Site icon Book PDF Down.com

প্যারাডক্সিক্যাল সাজিদ ২ PDF Download আরিফ আজাদ

প্যারাডক্সিক্যাল সাজিদ ২ PDF Download আরিফ আজাদ

প্যারাডক্সিক্যাল সাজিদ ২ PDF Download আরিফ আজাদ, আরিফ আজাদ রচিত প্যারাডক্সিক্যাল সাজিদ 2 বইটির পিডিএফ আমাদের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। আপনি খুব সহজেই এখান থেকে তা ডাউনলোড করতে পারবেন। প্যারাডক্সিক্যাল সাজিদ 2 বইয়ের রিভিউ নিচ থেকে দেখে নেয়া যাক।

প্যারাডক্সিক্যাল সাজিদ ২ রিভিউ

লেখক আরিফ আজাদ এর এক অনন্য সৃষ্টি প্যারাডক্সিক্যাল সাজিদ।2017 সালের প্যারাডক্সিক্যাল সাজিদ 1 লিখে লেখক তুমুল জনপ্রিয়তার শীর্ষে আরোহন করেন।বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় লেখকদের লেখার হাতেখড়ি ।

মূলত ধর্মতত্ত্ব নিয়ে লিখতে তার তুমুল আগ্রহ। ধর্মের বিভিন্ন বিষয় রয়েছে মুনশিয়ানা।নাস্তিকদের নানাবিধ প্রশ্নবানে জর্জরিত না হয়ে যুক্তিমূলক ভাবে সুন্দর ভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন এবং নাস্তিকদের অবিশ্বাসের দেয়াল স্থাপন করেছেন বিশ্বাসের দেয়াল।

প্যারাডক্সিক্যাল সাজিদ 1 পড়ে পাঠককুলের ভেতরে এক আগ্রহ জন্ম নেয় যে পরবর্তী বই কখন বের হবে। সেই আগ্রহ নিবারন করার জন্য লেখক প্যারাডক্সিক্যাল সাজিদ 2 লিখেন এবং এখানেও সাজিদ এর মাধ্যমে বিভিন্ন প্রশ্ন ও সমস্যার সমাধান দিয়ে থাকেন।

প্যারাডক্সিক্যাল সাজিদ ২য় পর্ব PDF

তবে লক্ষণীয় বিষয় যে প্যারাডক্সিক্যাল সাজিদ পড়ে অনেক যুবকদের মনে ইসলামের প্রতি আগ্রহ জন্মেছে এবং ইসলামের দেওয়া বিধি নিষেধ গুলো মেনে চলার সাথে সাথে আল্লাহর নির্দেশিত পথে চলার জন্য মত স্থির করেছেন এবং সেই মোতাবেক চলছে ।

বইটির বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন প্রশ্ন এবং বিভিন্ন নাস্তিকতা মূলক কথার প্রতি উত্তর খুব সুন্দর ভাবে যুক্তিমূলক ভাবে দেওয়া হয়েছে। তবে বইটির মূল বিশেষত্ব হচ্ছে বইটি বর্তমান আঙ্গিকে বর্তমান ধাঁচে লেখা।

আমরা পাঠককুল এরা সব সময় আধুনিক কিছু চাই এবং বর্তমান পরিস্থিতির সাথে বিবেচনা করেই তা চাই এবং লেখক আরিফ আজাদ তা সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

এনেছেন বিশ্ববিদ্যালয়ের জীবন ,বিশ্ববিদ্যালয়ের জীবনে বাস করার সময় উত্থিত বিভিন্ন প্রশ্নের উত্তর। প্যারাডক্সিক্যাল সাজিদ 2 এর বই এর শুরুতে আমরা দেখতে পাই নীলুদা আরিফ আজাদ এবং সাজিদের কথোপকথন। নীলুদা নারীবাদ নিয়ে কাজ করেন নারীদের বিভিন্ন অধিকার সুনিশ্চিত করেন এবং সমস্যার সমাধান দেন।

সাম্প্রতিক কোন একটা রিপোর্টে তিনি লিখতে গিয়ে একটি তথ্য ব্যবহার করার সময় দ্বিধায় পড়েন । তথ্যটি হচ্ছে কুরআন মজীদে লিখা আছে যে “নারীরা পুরুষদের শস্যক্ষেত্র স্বরূপ” যা নীলুদা মানতে নারাজ এবং মনে করে যে এভাবে নারীদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছে ।

কিন্তু সাজির যখন এ প্রশ্নের সম্মুখীন হয় তখন খুব সুন্দরভাবেই প্রশ্নটির উত্তর দেন ।সাজিদ উল্লেখ করেন যে কথাটি যেহেতু বলা হয়েছে তা হলো সেহেতু সেই সময়ের পরিস্থিতি বিবেচনা করেই বলা হয়েছে।

