Site icon Book PDF Down.com

পল্লীসমাজ PDF Download শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

পল্লীসমাজ PDF Download শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

পল্লীসমাজ পিডিএফ বুক ডাউনলোড শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
পল্লীসমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অসামান্য বিখ্যাত উপন্যাস। উপন্যাসের প্রধান চরিত্র গ্রামের সাধারণ পল্লী সমাজের নারীরা। তৎকালীন সময়ের গ্রামীণ সমাজে জমিদারি প্রথার আসল রূপ ও তাদের যে অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন তার সার্থক প্রতিফলন ঘটেছে এই উপন্যাসটিতে।

দুইজন কম বয়সী ছেলে মেয়ের ভালোবাসা যা সম্পূর্ণ সমাজ বিরোধী এবং তাদের ওপর সামাজিক যে নির্যাতন ও অত্যাচার তাদের জীবনকে শেষ করে দিয়েছে সেই কাহিনী মূলত উপস্থিতিতে বিবৃত হয়েছে। তাছাড়া পল্লী সমাজের গ্রামীণ রাজনীতির যে কালো অধ্যায় ও কুৎসিত রূপ সুন্দরভাবে প্রতিফলন ঘটিয়েছেন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পল্লীসমাজ উপন্যাসটি যেন গ্রামীণ পল্লী সমাজের প্রকৃত চেহারা তবে এটি বিপরীত দিক গুলোকে তুলে ধরা হয়েছে যেসব প্রভাবক যা সমাজের অন্ধকারে ঘটে থাকে।

সে সময়ে জমিদারি প্রথার কুফল এবং জমিদারদের দৌরাত্ম্য সাধারণ পল্লী সমাজের উপর কি প্রভাব পড়েছিল তার একটি উৎকৃষ্ট উদাহরণ এই উপন্যাসটি। এই সুন্দর উপন্যাসটি অবশ্যই প্রতিটি পাঠকের পড়া উচিত তবে সবসময় বই সংগ্রহ সহজলভ্য হয় না তবে বর্তমানে অনলাইনের যুগে যদি অনলাইন থেকে এটির পিডিএফ ডাউনলোড করে পড়া যায় তবে পাঠকদের জন্য অনেক সহজ হবে উপন্যাসটি পড়া।

তাই এই সুন্দর উপন্যাসটির আপনাদের সহজলভ্য করে দেওয়ার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে পিডিএফ ফাইল নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। পাঠকরা চাইলেই যখন তখন উপন্যাস পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারেন এবং পড়তে পারেন। সেই সাথে চাইলে বন্ধু-বান্ধব এবং প্রিয়জনদের সাথে পিডিএফ ফাইলটি শেয়ার করতে পারেন। তবে চাইলে অনলাইনেও পড়তে পারবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বিখ্যাত উপন্যাস টি।

পল্লীসমাজ উপন্যাসটিতে গ্রামের নিরিবিলি পরিবেশে বড় হয়ে ওঠা কমবয়সী দুইজন ছেলে মেয়ের কথা বলা হয়েছে যারা একে অপরের প্রেমে পড়ে যায় এমন সারাটি জীবন একসাথে কাটাতে চায়।কিন্তু ভাগ্যের নির্মম পরিণতি তাদেরকে শেষ পর্যন্ত করুন ট্রাজেডির দিকে নিয়ে যায়। একদিকে জমিদারি প্রথার দৌরাত্ম্য ও অত্যাচার অন্যদিকে গ্রামীণ সমাজের সাদামাটা জীবনের অন্তরালে এক ঘৃণ্য রাজনৈতিক পরিবেশ সব মিলিয়ে ছেলে মেয়েটির জীবনের করুণ পরিণতি ঘটে যায় শেষ পর্যন্ত এবং তাদের জীবনকে করুন অবস্থার মধ্যে ফেলে।

এই সুন্দর পল্লীসমাজ ও দুইজন নারী পুরুষের প্রণয় নিয়ে লেখা উপন্যাসটি পড়তে চাইলে এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং ডাউনলোড করে নিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লীসমাজ উপন্যাসটি পিডিএফ ফাইল।

পল্লীসমাজ PDF

Exit mobile version