Site icon Book PDF Down.com

মৃন্ময়ী PDF Download হুমায়ূন আহমেদ

মৃন্ময়ী PDF Download হুমায়ূন আহমেদ

আমাদের ওয়েবসাইটের হুমায়ূন আহমেদ স্যারের চমৎকার রোমান্টিক বই মৃন্ময়ী বই ডাউনলোড করতে পারবেন। আপনি যদি হুমায়ূন আহমেদ স্যার এর ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই বইটি পড়ে দেখবেন। নিশ্চিত করে বলতে পারি যে এই বইটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আপনারা যদি বইটির হার্ড কপি সংগ্রহ করতে না পারেন তাহলে আমাদের ওয়েবসাইট থেকে সফট কপি বা পিডিএফ ফাইল ডাউনলোড করে নিন সম্পূর্ণ বিনামূল্যে।

মৃন্ময়ী বইটি একটি রোমান্টিক এবং সমকালীন উপন্যাস। অন্যপ্রকাশ প্রকাশনী থেকে মৃন্ময়ী বইটি প্রকাশিত হয়েছে। বর্তমান বাজারে বৌদির মুদ্রিত মূল্য 250 টাকা এবং এই বইয়ের পৃষ্ঠায় রয়েছে 112 টি। চমৎকার এই বইটি যদি করতে শুরু করেন তাহলে না শেষ হওয়া পর্যন্ত থামতে মন সায় দিবে না।

মৃন্ময়ী কাহিনী সংক্ষেপ

মৃন্ময়ী বড়লোক বাবার এক্সাম আদরের কন্যা। তার বাবার নাম মইনু খান। মৃন্ময়ীর দাদারা দর্জি ছিলেন বলে তার বাবাকে একজন দৌড় জীবাণুনাশক ছিল তাদের। কিন্তু মৃন্ময়ের বাবা মঈন খান এ বিষয়ে থেকে পরিত্রান পেতে চান। তিনি তাদের পারিবারিক পেশাগত দিক থেকে বের হয়ে আসতে চান। মৃন্ময়ী বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখানকার অধ্যাপক হয়ে যান। যখন মৃন্ময়ীর বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছিল তখন তিনি এফিডেভিট করে নামের পরিবর্তন করেন এবং নিজের নাম রাখেন মাইন খান।

কিন্তু বংশগত সূত্রে একটা জিনিস সবার মধ্যেই স্বভাবগতভাবে থেকে যায়। মৃন্ময়ীর বাবাও তাই দর্জির ব্যবসার মতো গার্মেন্টসের ব্যবসা শুরু করেন। শিক্ষকতা থেকে গার্মেন্টসের ব্যবসায় এসে তিনি অনেক সফলতা অর্জন করেন। মৃন্ময়ী একজন ভাই আছে। মৃন্ময়ীর বাবা যৌবনকালে একটি বিয়ে করেছিল এবং সেই বিয়ের পক্ষে ছেলেটি হল তার ভাই।

সে তার ভাইকে খুবই ভালোবাসে এবং সে মনে করে যে ঢাকা শহরের সুন্দর যুবক তার ভাই। চেহারাগত দিক এর পাশাপাশি তার ভাই শুভ যেকোনো কাজ মৃন্ময়ীর এক কথাই করে দেয়। তার ভাইয়ের কাছে মাঝেমধ্যে এই রাতের বেলা থাকতে আসে এক ছেলে। এই ছেলেটি দেখতে সুদর্শন এবং মনে মনে মৃন্ময়ীকে পছন্দ করেন।

মাইন খানের একজন বন্ধু আছে এবং তার নাম আজাহার। মৃন্ময়ীর ধারণা তার বাবা এই বন্ধুকে অনেক ভয় করে। একবার আজাহার চাচা ওমরা হজ করতে গিয়ে নানা জনের জন্য নানা ধরনের উপরে হাত দিলেও মাইন খানের জন্য উপহার আনেন কাফনের কাপড়। অন্য যে কেউ এ ধরনের উপহার দিলে মাইন খান প্রচন্ড রাগ করতেন। কিন্তু আজাহার সাহেব দেয়ার কারণে তিনি এতটাই রাগ করেননি। আজহার সাহেব এর একটি ছেলে আছে যে দেখতে খুব সুন্দর। এই ছেলের নাম শুভ। শুভ মৃন্ময়ীকে বিয়ের প্রস্তাব দেয়।

বর্তমানে মৃন্ময়ীর কলেজে একজন নতুন ফিচার এসেছে। প্রথম দেখাতেই এই টিচার মৃন্ময়ীকে ভালোবেসে ফেলে। মৃন্ময়ীকে তার মোটর সাইকেলে চড়ছে আহ্বান জানালেন মৃণ্ময়ী তাকে সম্মতি জানান। তবে সেই শিক্ষক বুঝতে পারে যে মৃন্ময়ীর মোটরসাইকেলে চলার কারণে কষ্ট হচ্ছে। একই সমান্তরালে তিনজন যুবকের গল্প উঠেছে এ বইটিতে। মৃণ্ময়ী অবশেষে কাকে ভালবাসবে এবং তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবে তা আপনি যদি জানতে চান, তাহলে বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করে নিন এবং পড়ে ফেলুন।

মৃন্ময়ী PDF

Exit mobile version