Site icon Book PDF Down.com

অপেক্ষা PDF Download হুমায়ূন আহমেদ

অপেক্ষা PDF Download হুমায়ূন আহমেদ

অপেক্ষা PDF Download হুমায়ূন আহমেদ, হুমায়ূন আহমেদ রচিত বিখ্যাত উপন্যাস অপেক্ষা আমাদের ওয়েবসাইটে পিডিএফ ফাইল পাওয়া যাচ্ছে। বই ডাউনলোডের জন্য প্রথমে আমাদের ওয়েবসাইট ভিজিট করা লাগবে। এরপরে কিভাবে বইটি বিনামূল্যে ডাউনলোড করবেন তা জানার জন্য সম্পূর্ণ লেখাটি পড়ার অনুরোধ রইল।

অপেক্ষা হুমায়ূন আহমেদ

অপেক্ষা হুমায়ূন আহমেদের একটি জনপ্রিয় উপন্যাস। মধ্যবিত্ত জীবনের পাওয়া না পাওয়ার গল্প এখানে ফুটে উঠেছে। বইটির পৃষ্ঠা সংখ্যাঃ 220। বইটির মূল্য 300 টাকা। এটি একটি সমকালীন উপন্যাস।

গল্পের শুরুতে সুরাইয়া তার সংসার জীবন নিয়ে বেশ সুখের সময় কাটাতে থাকে। তার স্বামী একটি অফিসে চাকরি করে এবং একটি পুত্র সন্তান নিয়ে তাদের সুখের সংসার। সুরাইয়া দেবর অর্থাৎ ইমনের চাচা একটি মজার চরিত্র। তার মজার মজার কান্ডের জন্য ইমন খুবই পছন্দ করে ।

ইমনের চাচা একজন খামখেয়ালিপনা চরিত্র যিনি এম এ ফাইনাল পরীক্ষা হঠাৎ দিবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু এই সুখের সংসার একসময় ছেদ ঘটে। ইমনের বাবা একদিন অফিস থেকে ফিরে আসে না । তাই ইমনের মা অপেক্ষা করতে থাকে।

অপেক্ষা হুমায়ূন আহমেদ উক্তি

আর এই অপেক্ষাকে কেন্দ্র করেই পুরো গল্প এগোতে থাকে। কিন্তু তাকে যে এভাবে জীবনের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে তা আমরা বিশেষ করে জানতে পারবো। ইমনের বাবার অনুপস্থিতে সুরাইয়ার স্থান হয় তার ভাইয়ের বাড়িতে। ইমনের বাবা নিখোঁজের পরে কিছুদিন পরে সুরাইয়ার একটি কন্যা সন্তান হয়।

তার নাম সুপ্রভা। ভাইয়ের সংসারে আশ্রয় নেয়। সুরাইয়ার ভাই একজন কাঠখোট্টা টাইপের মানুষ। যার জন্য ইমন তার মামাকে ভয় পেতে থাকে। তবে সুরাইয়ার ছোট মেয়ের মন জয় করে নেন সুরাইয়ার ভাই। তার ভাইয়ের সুপ্রভকে খুব ভালোবাসে।

ইমনের মামার বাড়িতে আস্তে আস্তে বড় হতে থাকে । তার সেই ছোটবেলার যে স্বভাব গুলো সেগুলো পরিবর্তন হতে থাকে একসময় । এমন ছিল খুবই আদরের তার তিন বছরে দাঁত পড়ার ঘটনাকে কেন্দ্র করে হুলুস্থুল কাণ্ড বেধে যায় । কিন্তু অন্য চরিত্র সে পড়ালেখায় খুবই ভালো।

সে খুব ভালো রেজাল্ট করে , প্রত্যেক পরীক্ষায় ভালো রেজাল্ট এর সুবাদে একটি টিউশনি যোগাড় করে এবং সেখানে ছাত্রী পড়াতে যায় । সেই ছাত্রীর সাথে তার নানা রকম প্রেমের সম্পর্ক গড়ে উঠতে চাইলে ইমন কখনো পাত্তা দেয়নি। কারণ ইমনের বন্ধু মিতু। সে তার মামাতো বোনকে পছন্দ করে ।

