Site icon Book PDF Down.com

নরওয়েজিয়ান উড PDF Download হারুকি মুরাকামি

নরওয়েজিয়ান উড PDF Download হারুকি মুরাকামি

নরওয়েজিয়ান উড’ উপন্যাসটির লেখক হলেন হারুকি মুরাকামি। বর্তমান যুগে জাপানের সবচেয়ে জনপ্রিয় লেখক হলেন হারুকি মুরাকামি। শুধু জাপানেই নয় গত দুই দশকে প্রায় গোটা বিশ্বেই সাহিত্য জগতে মুরাকামি এক পছন্দের নাম। নরওয়েজিয়ান উড উপন্যাসটি প্রথম প্রকাশ পেয়েছিল ১৯৮৭ সালে জাপানি ভাষায়।

পরে উপন্যাসটি জনপ্রিয় হয়ে ওঠার সাথে সাথে বিভিন্ন ভাষায় অনূদিত হয়। বাংলা ভাষায় ও বইটি অনূদিত হয়েছে। আমাদের দেশে বইটির দুইটি সংস্করণ রয়েছে যার দুইটিরই প্রকাশক হলো ‘বাতিঘর প্রকাশনী’। হারুকি মুরাকামির উপন্যাসগুলোর মূল বিষয় হল ম্যাজিকাল রিয়ালিজম।

বাস্তব জগতের সাথে জাদুকরী উপাদান মিলিয়ে মুরাকামি উপন্যাসে যেই আবহের সৃষ্টি করেন তা সত্যিকার অর্থেই অনবদ্য। উপন্যাস রচনার ক্ষেত্রে মুরাকামি কে একজন দক্ষ শিল্পীর সাথে তুলনা করা যেতে পারে৷ ম্যাজিকাল রিয়ালিজম নিয়ে কাজ করলেও মুরাকামির প্রথম সাফল্য আসে বাস্তবধর্মী একটি বই লেখার পর, আর সেটি হলো নরওয়েজিয়ান উড।

এই উপন্যাসটি প্রকাশিত হবার পর রীতিমতো মুরাকামিকে নক্ষত্র বানিয়ে দেয়। উপন্যাসটির নামকরণ করা হয়েছে বিটলস ব্যান্ডের একটি গান নরওয়েজিয়ান উড থেকে। উপন্যাসটির মধ্যে কিছুটা আত্মজৈবনিক ভাবও লক্ষ্য করা যায়৷ উপন্যাসটির গল্প শুরু হয়, প্রধান চরিত্র তরু ওয়াতানাবের বিটলস এর গান শোনার পর নাওকোকে স্মরণ করার মধ্য দিয়ে।

নাওকো ছিল তরুর প্রথম জীবনের ভালোবাসা। প্রায় অনেক বছর পর নাওকোর পছন্দের গান নরওয়েজিয়ান উড শোনার পর থেকেই তরু নাওকোর স্মৃতিতে কাতর হয়ে ওঠে। এরপর উপন্যাসের কাহিনী পেছনে চলে যায়, আঠারো বছর আগে তরুর ডরমেটরির জীবনের গল্প প্রতিফলিত হয় উপন্যাসে। সদ্য বিশ বছরে পা দেওয়া তরু ভর্তি হয়েছিল একটি বিশ্ববিদ্যালয়ে।

অন্যান্য তরুণের মত সেও ছিল নিঃসঙ্গ ও বিচ্ছিন্ন, এমনই এক সময় তার দেখা হয় নাওকোর সাথে। নাওকো ছিল তরুর ছোট বেলার বন্ধু কিজুকির প্রেমিকা। সেসময় নাওকো অতীতের কিছু বেদনাদায়ক ঘটনার ভার বয়ে চলছিল। নাওকো তার এই মানসিক এই যন্ত্রণার কথা তরুর কাছে খুলে বলে।

ধীরে ধীরে তারা একে অপরের ঘনিষ্ট হয়ে ওঠে। কিন্তু যতই তারা ঘনিষ্ঠ হয়ে উঠছিলো তাদের মাঝে কেন জানি একটা অদৃশ্য দেয়াল সবসময়ই ছিল। এরই মাঝে তরুর পরিচয় হয় মিদোরির সাথে। মিদোরি ছিল তরুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাণবন্ত তরুণী। মিদোরি আর নাওকো ছিল একে অপরের সম্পূর্ণ বিপরীত।

ধীরে ধীরে মিদোরি তরুর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায়। তরু, নাওকো এবং মিদোরি মিলে তারপর একটি ত্রিভুজ প্রেমের আবহ সৃষ্টি করে এবং এই গল্পের উপরে ভিত্তি করেই উপন্যাসের গল্প সামনের দিকে এগিয়ে যায়। গল্পটি বেশ সাদামাটা হলেও মুরাকামির রচনাশৈলী ও উপস্থাপনের ধরণ উপন্যাসটিকে অসাধারণ করে তুলেছে। গত শতাব্দীর অন্যতম সেরা একটি উপন্যাস এটি, যা তরুণ পাঠকদের কাছে বেশ জনপ্রিয়।

Exit mobile version