Site icon Book PDF Down.com

প্রত্যাবর্তন PDF Download আরিফ আজাদ

প্রত্যাবর্তন PDF Download আরিফ আজাদ

প্রত্যাবর্তন PDF Download আরিফ আজাদ, আপনি কি আরিফ আজাদ রচিত বিখ্যাত ইসলামিক বই প্রত্যাবর্তন পিডিএফ ডাউনলোড এর জন্য খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন। আমাদের ওয়েবসাইট থেকে বইটির রিভিউ ও কাহিনী সংক্ষেপ পড়তে পারেন। এবং খুব সহজেই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।

প্রত্যাবর্তন আরিফ আজাদ বই রিভিউ

“প্রত্যাবর্তন” আরিফ আজাদ এর লেখা একটি বই। প্রত্যাবর্তন অর্থ ফিরে আসা। এখানে লেখক আরিফ আজাদ নাস্তিকদের আস্তিকতার পথে ফিরিয়ে আনার গল্প গুলো তুলে এনেছেন।

বইটির গল্পগুলো আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম 15 টি গল্প বিভিন্ন মানুষদের দ্বীনের পথে ফিরে আসার গল্প এবং অন্যটি স্রষ্টার সন্ধানে নামক শিরোনামে প্রকাশিত হয়েছে।

বইটি সমকালীন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। বইটির পৃষ্ঠা সংখ্যা 225 বইটি। 2018 সালের প্রথম প্রকাশিত হয় এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

বর্তমান যুব সমাজের অবক্ষয় এবং দ্বীনের পথ থেকে যে দূরে অবস্থান করা তা থেকে ইসলামের পথে ফিরে আসার গল্প গুলা এ বইটিতে ফিরে ফুটে উঠেছে। ডুয়েট,বুয়েট ,রুয়েট ,কুয়েট ,চুয়েট এবং বিভিন্ন মেডিকেল স্টুডেন্টদের দীনের পথে ফিরে আসার গল্প বইতে লেখা হয়েছে।

এমনকি অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার যে সুদীর্ঘ পথ অতিক্রম করেছে সেই সব ব্যক্তিদের গল্প এখানে করা হয়েছে। তারা কিভাবে এই পথে আসলো এবং কিভাবে প্রতিকূল পরিবেশ কে সামাল দিল তা তাদের জবানবন্দিতে লেখা হয়েছে।

প্রথমেই আমরা গল্পে দেখতে পাই হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের স্টুডেন্ট মোহাম্মদ রুহুল আমিন কিভাবে দ্বীনের পথে ফিরে আসলো। মোঃ রুহুল আমিনের ছেলেবেলা কাটে দুরন্তপনায়।

বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, সিনেমা দেখে এবং বিভিন্ন অপ্রাসঙ্গিক কাজ করে। ছেলের এই ডানপিটে চরিত্রের কারণে তার মা গলায় দড়ি দিতে চাই এবং বলে এতে যদি তার শান্তি হয়। রুহুল আমিন ছিল সেই পরিবারের একমাত্র ছেলে সন্তান।

তাই তার বাবা মা তাকে খুবই ভালবাসত তার বাবার অসুখে তাকে তার বড় বোনের বাড়িতে পাঠানো হয় সেখানে লেখাপড়া করানোর জন্য। সেখানে তার বোনের শ্বশুরবাড়ির লোকজন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। তাদের দেখানোর জন্য রুহুল আমিন নামাজ পড়তো কিন্তু সে মনে মনে আল্লাহর শোকর গুজার করত না।

একদিন টিভি চাপতে চাপতে ডক্টর জাকির নায়েকের লেকচার শুনে এবং তার লেকচার ভালো লাগে। পরবর্তীতে সে নিয়মিত ডক্টর জাকির এর লেকচার শুনতে থাকে। সে হয়ে যাই অন্য মানুষ। তার ভেতরে দিনের আলো এসে পৌঁছাতে থাকে। সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং স্রষ্টাকে ডাকতে থাকে।

সে লেখাপড়ায় বরাবরই ভাল ছিল। তার ইচ্ছা ছিল রাজশাহীতে এইচএসসি পড়ার। বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে তাকে যেতে হয় যখন সে দাড়ি রাখার সুন্নত ধারণ করে। সেই জন্য সে বিভিন্ন কটু কথার শিকার হয় কিন্তু সে তার পথ থেকে সরে দাঁড়ায় নি।