তার মা ইমনের জন্য পাশের বাড়ির একটি মেয়েকে পছন্দ করে ঠিকই কিন্তু পরে যখন জানতে পারে মিতুকে পছন্দ করে তখন ভাইওবোনের সম্মতিতেই বিয়ে হয় । তবে সুরাইয়ার মনে কখনো কখনো আশা জেগে উঠেছে তার স্বামী আবার ফিরে আসবে কিন্তু তার অপেক্ষার প্রহরগুলো শেষ হতে চাই না ।আসলে অপেক্ষায় মতো বিষয় আছে বলেই আমরা বেঁচে আছি।

অপেক্ষার জন্যই আমাদের কাছে সময় গুলো বড়ই সুন্দর মনে হয় । তার বাবা ফিরে আসবে কিনা এই অপেক্ষা আমাদের উপন্যাসের শেষ পর্যন্ত নিয়ে যায় । কিন্তু শেষে গিয়ে দেখা যায় সেখানে অপেক্ষা আসলে অপেক্ষায় । শুধু অপেক্ষায় মিষ্টি উপন্যাসটি আমার সবচেয়ে ভালো উপন্যাস।

উপন্যাসটিতে মধ্যবিত্ত জীবনের চাওয়া পাওয়া একজন মানুষের অনুপস্থিতি অর্থাৎ একজন অনুপস্থিত থাকে তাহলে সেখানে যে রকমের অসুবিধা হতে থাকে তা উপন্যাসটিতে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। লেখক বইটি পড়ে মুগ্ধ হয়েছি বইটি পড়ে ফেলেছি কারণ কাহিনী গুলো জানার জন্য অপেক্ষা করতে মন সায় দেয়নি। বইটির কিছু কিছু উক্তি আমার খুবই ভালো লেগেছে। যেমন,” মৃত মানুষের জন্য আমরা অপেক্ষা করি না।

আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য ।পৃথিবীর সব আনন্দময় জিনিস বিনামূল্যে পাওয়া যায় । যেমন জোসনা ,বৃষ্টি, মানুষের ভালোবাসা ।ছেলে পাগল এর চেয়ে মেয়ে পাগল ভয়ঙ্কর । হাসলে মেয়েদের যত সুন্দর লাগে হাসি চেপে রাখলে তার দশগুণ বেশি ভালো লাগে ।বিড়াল আর পুরুষ জাতির উপর কোন বিশ্বাস নাই।

দুইটাই ছোক ছোকানি জাত ।সর্বোপরি উপন্যাসটি খুবই ভালো লেগেছে ।অপেক্ষার প্রহর গুনতে গুনতে উপন্যাসটি শেষ করেছি ।তাই আপনারা আর অপেক্ষা না করে এখনই পড়ে ফেলুন “অপেক্ষা”। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ইমনের বাবা কি শেষপর্যন্ত ফিরে এসেছিল ।

ইমনের মা কিন্তু সেই প্রত্যাশাই করেছিল । কিন্তু এমন এর বিয়ের রাতে ইমনের বাবা ফিরে আসেনি । কেন ফিরে আসেনি পাঠককুলের কাছে প্রশ্ন থেকে গেল বইটি পড়ে উত্তর জানাবেন । বই প্রিয়জনকে উপহার দিন, বই পড়ুন। হ্যাপি রিডিং।

অপেক্ষা হুমায়ূন আহমেদ পিডিএফ ডাউনলোড

হুমায়ূন আহমেদ রচিত অপেক্ষা উপন্যাস পিডিএফ ডাউনলোড করতে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন। ক্লিক করার কয়েক মিনিটের মধ্যেই বইটি ডাউনলোড হয়ে যাবে।

বইটি ডাউনলোড করতে কোন সমস্যার সম্মুখীন হলে তা আমাদের জানাতে পারেন। আমরা সমস্যা সমাধানের যথাসাধ্য চেষ্টা করব। নতুন নতুন বই পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য ধন্যবাদ।

Exit mobile version