Site icon Book PDF Down.com

পোস্টমাস্টার PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

পোস্টমাস্টার PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

পোস্টমাস্টার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অসাধারণ ছোটগল্প। পোস্টমাস্টার চরিত্রটি রবি ঠাকুরের একটি কালজয়ী চরিত্র। বাংলা সাহিত্যের কাছে পোস্টমাস্টার এক স্মরণীয় নাম। পোস্টমাস্টার চুলের ঝুটির কোন নাম উল্লেখ করে নি লেখক এই গল্পটিতে। পোস্টমাস্টার একটি গ্রামে পোস্ট অফিসে চাকরির নিয়োগ পান।

গ্রামটি ছিল অত্যন্ত অজ পাড়াগাঁয়ে এবং সেখানে আধুনিক কোন সুযোগ সুবিধা ছিল না। পোস্টমাস্টার বাড়িতে তার দরিদ্র পরিবার রেখে একটি অচিন গ্রামের সে পোস্টমাস্টার হিসেবে কাজ করতে থাকে। কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা হবে পোস্টমাস্টারের জীবন অত্যন্ত দুর্বিষহ হয়ে ওঠে। ঠিক তখনই পোস্টমাস্টারের জীবনে আগমন ঘটে রতন নামের একটি মেয়ের। রতন পোস্টমাস্টার এর যাবতীয় কাজ করে দিত।

সে পোস্টমাস্টারের জন্য রান্না করতো গোসলের জন্য জল তুলে দিত এবং সবসময় খেয়াল রাখত পোস্টমাস্টারের কখন কী প্রয়োজন হবে তার। রতন নামের এই বালিকাটিকে পোস্টমাস্টার অত্যন্ত স্নেহ ও গুরুত্ব দিত এবং রতন পোস্টমাস্টার কে অত্যন্ত সম্মান করতো। রতন সব সময় যেন পোস্টমাস্টারের আদেশের অপেক্ষাতেই বসে থাকতো এবং সন্ধ্যা হলে নিজ গৃহে ফিরে যেত। এই দরিদ্র নিষ্পাপ বালিকাটিকে পোস্ট মাস্টার পড়াতে চেয়েছিল। কিন্তু সেদিকে রতনের তেমন আগ্রহ ছিল না।

কিছুকাল পরে অজ পাড়াগাঁয়ের নিম্নমানের জীবনযাত্রার কারণে পোস্টমাস্টারের জীবন্ত দুর্বিষহ হয়ে পড়ায় সে কর্তৃপক্ষের কাছে স্থান বদলির আবেদন করে। কেননা এই জায়গা থেকে তার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। হঠাৎ একদিন পোস্টমাস্টার অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে। তখন রতন রাতদিন পোস্টমাস্টারের সেবা করতে থাকে এবং অবশেষে অনেক কষ্টে সুস্থ হয়ে ওঠে পোস্টমাস্টার।

তারপর হঠাৎ একদিন পোস্টমাস্টার বদলির ডিসি চলে আসে এবং পোস্টমাস্টার তার পরবর্তী গন্তব্য জন্য রওনা হয়। কিন্তু সেই সময় সেই রতনের জন্য অত্যন্ত কষ্ট অনুভব করতে থাকে। রতন অনেক কান্নাকাটি করে পোস্ট মাস্টার চলে যাবে বলে। পোস্টমাস্টার এই অবুঝ বালিকার প্রতি কেমন অসম্ভব মায়া নিয়ে ভাবতে থাকে। তার মন যেন বলতে চায় রতনকে সে নিয়ে যাবে সাথে। কিন্তু চাইলেও জীবনের অনেক কিছুই করা যায় না বা বলা যায় না। রতনকে রেখেই পোস্টমাস্টার পরবর্তী গন্তব্যে চলে যায় এবং চিরদিনের মত রতনকে সে হারিয়ে ফেলে।

পোস্টমাস্টার গল্পের ছোট প্রশ্ন উত্তর

বাস্তবিক অর্থে মানুষের জীবনে এরকম ছোটখাটো ব্যথা বিচ্ছেদ মৃত্যু হয়ে থাকে কিন্তু মানুষ সেসব দুঃখের জন্য কোন প্রতিকার করতে পারে না। এই অসাধারণ ছোটগল্পটি আমরা আমাদের ওয়েবসাইটে পিডিএফ ফাইল আকারে সংগ্রহ করেছে শুধুমাত্র সাহিত্যপ্রেমী পাঠকদের জন্য। আপনারা চাইলে যখন তখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন রবি ঠাকুরের এই অসাধারণ ছোটগল্পটি ডাউনলোড করে নিন আর শেয়ার করুন বন্ধুদের সাথে।

