Site icon Book PDF Down.com

মরুসৈনিক আলিমুজ্জামান pdf download

মরুসৈনিক আলিমুজ্জামান pdf download

সমসাময়িক যুগে আলিমুজ্জামান একটি সুপরিচিত নাম। তার রচিত বই গুলো সবার কাছে অধিক জনপ্রিয়। তার লেখার ধারা এতটাই পাঠকের মন ছুয়ে গেছে যে অনেক বছর পরেও পাঠকরা তার বই গ্রহণ করে। তার লেখায় সব সময় সহজ সরল ও সাবলীল ভাষার ব্যবহার দেখতে পাওয়া যায়।

“মরুসৈনিক” আলিমুজ্জামান এর একটি গুরুত্বপূর্ণ রচনা। বইটি প্রকাশ করেছে সেবা প্রকাশনী। এই বইটি ওয়েস্টার্ন সিরিজের একটি জনপ্রিয় বই। বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালে।

কাহিনী সংক্ষেপ:

মরুভূমির মধ্যে হঠাৎ করেই তাদের আগমন ঘটলো। তারা যেন সাইমন ঝড়ের মতো এলো। এখানে যাদের কথা বলা হচ্ছে তারা হলো দুর্ধর্ষ মোযেভ ইন্ডিয়ানের দল। অন্যরা সবাই ঘুমিয়েছিল। আর সেই সুযোগে তারা আক্রমণ করল। ঘুমের মধ্যেই মারা পরলো একজন সৈন্য, আহত হল আরো একজন। পর ঘোড়া গুলোকে তাড়ি নিয়ে তাড়িয়ে নিয়ে গেলো ওরা। নিমেষেই উলটপালট হয়ে গেল সব।

কিন্তু এত করার পরেও খতম করা গেল না টহল সেনাদের ছোট্ট দলটাকে। কারণ তাদের সাথে রয়েছে দুঃসাহসী এক যুবক। সেই যুবকটি আর কেউ নয় তার নাম হলো ইয়াসিন। সে একজন বাঙালি যুবক। যার জন্য একটি মেয়ে বিরহে আছে। তার নাম হলো বৃষ্টি।

শেষ পর্যন্ত ইয়াসিন কী পারবে ইন্ডিয়ান এর হাত থেকে নিজেদের রক্ষা করতে?এটা পড়ে পাঠকেরা আনন্দের পাশাপাশি অনেক কিছু সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারবে। বইটি পড়তে লাগলে কিভাবে সময় কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। বইটির কাহিনী এতটাই চমকপ্রদ যে কেউ উপন্যাস টি পড়ে আনন্দ লাভ করতে পারে। তাই বই টি যারা এখনো পড়েননি আশা করব বইটা তাড়াতাড়ি পড়ে ফেলবেন। অনেক ভালো একটি বই,যেটা না পড়লে অনেক কিছু অজানা থেকে যাবে।

আমরা সবাই জানি ওয়েস্টার্ন সিরিজের বইগুলো এখন আর বাজারে তেমনভাবে পাওয়া যায় না। কিন্তু বইগুলো এখনো সবার কাছে অনেক জনপ্রিয়। অনেক পাঠকরা এই বইগুলো পড়তে চায়। তারা বাজারে পায় না।

শুধুমাত্র তাদের কথা চিন্তা করে আমাদের ওয়েবসাইটে আমরা সেই সকল সব বইয়ের পিডিএফের ব্যবস্থা করেছি। তাই আপনারা আপনাদের পছন্দ মতো বইগুলো আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে উপায়ে। আশা করি অনেক অনেক ভালো লাগবে বইগুলো পড়লে।

Exit mobile version