Site icon Book PDF Down.com

অন্ধকারে একশো বছর PDF Download আনিসুল হক

অন্ধকারে একশো বছর PDF Download আনিসুল হক

“অন্ধকারে একশো বছর”জনপ্রিয় কথা সাহিত্যিক আনিসুল হকের অসাধারণ একটি উপন্যাস। আনিসুল হক গত শতাব্দীর আশির দশকে বাংলাদেশ আবির্ভূত হওয়া একজন বিখ্যাত লেখক, নাট্যকার এবং সাংবাদিক। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তার রয়েছে সাবলীল বিচরণ। উপন্যাসটির নাম শুনেই বোঝা যাচ্ছে এটির বিষয়বস্তু খুবই গভীর।

আপনারা যারা প্রতিনিয়ত আনিসুল হক স্যারের বই পড়তে পছন্দ করেন তাদের জন্য বইটি অসাধারণ লাগবে।”অন্ধকারে একশো বছর” এখনো যারা হার্ড কপি সংগ্রহ করতে পারেননি সেইসব পাঠকদের জন্য আমাদের ওয়েবসাইটে আমরা বিভিন্ন ধরনের বইয়ের পিডিএফ ফাইল দিয়ে থাকি।এই বইয়ের পিডিএফ ফাইল আমাদের ওয়েবসাইট থেকে আপনারা বিনামূল্যে ডাউনলোড করে পড়ে নিতে পারবেন।

অন্ধকারে একশো বছর একটি সমকালীন উপন্যাস।বইটি প্রথম প্রকাশিত হয় 1995 সালে এবং বইটি চতুর্থবারের মতো প্রকাশিত হয় 2009 সালে। উপন্যাসটি প্রকাশ করেছে সন্দেশ প্রকাশনী। বইটি ছাপা হয়েছে হার্ডকভারে। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে 112 টি। বর্তমানে বইটির মুদ্রিত মূল্য 106 টাকা।

এই উপন্যাসটিতে কাল্পনিক কিছু চরিত্রের মাধ্যমে বাস্তব ধারণা দিতে চেষ্টা করেছে। উপন্যাসটি এতটাই সাসপেন্সসিব যে আপনাকে শেষ পর্যন্ত পড়তে অনুপ্রাণিত করবে। আনিসুল হকের লেখনী গুলো খুবই বাস্তব ধর্মী তাই আমি নিঃসংকোচে বলতে পারি একবার হলেও বইটি পড়ে দেখুন ভালো লাগতে বাধ্য।

বইটি নিয়ে কিছু কথা

অন্ধকারে একশো বছর কথাটির মাধ্যমে বোঝা যাচ্ছে যে কোথাও একটা অন্ধকার নেমে এসেছে যেটির স্থায়িত্বকাল 100 বছর।এখানে লেখক এই অন্ধকার নেমে আসার জায়গাটা বলতে বাংলাদেশকেই বুঝিয়েছেন। বলতে চেয়েছেন যেখানে অন্ধকার নেমে এসেছে সেখানে গান গাওয়া নিষিদ্ধ, প্রাণীর ছবি আঁকা নিষিদ্ধ এবং জ্ঞান বিজ্ঞানের প্রচারণাও অপরাধ।

প্রথমে উপন্যাসটি এক শিল্পী দম্পতির সুখ-দুঃখ প্রেক্ষাপট নিয়ে শুরু হয়েছিল।কিন্তু ধীরে ধীরে আরও অনেক বড় প্রেক্ষাপট সাম্প্রদায়িকতার শত শত বছরের ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। যে জনপদে ধর্মের বাইরে গিয়ে কিছু করা যাবে না সেটা তো অন্ধকার জনপদের মধ্যেই পড়ে কবি এটাই এখানে তুলে ধরেছেন

প্রধান চরিত্র:
শফি আকবর,নাফিসা আকবর, সাহিদা বেগম, আব্দুল হাফিজ, রফিকুল হক এবং মিজানী।

কাহিনী সংক্ষেপ

এখানে মূলত কবিতার কাল্পনিক ভাবনার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করেছেন। উপন্যাসটি শুরু হয় শফি আকবরকে গ্রেফতারের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে জামায়াত। তার অপরাধ ছিল সে সমুদ্রতীরে বসে বসে ধর্মীয় সংগীত রবীন্দ্র সংগীত গেয়েছিলেন বলে। তিনি জেলখানাতে যাওয়ার পরে সেখানে আরও অনেকের সাথে দেখা হয় যাদের অপরাধ ও তার মতনই সামান্য। জেলখানাতে দেখা হয় দেখা হয় ছোট্ট ছেলে ইয়াকুব এর সাথে এখানে তাকে আনা হয়েছে কারণ সে ফুটবল খেলেছিল।

ধর্মগ্রন্থে লেখা আছে তিন ধরনের খেলা ছাড়া অন্যসব খেলা নিষিদ্ধ। ফুট বল তার মধ্যে একটি। শফি আকবরের সেখানে আরো একজনের সাথে দেখা হয় সে ছিল জীব বিজ্ঞানের শিক্ষক রফিকুল হক। তাকে গ্রেফতার করা হয়েছে ডারউইনিজম পড়ানোর জন্য। আচ্ছা শেষ পর্যন্ত কি হয় শফি আকবরের?তার স্ত্রী নাফিসা কি তাকে ছাড়াতে পারে? ইয়াকুব,রফিকুল হক তারাও কি জেল থেকে মুক্ত হতে পারে?

এইসব প্রশ্নের উত্তর জানতে হলে বইটা অবশ্যই শেষ পর্যন্ত করতে হবে। এই উপন্যাসটি মূলত বাংলাদেশের ভবিষ্যত কেমন হবে তার একটি প্রকৃষ্ট উদাহরণ।বইটিতে আরো অনেক লেখা আছে যেগুলো পড়লে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কেমন হবে তা চোখে ভেসে উঠবে। তাই অযথা সময় নষ্ট না করে কিছু জিনিস জানার উদ্দেশ্যে বইটি আমাদের ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করে পড়ে ফেলুন। অনেক অজানা তথ্যের সন্ধান মিলবে।

Download 

Exit mobile version