Site icon Book PDF Down.com

ওডিসি PDF Download হোমার

ওডিসি PDF Download হোমার

‘ওডিসি’ গ্রিক মহাকবি হোমার রচিত বিখ্যাত একটি মহাকাব্য। যে সকল রচনার মাধ্যমে হোমার পৃথিবী জুড়ে মহাকবি উপাধি পেয়েছেন ওডিসি তাদের মধ্যে অন্যতম একটি রচনা। এই মহাকাব্যটি ইলিয়াডের সিক্যুয়েল হিসেবে রচনা করেন হোমার। এটি পৃথিবীর প্রাচীনতম সাহিত্যকর্ম গুলোর মধ্যে একটি৷ ধারণা করা হয় হোমার এই মহাকাব্যটি খ্রিস্টপূর্ব ৮ শতকের দিকে রচনা করেছিলেন।

সেই সময় থেকে বর্তমান পর্যন্ত ‘ওডিসি’ একই ভাবে পাঠকদের আকর্ষনের কেন্দ্রবিন্দুতেই অবস্থান করছে বিধায় একে দেওয়া হয়েছে ক্লাসিক লিটারেচার এর মর্যাদা। গ্রিক মহাবীর, ইথাকার রাজা ওডিসিয়াসই হলেন এই মহাকাব্যটির মূল চরিত্র৷ সুদীর্ঘ সময়ব্যাপী চলা ট্রয়ের যুদ্ধের পর ওডিসিয়াসের বাড়ি ফেরার সময়কালীন ঘটনা গুলো নিয়েই মূলত গড়ে উঠেছে ‘ওডিসি’র কাহিনী।

ওডিসি হোমার

মহাবীর ওডিসিয়াস যখন তা নিজের রাজ্যে ফেরার জন্য সমুদ্রযাত্রা শুরু করেন তখন তার সাথে ঘটতে থাকে নানা ঘটনা। সেই ঘটনা গুলোকে পাড়ি দিয়ে কিভাবে তিনি নিজের রাজ্যে স্ত্রী-পুত্রের কাছে পৌঁছান সেটাই পাঠক রা জানতে পারবেন এই মহাকাব্যটি পড়ে। দীর্ঘ দশ বছরের ট্রয়ের যুদ্ধে ওডিসিয়াস বিরত্বের সাথে গ্রিসের পক্ষে যুদ্ধ করেন।

এই দীর্ঘ সময় অনুপস্থিতির কারণে তার পরিবার এবং রাজ্যের লোকেরা ভেবে নেয় যে তিনি মারা গিয়েছেন। শুধু এটা মানতে পারেন না তার স্ত্রী পেনেলোপ এবং পুত্র টেলেমাকাস। তারা মনেপ্রাণে বিশ্বাস করেন যে ওডিসিয়াস একদিন ঠিক ফিরে আসবেন। সত্যিই ট্রয়ের যুদ্ধ শেষে ধন সম্পদ এবং লোকজন নিয়ে ইথাকার দিকে রওনা হন ওডিসিয়াস।

দীর্ঘ সমুদ্র যাত্রার পর তারা যখন প্রায় নিজেদের দেশের কাছাকাছি চলে আসেন ঠিক সেই সময় এক ভয়াবহ ঝড় শুরু হয়। বিধ্বংসী সেই ঝড়ের কারণ তারা দিকভ্রান্ত হয়ে যান। এবং তাদের জাহাজ ভেসে চলে আসে অনেক দূরের এক জনশূন্য দ্বীপে। সেই দ্বীপটি ছিলো একচোখা দৈত্যের দ্বীপ। যাদের বলা হতো সাইক্লপস। সেই সাইক্লপসরা আবার ছিলো মানুষখেকো।

তারার একের পর এক ওডিসিয়াস এর সঙ্গীদের ধরে খেয়ে ফেলতে শুরু করে কিন্তু তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী ওডিসিয়াস তার বুদ্ধিবলে নিজেকে এবং তার কিছু সঙ্গীকে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়।এরপর ওডিসিয়াসের জাহাজ চলতে চলতে আরো একটি দ্বীপে এসে পরে। সেই দ্বীপটির রাজা ছিলেন ভালো এবং দয়ালু।

