Site icon Book PDF Down.com

মহাযাত্রা PDF Download নাজিম উদ দৌলা

মহাযাত্রা PDF Download নাজিম উদ দৌলা

বর্তমানের আরও একনন জনপ্রিয়ও থ্রিলার লেখক হলে ‘নাজিম উদ দৌলা’। তিনি যে শুধুমাত্র একজন লেখক, তা না। তাঁর লেখা বেশ কিছু থ্রিলার নাটক, সিনেমা তৈরি হয়েছে। অর্থাৎ তিনি একজন স্ক্রিপ্ট রাইটারও। তাঁর প্রথম দিকের কিছু ভালো থ্রিলার বইগুলোর মধ্যে ‘মহাযাত্রা’ অন্যতম। ২০১৮ সালে বইটি প্রকাশিত হয়। স্ক্রিপ্ট লেখার অভ্যাসের কারনেই কিনা কে জানে, তাঁর লেখায় একটু সিনেমাটিক ভাব আসে!

যাই হোক, দারুন এই মহাযাত্রা বইটি থেকে যারা এখনো বঞ্চিত তারা আমাদের ওয়েবসাইট থেকে বইটির পিডিএফ ফাইল পড়ে ফেলতে পারেন অনায়েসে।

কাহিনী সংক্ষেপ

দারুন একটা গান দিয়ে বইটার শুরু। গানটা ‘অর্থহীন ব্যান্ডের। “স্বাগতম! স্বাগতম! মহাযাত্রা খেলার সপ্তম মৌসুমে অংশগ্রহণ করায় আপনাদের দুজনকে জানাই অশেষ ধন্যবাদ। এই খেলার নাম মহাযাত্রা, চলছে খেলাটির সিজন সেভেন। আমি আপনাদের হোস্ট, সপ্তম মহাযাত্রা পরিচালক। আমার নির্দিষ্ট কোনো নাম নেই। আপনারা চাইলে আমাকে যেকোনো নামে ডাকতে পারেন…

আমাদের এই খেলার স্লোগান হচ্ছে—হয় মারো নয়তো মরো। বদি মেকানিক জানালার গ্রিলে হাত বাঁধা অবস্থায় ঝুলে আছে আরব্য রজনীর পুরুষাঙ্গ হারানো খোঁজা চাকরদের মতো। অজ্ঞান, পা বেয়ে নামা রক্তে ভেসে যাচ্ছে ড্রয়িং রুমের ফ্লোর। আর কিছুক্ষণ পরেই মৃত্যু তাকে গ্রাস করবে।

কিংবা চাওয়ালা আজিজ মিঁয়া, যার অতৃপ্ত গলায় পরেছিলো এলোপাথাড়ি চাপাতির কোপ। কেনো এই নির্মম হত্যা?

মহাযাত্রার এই খেলায় একবার যে নেমে যায়, তার নিয়তি একটাই—মৃত্যু। ম্লান হয়ে যাওয়া ঢাকা শহরের বুকে একদল সাইকো’র এই মৃত্যুবিলাসে মেতে উঠার কারণটা কি? তুরাগ নদীর পাড় ঘেষে যে বস্তি গড়ে উঠেছে তার অঘোষিত মালকিন ‘পারভিন’ আসলে কে? উত্থান-পতনের এই জীবনে শেষপর্যন্ত একফালি হাসিমুখের দেখা কি পারভিন পেয়েছিলো? কি ছিলো তার শেষ পরিণতি? এইসকল প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বইয়ের পাতায়…!

প্রত্যেক ভালো বই শেষ করার পর আমার অনুভূতি হয় ‘কি পড়লাম এটা?’ মহাযত্রা বইটার ক্ষেত্রেও একই। দারিন একটা বই বলাই বাহুল্য। তবে একটা কথা স্পষ্ট করে বলে নেই, বইটার কাহিনী একটু বেশিই সিনেমাটিক। বাস্তবতার অনেকটা অংশ এই বইয়ে ফুটে উঠলেও মনে খচ খচ করে এইরকম কি আসলেই সম্ভব?

বইটা পড়ার পর প্রথমেই একটা কথা মাথায় এসেছে তা হলো, এই বই থেকে দারুন একটা সিনেমা অবশ্যই বানানো যায়। এবং এটাও মনে হয়েছে সেটা যদি বড় বাজেটে করা হয় তবে বইয়ের থেকে সিনেমাটাই হিট হবে, যদিও আমি এক্ষেত্রে বইকে বেশি প্রধান্য দেই।

বইটা মূলত একটা সাইকো থ্রিলারের মত। তবে এখানে আছে প্রেম ভালোবাসার খানিকটা ছোয়াঁও। যা পাঠককে স্পর্শ করবে। বেশ সিনেমাটিক হলেও কিছু কিছু জায়গায় আমার এমন খারাপ লেগেছে যে কি বলবো, মনে হয়েছে এতটা খারাপ না হেও পারতো! এখানেই লেখকের স্বার্থকতা।

বেশি মুগ্ধ হয়েছি লেখকের লিখন শৈলিতে। অসম্ভব একটা ব্যাপার লেখক দারুনভাবে ফুটিয়ে তুলেছেন। আর বইয়ের শেষে এমন কটা টুইস্ট আছে যা সত্যিই প্রশংসার দাবি রাখে। মোট কথা প্রায় ২০৭ পৃষ্ঠার এই বই পাঠককে ধরে রাখবে দারুন ভাবে।

চরিত্র বিশ্লেষণ

বইটার মূল চরিত্রে আছে বেশ কজন। যেমন– আদিব, মাহতাব, আসলাম, পারভিন। এই পারভিন নামের চরিত্রটাকেই কেন যেন বেশ ভালো লেগেছে। এছাড়াও আছে শিরিন, শিরিনের মেয়ে টুকটুকি। এগুলো কিছুটা পার্শ্ব চরিত্রেই মত। আর আছে বেশ কিছু রহস্যময় চরিত্র যা বইটা পড়লেই জানতে পারবেন…

সবশেষে বলবো, লেখক দারুন মুন্সিয়ানা দেখিয়েছেন। দারুব কিছু উপভোগ করতে চাইলে বইটা অবশ্যই ট্রাই করা যায়।

Exit mobile version