Site icon Book PDF Down.com

নেক্সাস PDF Download মোহাম্মদ নাজিম উদ্দিন

নেক্সাস PDF Download মোহাম্মদ নাজিম উদ্দিন

বাংলাদেশের জনপ্রিয় থ্রিলার লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের অন্যতম অসাধারণ একটি উপন্যাস হলো “নেক্সাস”। “নেক্সাস” হলো থ্রিলার সিরিজ এর তিন নাম্বার বই। বাকি দুইটা উপন্যাস এর মতই এটি ও একটি অসাধারণ বই। নাজিম উদ্দিন বরাবরই তার ভাবনাকে সুন্দরভাবে পাঠকদের সামনে উপস্থাপন করেন।

বাংলাদেশে নাজিম উদ্দিন তার থ্রিলার বই এর জন্য অত্যধিক প্রশংসিত। তিনি সব পাঠকদের মন জয় করে নিয়েছেন এই উপন্যাসগুলো রচনা করে। তাঁর রচিত উপন্যাস গুলো সবারই অনেক পছন্দের। তিনি তার আকর্ষনীয় প্লটের মাধ্যমে পাঠকদের মন স্পর্শ করেছেন। এখন পর্যন্ত যে পাঠকরা “নেক্সাস”বইটির হার্ড কপি সংগ্রহ করতে পারেননি তারা এখনই আমাদের ওয়েবসাইটে এসে ডাউনলোড করে পড়ে ফেলুন।

“নেক্সাস” নাজিম উদ্দিনের থ্রিলার ও অ্যাডভেঞ্চার উপন্যাসের 3 নং সিরিজ। বইটির প্রথম প্রকাশ করেছে বাতিঘর প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন নিউটন। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে 400 টি। বর্তমানে বইটি মুদ্রিত মূল্য হলো 315 টাকা।

কাহিনী সংক্ষেপ

উপন্যাসটির মূল চরিত্র হলো বাস্টার্ড ও জেফরি বেগ। যারা নাজিম উদ্দিন এর আগের থ্রিলারের দুইটি সিরিজ পড়েছেন তাদের এই দুইজন কে চিনতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এই উপন্যাসে নিরীহ, গোবেচারা এক সাধারণ মানুষের খুনের তদন্ত করা হয়েছে। যাকে খুন করা হয়েছে তার নাম হাসান। তিনি একজন অভিজাত স্কুলের জুনিয়র ক্লার্ক।

হাসানের খুনের পরে সেই স্কুলের প্রিন্সিপাল রোজারিও ভয় পেয়ে হোমিসাইড এর সেই বিচক্ষণ অফিসার জেফরি বেগ কে খুনের তদন্ত করার জন্য নিয়োগ করেন। সেই নিরীহ লোকের খুনের পরে স্কুলে আর কোনো শিক্ষার্থী আসতে পারত না কারণ তাদের বাবা-মারা ভয় পেত স্কুলে পাঠাতে। হাসানের কোন শত্রু ছিলনা, কিন্তু কে তাকে নির্মমভাবে খুন করল সেটারই তদন্ত করেন জেফরি বেগ।

জেফরি বেগ সেই খুনি কে ধরার চেষ্টা করছে, কিন্তু লোকটি জেফরির চেয়ে কোন অংশেই কম নয়। এই উপন্যাসে বাস্টার্ড এর পরিবর্তে অন্যজনের কথা উল্লেখ করেছেন লেখক। সেই লোক বাস্টার্ড এর চেয়েও জেফরি বেগকে বেশি চিন্তায় ফেলেছে। এই উপন্যাসের আরো একজন অচেনা চরিত্রকে আমরা দেখতে পাই যার নাম জামান। জামান জেফরি বেগকে অনেক শ্রদ্ধা করতেন তার সাহসিকতা ও বুদ্ধির জন্য। এই উপন্যাসে নাজিম উদ্দিন তার চরিত্র কে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।

সেই অজ্ঞাত লোকটির নাম হল মিলন। তদন্ত করতে করতে জেফরি বেগ ব্ল্যাক রঞ্জুর দলকেও এই খুনের সাথে এক যোগসুত্র খুঁজে পায়। তারপর ইনভেস্টিগেট করতে করতে ব্ল্যাক রঞ্জুর সাথে বাস্টার্ডের এক সম্পর্কের কথাও খুঁজে পায় বেগ। জেফরি এই খুনের তদন্ত করার সময় এমন কিছু সত্য জানতে পারে যেটার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। এই খুনের ব্যাপারে বেগ হোম মিনিস্টার কে সবকিছু জানান। তিনি পরে শহরে আরো অনেক খুনের ব্যাপারে জানতে পারেন।

নিরীহ সেই সাধারন লোক হাসানের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য কী সত্য জানতে পেরেছিল বেগ?সেটা জানতে হলে অবশ্যই বইটি পড়তে হবে। অন্য দুইটি সিরিজের মতই এই উপন্যাসটিও অত্যন্ত সাসপেন্সিব। হাসানের খুন, অপহরণ ও অনেক টুইস্টে ভরপুর এই উপন্যাস। জেফরি বেগের চরিত্র কে এই উপন্যাসে অনেকটা ফুটিয়ে তুলতে পেরেছেন লেখক। যারা থ্রিলার বই পছন্দ করেন তারা আর দেরি না করে এই বইটি পড়ে ফেলুন। বেগ ও বাস্টার্ড সম্পর্কে অনেক ধারণাই পরিষ্কার হয়ে যাবে।

নেক্সাস PDF

Exit mobile version