Site icon Book PDF Down.com

পদার্থবিজ্ঞান প্রথম পত্র দাগানো বই PDF Download for Free

মেডিকেল ,ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান হতে আসা কোশ্চেন গুলো হতে দেখা যায় সেগুলোর অধিকাংশই ইসহাক স্যারের পদার্থবিজ্ঞান বই কে ফলো করে (বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন গুলো অধিকাংশই ইসহাক স্যারের পদার্থবিজ্ঞান বই হতে করা হয়)।

পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইটিতে মোট 10 টি অধ্যায় সহজ এবং সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিটি অধ্যায়ের শেষে বিগত সালের ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেনগুলো এড করা হয়েছে এবং অতিরিক্ত যে mcq গুলো এড করা হয়েছে সেগুলো একজন শিক্ষার্থীকে তুখোড় প্রতিযোগী হিসেবে গড়ে তুলবে।

বইটিতে ভৌতজগৎ ও পরিমাপ থেকে শুরু করে ভেক্টর ,গতিবিদ্যা ,নিউটনীয় বলবিদ্যা ,কাজ ক্ষমতা ও শক্তি ,মহাকর্ষ ও অভিকর্ষ ,পদার্থের গাঠনিক ধর্ম ,পর্যাবৃত্তিক গতি ,আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব সম্পর্কে সুন্দরভাবে এবং দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয়েছে ।

ভেক্টর ,গতিবিদ্যা ,পর্যাবৃত্তিক গতি, মহাকর্ষ ও অভিকর্ষ ইত্যাদির মতো জটিল অধ্যায়গুলো গ্রহণ উপযোগী করে এবং রুচি সম্পন্ন করে তুলে ধরা হয়েছে। প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রগুলো সুন্দরভাবে হাইলাইট করে লেখা হয়েছে এবং পদার্থবিজ্ঞানের বিভিন্ন নীতিগুলো মার্ক করে উপস্থাপন করা হয়েছে।

সবচেয়ে মজার বিষয় হচ্ছে বইটিতে প্রতিটি অধ্যায়ের শুরুতে অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে সেগুলো প্রথমেই চার্ট আকারে তুলে ধরা হয়েছে।বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসার উপযোগী গাণিতিক সমস্যা গুলো প্রতিটি সূত্র ভিত্তিক টপিকের শেষে সমাধান সহ তুলে ধরা হয়েছে যা ভর্তি পরীক্ষায় নিঃসন্দেহে একজন স্টুডেন্ট এগিয়ে রাখবে।

মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় অতিরিক্ত তথ্যবহুল টপিক গুলো এ বইটিতে অন্য যেকোন বই এর চেয়ে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে সুতরাং ভর্তি পরীক্ষায় নিজেকে এগিয়ে রাখতে চাইলে এখনই সংগ্রহ করুন ইসহাক স্যারের পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইটি। বইটি খুব সহজে এবং দ্রুত সংগ্রহ করতে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র পিডিএফ ডাউনলোড করুন।

Unmesh Physics 1st Paper-Medical Dagano Book Pdf, উন্মেষ দাগানো বই পদার্থবিজ্ঞান ১ম পত্র pdf,Unmesh Medical Dagano Book Physics 1st Paper Pdf Download

পদার্থবিজ্ঞান প্রথম পত্র দাগানো বই PDF

Exit mobile version