পোস্টমাস্টার PDF

পোস্টমাস্টার গল্পের রতন চরিত্র আলোচনা কর PDF

পোস্টমাস্টার গল্পের প্রধান চরিত্র হলো পোস্টমাস্টার এবং রতন। পোস্টমাস্টার এর নাম এখানে উল্লেখ করা না হলেও পুরো গল্প জুড়ে থাকে পোস্টমাস্টার বলেই সম্বোধন করা হয়েছে। বিভিন্ন ধরনের ছোটখাট কাজ রতন পোস্টমাস্টারের করে দিত। বিনিময়ে পোস্টমাস্টার গ্রামের এক অশিক্ষিত এই নারীকে পড়ানোর দায়িত্ব গ্রহণ করেন।

পড়ানোর দায়িত্ব গ্রহণ করার পরে দুজনের ভেতরে এক ভালোবাসার সৃষ্টি হয় এবং এই ভালবাসার আবহে পুরো গল্প বর্ণিত হয়েছে। তাছাড়া পোস্টমাস্টার গল্পের অন্য আরেকটি বিশেষ চরিত্র হলো প্রকৃতি। তবে এই প্রকৃতি কোন মানব চরিত্র নয় বরং পুরো গল্প জুড়ে প্রকৃতির সান্নিধ্য এবং প্রকৃতির বিস্তৃত বর্ণনা একজন পাঠক কে খুব সহজেই প্রকৃতি চিনতে সাহায্য করবে। আপনারা যারা পোস্টমাস্টার গল্পের রতন চরিত্র আরো বিস্তারিত ভাবে জানতে চান তারা অবশ্যই নিচের দেওয়া তথ্য পড়ুন।

পোস্টমাস্টার ছোট গল্পের রতনের চরিত্র

আপনি কি পোস্টমাস্টার ছোট গল্পের রতন চরিত্র বিস্তারিতভাবে জানতে চান? তাহলে আজকে আমাদের ওয়েবসাইটের এই পোষ্টের মাধ্যমে পোস্টমাস্টার ছোট গল্পের নারী চরিত্র রতন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। পোস্টমাস্টার গল্পের নায়িকা এবং নারী চরিত্র হলো রতন। গ্রামের অশিক্ষিত এই মেয়েটির ভেতরে যে মানবিক শিক্ষা রয়েছে তা খুব সুন্দর ভাবে লেখক ফুটিয়ে তুলেছেন এবং এই চরিত্রের মাধ্যমে একজন মানুষ নিজেকে সবসময় অন্যের সেবায় নিয়োজিত করতে সক্ষম হবে।

রতন চরিত্রটি আমাদের মাঝে যে শিক্ষা দিয়ে যায় এবং এই চরিত্রটির প্রতিটি মুহূর্ত লেখক প্রকাশ করেছে তা যদি একজন পাঠক বুঝতে পারে তাহলে এই গল্প তার কাছে হয়ে উঠবে অনিন্দ্যসুন্দর। প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটি ছোটগল্প যেন শেষ হয়েও পুরোপুরি শেষ না হয়। তাই লেখক এর ছোট এই গল্পটি আপনারা যারা পড়বেন তারা পোস্টমাস্টার ছোট গল্পের রতন চরিত্র সম্পর্কে আরও বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারবেন।

পোস্টমাস্টার গল্পটি কবে প্রকাশিত হয়

পোস্টমাস্টার গল্পটি কবে প্রকাশিত হয় তা আমাদের ওয়েবসাইট থেকে বাংলা সাল এবং তারিখে জেনে নিতে পারবেন। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অথবা শিক্ষার্থীদের পরীক্ষার খাতায় পোস্টমাস্টার গল্প থেকে বিভিন্ন ধরনের ছোট ছোট প্রশ্ন তুলে দেওয়া হয়। তাই পোস্টমাস্টার গল্পের প্রতি যদি আপনারা প্রিপারেশন বা প্রস্তুতি গ্রহণ করতে চান তাহলে অবশ্যই এই গল্পটি কবে প্রকাশিত হয়েছে তা জেনে নিতে হবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের নারী কেন্দ্রিক পোস্টমাস্টার এই উপন্যাসটি হিতবাদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। যারা পোস্টমাস্টার গল্পটি কবে প্রকাশিত হয়েছিল জানতে চাইছেন তার এখান থেকে জেনে নিন যে এই ছোটগল্পটি 1298 সনের জৈষ্ঠ্য মাসের 24 তারিখে উল্লেখিত পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়াও পোস্টমাস্টার গল্পটি সম্পর্কে যদি অন্যান্য ছোট ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ওয়েবসাইটের মন্তব্য বক্সে অবশ্যই তা লিখে জানিয়ে দেবেন।

রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্প

রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পটি সর্বপ্রথম হিতবাদী পত্রিকার 1298 সালে প্রকাশিত হয়। এই গল্পটিতে রতন এবং পোস্টমাস্টারের চরিত্র উঠে এসেছে। পোস্টমাস্টার একটি বাড়িতে বসবাস করে এবং সেই বাড়ির কাজ একই গ্রামের একটি মেয়ে করে দেয়। এই মেয়ের নাম হলো রতন এবং তার বয়স 12 থেকে 13 বছর।

দিনের পর দিন সে পোস্ট মাস্টারের বাড়িতে এই কাজ করতে করতে কখন যে ভালোবেসে ফেলে এবং পোস্টমাস্টারের অসুখে যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাকে সারিয়ে তোলে তা তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। অবশেষে পোস্টমাস্টার যখন তার এই সেবা-শুশ্রূষার জন্য কোন প্রতিদান দিতে চায় তখন রতন তা প্রত্যাখ্যান করে এবং সেখান থেকে ছেড়ে চলে যাই। নারীহৃদয় বোঝাতে বড় দায় তা এই গল্পে সুন্দরভাবে ফুটে উঠেছে।

পোস্টমাস্টার গল্পে পোস্টমাস্টার এর নাম কী

অনেকেই পোস্টমাস্টার গল্পটি পড়ে ফেললো পোস্টমাস্টারের নাম পুরো গল্প জুড়ে কী রয়েছে তা অনেকেই জানতে চান অথবা অনেকেই জিজ্ঞেস করেন যে পোস্টমাস্টার গল্পের এই প্রশ্নটার এর আসল নাম কি। প্রকৃতপক্ষে পুরো গল্প জুড়ে গল্পের বর্ণনা আলোচনা করা হয়ে থাকলেও পোস্টমাস্টারের নাম প্রকাশ করা হয়নি। এই গল্পের প্রধান চরিত্র রতন এবং পোস্টমাস্টার এর নাম এই নামে সম্বোধন করা হয়েছে।

তবে কিছু কিছু জায়গায় রতন পোস্টমাস্টার কে দাদাবাবু বলে সম্বোধন করেছে। চমৎকার এই ছোটগল্প যারা পড়বেন তারা খুব সহজেই নারী হৃদয়ের তীব্র আকাঙ্ক্ষা এবং তাদের চাওয়া-পাওয়া সম্পর্কে বুঝতে পারবেন। তাই দেরি না করে অবসর সময় অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোটগল্পটি পড়ে ফেলুন এবং ছোটগল্পের আস্বাদ গ্রহণ করুন।

পোস্টমাস্টার গল্পের ছোট প্রশ্ন উত্তর

আপনি যদি প্রশ্ন স্টার গল্পের ছোট ছোট প্রশ্নের উত্তর জানতে চান অথবা ছোট কোন প্রশ্ন করে এর সঠিক উত্তর পেতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট হবে সেই জায়গা যেখানে থেকে আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোটগল্পটি পড়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন জেগে উঠতে পারে। তাই আমাদের ওয়েবসাইটে এমন ব্যবস্থা চালু করা হয়েছে যার মাধ্যমে আপনি আপনার মনের অজানা প্রশ্ন লিখে জানিয়ে দিলে আমাদের ওয়েবসাইটের অভিজ্ঞতা আপনাদের সেই প্রশ্নের উত্তর খুব সহজভাবে এবং সাবলীল ভাষায় প্রদান করবে।

তাই পোস্টমাস্টার গল্পের ছোট ছোট প্রশ্নের উত্তর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটের মন্তব্য করবেন এবং সেখানে লিখে আপনার মন্তব্য জানিয়ে দেবেন। তাছাড়া আপনি যদি পোস্টমাস্টার গল্পটি পড়তে চান তাহলে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ফাইল আকারে সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন।

Exit mobile version