তিনি ওডিসিয়াসদের সব কথা শোনেন এবং নিজ বন্ধু বায়ু দেবতা কে আহ্বান করেন ওডিসিয়াস ও তার সঙ্গীদের নিজ দেশে ফিরে যেতে সাহায্য করার জন্য। বায়ুদেবতা তাদের সাহায্য করতে থাকেন। ১০ দিন খুব ভালোভাবে সমুদ্রে চলতে থাকে তারা। কিন্তু এর মধ্যেই ওডিসিয়াসের কিছু সঙ্গী দুষ্কর্ম করে ফেলার কারণে রুষ্ট হন বায়ুদেবতা।

অডিসি pdf

তিনি আবার এক ঝড়ের সৃষ্টি করেন এবং ওডিসিয়াস দের নির্বিঘ্ন যাত্রা ভঙ্গ করে দেন। ভাসতে ভাসতে তারা একটি দ্বীপে নোঙর ফেলে। ওডিসিয়াসের সঙ্গীরা যখন সেই দ্বীপে নেমে শিকারে বের হয় তখন খুব সুরেলা কন্ঠের গান শুনতে পায়। শিকারি দলের প্রধান বুঝতে পারেন এটি কোনো বিপদের আভাস। তাই তিনি বাকিদের সাবধান করে দেন।

কিন্তু কয়েকজন সেই কথা না শুনে সেই সুরেলা কন্ঠ অনুসরণ করতে থাকে এবং একটি মহলে পৌঁছায়। সেই মহলের রানী ছিলো এক ভয়ংকর জাদুকর। সে ওডিসিয়াসের সেই সঙ্গীদের খুব খাতির যত্ন করে খাওয়ায় এবং সেই মন্ত্রপূত খাবার খেয়ে তারা শূকরে পরিণত হয়। এই খবর ওডিসিয়াসের কাছে পৌঁছলে তিনি সেই মহলে গিয়ে হাজির হন এবং নিজের শক্তির দ্বারা রানীকে বাধ্য করেন তার সেই সঙ্গীদের মনুষ্যরুপ ফিরিয়ে দিতে।

ইলিয়াড ও ওডিসি

রানী তাদের ফিরিয়ে দেন এবং ক্ষমাপ্রার্থনাও করেন। এই ঘটনার পর ওডিসিয়াস সেই দ্বীপ ত্যাগ করেন এবং আবার সমুদ্রে জাহাজ ভাসান। এভাবে বেশ কিছুদিন চলে যায়৷ একদিন হঠাৎ তারা লক্ষ করেন জাহাজ আর চলছে না। এর কারণ অনুসন্ধান করতে থাকেন। তখনই হঠাৎ করে সমুদ্র থেকে উঠে আসে ৬ মাথা বিশিষ্ট এক ভয়ংকর দানব।

সেই ভয়ংকর প্রাণীটি ওডিসিয়াসের ৬ জন সঙ্গীকে তুলে নিয়ে চলে যায়। ওডিসিয়াস তৎক্ষণাৎ দ্রুত বেগে জাহাজ টা সরিয়ে নিয়ে আসেন সেই এলাকা থেকে। এভাবে পথে একের পর এক বিপদের সম্মুখীন হন ওডিসিয়াস এবং তার সঙ্গীরা। কিন্তু প্রতিবারই ওডিসিয়াসের বুদ্ধিমত্তা এবং অসীম সাহসের কাছে হার মানে সকল বিপদ।

ওডেসি pdf

শেষ পর্যন্ত ওডিসিয়াস কিভাবে তার নিজের দেশে পৌঁছান এবং স্ত্রী পুত্রের সাথে মিলিত হন সেই রোমাঞ্চকর কাহিনী জানতে পড়তে হবে গ্রিক এই মহাকাব্যটি৷ প্রায় তিন হাজার বছর আগে রচিত হলেও ‘ওডিসি’ এখনো পৃথিবীর শ্রেষ্ঠ এ্যাডভেঞ্চার কাহিনী হিসেবেই নিজের জায়গা দখল করে রয়েছে। পাঠকও নিশ্চয়ই এই শ্রেষ্ঠ রোমাঞ্চকর মহাকাব্যটি পড়ে রোমাঞ্চিত হওয়ার সুযোগটি হাতছাড়া করবেন না।

ওডিসি PDF

চিরায়ত পুরাণ pdf

গ্রীক পুরাণ pdf download

Exit mobile version