তখনকার দিনে পুরুষরা স্ত্রীদের সাথে অন্য ভাবে সঙ্গম করতো যা ইহুদিরা মানতে নারাজ ছিল ।তাই সেই কুসংস্কারের মূলোৎপাটন করার জন্যই সুরা বাকারার 223 আয়াত এই কথাটি উল্লেখ হয় এবং তা হল “তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্য ক্ষেত্র সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্র যেভাবে ইচ্ছা গমন”। অর্থাৎ স্ত্রীর অধিকার স্বামীর হাতে ন্যস্ত থাকে বলে স্বামীযেভাবে খুশি স্ত্রীকে পরিচালিত করতে পারে।

এতে বাইরের কেউ হস্তক্ষেপ করার অধিকার রাখে না । সুরা বাকারার 187 নাম্বার আয়াতে আরো একটি কথা বলা হয় যে তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য বস্তুর স্বরূপ আর তোমরা তাদের জন্য বস্তুর স্বরূপ।

অর্থাৎ স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কটা এতই নিবিড় হওয়া উচিত যে একজন আরেকজনের সাথে পরিধানের বস্ত্রের মত লেপ্টে থাকতে পারবে অর্থাৎ একজন আরেকজনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে । এতে বাইরের কেউ এসে বাধা দিতে পারবে না এবং তাদের মনের দূরত্ব টা একেবারে নিকটে থাকতে হবে।

নীলুদা এ ব্যাখ্যা শুনে তার প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যান এবং তার মনে আর কোন দ্বিধা থাকে না এবং ইসলাম ধর্মকে এবং ইসলামের বাণী গুলো এবং আল্লাহর বাণী গুলো কে তিনি মহান বাণী বলে বিবেচনা করেন। তাছাড়া শেষের অধ্যায়ে আরেকটি বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় ঠিক প্রশ্ন বলা যায় না একটি আলোচনা সে আলোচনায় সৌমিত্রদা একজন বিতর্কের মানুষ।

বিজ্ঞান নিয়ে আলোচনার পর যে বলেন যে এ পৃথিবীটা অণু পরমাণুর দ্বারা সৃষ্টি যা বিজ্ঞানের একটি অবিস্মরণীয় আবিষ্কার এবং তা তিনি বিভিন্নভাবে ব্যাখ্যা করতে থাকেন। কিন্তু সাজিদ যখন মুখ খুললেন তখন এটা প্রমাণ করেন যে আঠারো শতকের এই আবিস্কারটা যেহেতু আমরা অবিস্মরণীয় বলছি সেটি তো এখন থেকে সাড়ে চোদ্দশ বছর আগেকার তথ্যই সঠিক ছিল । অর্থাৎ আল্লাহ পাক পবিত্র কুরআনের সূরা 3 নং আয়াতে বলেছেন” তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত নভোমন্ডল ও ভূমন্ডলের অগোচরে নেই ,এমনকি এর চেয়েও ছোট কিংবা বৃহৎ সবকিছু সুস্পষ্ট কিতাবে লেখা আছে ।

অর্থাৎ আল্লাহ পবিত্র কুরআনে অনেক আগেই বলে দিয়েছেন যে পৃথিবীটা অনু-পরমানু দিয়ে গঠিত যা বর্তমানের বিজ্ঞানীরা বিভিন্ন মৌলিক আবিষ্কার বলে চালিয়ে দিচ্ছেন। তথ্যপ্রযুক্তির এই যুগে আরিফ আজাদ তার প্রিয় চরিত্র সাজিদ এর মাধ্যমে যুবকদের সঠিক উত্তর দিয়েছেন এবং যুবকদের ইসলামের পথে এনেছেন যাতে তারা আল্লাহর পথে গিয়ে তাদের জীবন পরিচালিত করতে পারে এবং এরকম প্রশ্নের অতীত থাকতে পারে। হ্যাপি রিডিং, বই পড়ুন।

প্যারাডক্সিক্যাল সাজিদ ২ পিডিএফ ডাউনলোড

নিচের দেওয়া লিংকে ক্লিক করে আপনি খুব সহজেই বইটি ডাউনলোড করতে পারবেন। বইটি বর্তমানে পিডিএফ আকারে বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। কিছু কিছু পিডিএফ খুবই নিম্নমানের। বই গুলো খুবই অযত্ন সহকারে স্ক্যান করা হয়েছে।

পক্ষান্তরে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা বইটি লেখা ঝরঝরে। উন্নত মেশিনের সাহায্যে স্ক্যান করা। হাই কোয়ালিটির প্যারাডক্সিক্যাল সাজিদ ২ বইটি ডাউনলোড এর জন্য নিচের লিংকে ক্লিক করুন।

Exit mobile version