Site icon Book PDF Down.com

নিষ্কৃতি PDF Download শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

নিষ্কৃতি PDF Download শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

নিষ্কৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পিডিএফ ডাউনলোড
নিষ্কৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি জনপ্রিয় উপন্যাস। উপন্যাস সাধারণ বাঙালি পরিবারের চিত্র তুলে ধরা হয়েছে যেখানে যৌথভাবে বাস করে তিন ভাই ও তাদের তিন বধু। তাদের যৌথ সংসার অত্যন্ত সুখের পার হলেও চিরাচরিত অশান্তি দেখা দেয় তাদের সংসারে। কেমন করে যেন সুখের সংসারে ভাঙ্গন ধরে যায় আলাদা হয়ে যায় ছোট ভাই। গিরিশ, হরিশ ও রমেশ এই তিন ভাইয়ের তিন বউ হলো সিদ্ধেশ্বরী,নয়নতারা ও শৈল।

গিরি শরীর দুই ভাই ভুলেও রমেশ তাদের রক্ত সম্পর্কীয় ভাই। অত্যন্ত শৈশবে রমেশ এর সাথে শৈলবালার বিবাহ হয়ে যায় এবং শরীরকে সিদ্ধেশ্বরী গিরিশ নিজের সন্তানদের মত লালন পালন করে বড় করে এবং সংসারের যাবতীয় খুঁটিনাটি দায়িত্ব পালন করে কিন্তু নয়ন তারা কেমন করে যেন সিদ্ধেশ্বরীর মন বিষিয়ে তোলে এবং ভাঙ্গন ধরা সংসারে অবশেষে বাধ্য হয় ও তার সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে।

নিষ্কৃতি উপন্যাসটি শরৎচন্দ্রের বেশ জনপ্রিয় এবং ব্যাপক আলোচিত উপন্যাস হওয়ার দরুন কোন পাঠকের উচিত নয় উপন্যাসটি পাশ কাটিয়ে চলে যাওয়া। চিরাচরিত গ্রামীণ সমাজের বাঙালি আর পাঁচটা যৌথ পরিবারের মতোই একটি সাধারন পরিবারের গল্প এটি কিন্তু লেখক তাঁর অসামান্য শিল্পগুণে সাধারণ একটি উপন্যাস কে এতটা অসাধারণ করে তুলে ধরেছেন তো সত্যিই প্রশংসনীয় ও অতুলনীয়।

তাই এই অসামান্য উপন্যাসটি যেন আপনারা সহজেই অনলাইনে পড়তে পারেন কিংবা ডাউনলোড করতে পারেন তার জন্য আমরা পিডিএফ ফাইল নিয়ে এসেছি আমাদের ওয়েবসাইটে। আপনি যখন তখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই অসামান্য পারিবারিক ও গ্রাম্য উপন্যাস নিষ্কৃতি ডাউনলোড করে পড়তে পারেন। শুধু নিজের নয় পিডিএফ ফাইলটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সেই সাথে অসাধারন একটি উপন্যাসের স্বাদ নিতে পারেন অনায়াসেই।

নিষ্কৃতি উপন্যাসটি মূলত পরিবার নিয়ে তবে আর পাঁচটা গ্রামীণ যৌথ পরিবারের মতোই খুটিনাটি বিষয় নিয়ে যে হাঙ্গামা চলে তা যেন আবহমান কাল ধরে চলে আসছে। উপন্যাসের একটি অসাধারণ চরিত্র হলো শৈল যে উপন্যাসে গৃহীত পরিবারটির সবচেয়ে ছোট বউ এবং তাঁর অসামান্য চরিত্র অংকন দাঁড়া লেখক উপন্যাসটিকে অন্যতম উচ্চতায় নিয়ে গেছেন পাঠকদের সত্যিই বিমোহিত করবে।

তাই প্রতিটি পাঠকের উচিত উপন্যাসটি অধ্যায়ন করা তাই এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে ফেলুন কিংবা অনলাইনে পড়তে ভিজিট করুন আর উপভোগ করুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস নিষ্কৃতি।

নিষ্কৃতি PDF

Exit mobile version