জিনিস লিখে তিনি পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন। ভালোমতোই করেছেন। আর সেটা হল মিলিটারি থ্রিলার! এই জনরার কোনো বই এর পূর্বে পড়া হয়নি। লেখা হয়েছে কিনা তাও সন্দের। শাহরিয়ার শৈকত এই ব্যাতিক্রম কাজটা দারুণ সারা ফেলে। সারা ফেলবার মতই বইটা। সুতরাং বইটা যারা পড়েন নি তারা দেরি না করে আমাদের ওয়েবসাইট থেকে বইটির পিডিএফ পড়ে ফেলতে পারেন অনায়েসে।

কাহিনী সংক্ষেপঃ জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কঙ্গোতে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্ট, ব্যানব্যাট। সব কিছু ঠিক ঠাক চলার মাঝেও হঠাৎ মিলিশিয়া অকস্মাৎ আক্রমণের করে বসে বাংলাদেশ কন্টিনজেন্ট উপর এবং বিদেশী পর্যটক ও বেশ কয়েকজন অফিসার বন্দি করে নিয়ে যায় কঙ্গোর গভীর অরণ্যে। হঠাৎ এই আক্রমন নিয়ে জাতিসংঘসহ পুরো দুনিয়া চিন্তা পড়ে গেলো, নড়েচড়ে বসলো আন্তার্জাতিক মহল। কেনো তাদের বন্দি করা হলো? উদ্দেশ্য কি? কিন্তু এতসব ঘটনার পরেও কঙ্গো সরকার যেন নির্বিকার! কেন? জমা হতে থাকে অনেক প্রশ্ন।

বাংলাদেশের দায়িত্ব ছিলো নিরাপওা দেয়া আর যে কারণে সকল চাপ এসে পরে বাংলাদেশ কন্টিনজেন্ট এর উপর। এই অপবাদ থেকে বাঁচার একটা উপায়, উদ্ধার করতে হবে অপহৃত দের। কিন্তু কিভাবে?

দ্রুতই বাংলাদেশ থেকে আনা হলো স্পেশাল কমান্ডো টিম। যার দায়িত্বে মেজর শিফান তাজওয়ার। এই দিকে রেকি করার সময় হেলিকপ্টার রকেট লন্জারে আঘাতে গহীন অরণ্যে ভূপতিত হয়। যেখানে পদে পদে বিপদ মানুষখেকো মাইমাইদের বাস। জঙ্গেলের হিংস্র প্রাণী, যেখানে বেঁচে থাকায় একটি চ্যালেঞ্জ। সেখানে গিয়ে উদ্ধার? এমন বিরূপ পরিবেশে মেজর শিফান কি পারবে, বাংলাদেশের মুৃখ রক্ষা করতে?
নাকি বেঘোরে মারা পড়বে ? জানতে হলে পড়ে ফেলুন মানসিক টানাপোড়েন, পদে পদে শিহরণ এবং উওেজনায় ভরপুর ব্যতিক্রমী এক মিলিটারি থ্রিলার ‘মিশন কঙ্গো’ বইটি।

এই বইটা মূলত আমাদের দেশের মিকিটারির গল্প যে কারণে বইয়ের প্রতি শুরু থেকে একটা উৎসাহ কাজ করছিল। সব মিলিয়ে বইটি চমৎকার লেগেছে বিশেষ করে শব্দচয়ন, বর্ণনা এতো নিখুঁত ছিলো যা সত্যিকার অর্থে অনুভব করার মতো। সাসেপন্স ও থ্রিলে ভরপুর ছিলো। লেখকের লৈখনশীল চমৎকার। পুরো বইটি শেষ পর্যন্ত মাতিয়ে রেখেছে। সেনাবাহিনীর অনেক ব্যাপার স্যাপার আছে সেটা আলোচনার যা বাইরের মানুষ জানে না। সেটা আপাতত নাই বলি।

যে জিনিসটা বেশি মুগ্ধ করেছে তা হলো লেখক অপারেশনের ব্যাপার গুলা চমৎকার ভাবে বর্ণনা করেছে বিশেষ করে নরখাদক মাইমাই বাসীদের ব্যাপারটা এমন ভাবে বলেছে বা বর্ণনা করেছে যা সহ্য করার মতো না! গা গুলিয়ে যায়। আবার মনে হলো পুরা হরর মুভি স্বাদ পাচ্ছি। পুরা সময় একটা ঘোরের মধ্যে রাখতে পেরেছে লেখক। আর চিন্তা করতে বাধ্য করেছে এও কি সম্ভব! এ্যাকশনের ব্যাপার গুলা একটু অন্য রকম লেগেছে। ভালো লাগেনি ঠিক। মানে একশনের কিছু জিনিস একটু বেশি নাটকীয় আর সিনেমাটিক হয়ে গেছে। যা ঠিক না। তাছাড়া পুরা বই জুড়ে একটি মিলিটারি থ্রিলার যেমন হওয়ার দরকার ছিলো সে ক্ষেত্র বলা যায় পারফেক্ট হয়েছে। মিলিশিয়া ও মাই মাই আদিবাসী ব্যাপার একটু ঝাপসা লেগেছে। মাই মাই অসভ্য জগতে আছে তবে তারা কিভাবে সভ্য জগতের মানুষের সাথে মিলেছে ব্যাপারটা যাদিও ঠিক মিলে না।

চরিত্রগুলোর মধ্যে মেজর শিফান কে চমৎকার ভাবে উপস্থাপন করা হয়েছে। স্পেশাল কমান্ডো পার্টিকে স্যালুট, সত্যিকার অর্থে তারা বেশ পরিশ্রম করে। সর্বপরি ভিন্নধর্মী এই মিলিটারি থ্রিলার আমার দারুণ লেগেছে।

সবশেষে বলবো, এই নতুন জনরার বইটি একবার অবশ্যই চেখে দেখার মত। আশাকরি হতাশ হবেন না।

Exit mobile version