সে দিনের পথে থেকেছে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।আমাদের সমাজে কোন একজন যদি ইসলামের পথে পা বাড়ায় তাহলে অন্যজন কটুক্তি করে। এমনকি মুসলিম হয়েও কটুক্তি করে তার দাড়ি রাখা, সুন্নত ধারণ করা অন্য চোখে দেখে।

সবাই ভাবে যে ছেলেটি অন্য কোন দলে চলে গেল কিনা। কিন্তু না একজন প্রকৃত মুসলিম যদি মনেপ্রাণে আল্লাহর নামে শপথ করে ,এগুলো ধারণ করে তাহলে সে খুবই ভালো কাজ করে। প্রতিযোগিতামূলক এই দুনিয়ায় আমরা সব সময় খুঁজি যে বস্তুবাদ এর দুনিয়ায় আমাদের যদি অর্থ সম্পত্তি না থাকে তাহলে আমাদের জীবন অর্থহীন এবং মানহীন।

তাই আমরা প্রতিযোগিতামূলক বিষয়বস্তুতে নিজেদেরকে চালিত করি এবং নিজেদেরকে বেচে দিই। সেই সমাজের হাতে কিন্তু প্রকৃত সুখ ভোগ এর মধ্যে নয়। প্রকৃত সুখ ভোগে সৃষ্টিকর্তার জন্য চোখের জল ত্যাগ করার মধ্যেই আছে।

প্রকৃত সুখ সৃষ্টিকর্তার দেখানো পথে নিজের জীবনকে পরিচালিত করার মাধ্যমে আছে প্রকৃত সুখ। তাই প্রকৃত সুখের জন্য অন্যের কি আছে কিংবা কিনা আছে সেদিকে না তাকিয়ে নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। নিজেকে সেসব বস্তুবাদে না জড়িয়ে পরকালের জন্য ভাবা উচিত।

দুনিয়াবী জীবনের জন্য জীবনের অধিকাংশ সময় ব্যয় না করে সৃষ্টিকর্তার জন্য নিজের সময় ব্যয় করা উচিত। তাই আমাদের সেই পথ থেকে প্রত্যাবর্তন করতে হবে ,যেই পথে সৃষ্টিকর্তার কোন পরশমনি নেই। আমাদের আসতে হবে সেই পথে যে পথে নিজেদের জীবনের প্রকৃত সুখ আছে এবং পরকালেও প্রকৃত সুখ আছে।

মিথ্যা পৃথিবীর মায়া জালে নিজের জীবনকে পরিচালিত করতে করতে আমরা পৌঁছাই অন্ধকারের জগতে। সেই অন্ধকার জগত থেকে কেউ আলোর দেখা পাই, আবার কেউ পায় না। যে আলোর দেখা পায় সে তার জীবনকে করে আলোকোজ্জ্বল এবং নিজেকে হারিয়ে ফেলে অতল থেকে অতলে সৃষ্টিকর্তার দেখানো পথে।

অনেক মানুষের সেই আলোর দেখা পেয়ে যে আত্মার পরিশুদ্ধি নিয়ে এসেছে সেই নিয়েই লেখা পবিত্র এ বইটি “প্রত্যাবর্তন।”

প্রত্যাবর্তন আরিফ আজাদ পিডিএফ ডাউনলোড

কপিরাইট আইনের কারণে সদ্য প্রকাশিত বইগুলো অনলাইনের প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ। যেহেতু লেখক বা প্রকাশক বইটি পিডিএফ ভার্সন এখনো উন্মুক্ত করে নি সুতরাং তা অনলাইন থেকে ডাউনলোড করা অবৈধ। আপনি যদি সত্যিই বইপ্রেমী হয়ে থাকেন তাহলে আমরা আপনাকে অনুরোধ করবো বইটি লাইব্রেরী থেকে কিনে পড়ার জন্য।

প্রকাশক যদি বইটি পিডিএফ ভার্শন ফ্রী করে দেয় তাহলে আমাদের ওয়েবসাইটে লিংক শেয়ার করা হবে। সে কারণেই মাঝে মাঝে আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।

Exit mobile version