Site icon Book PDF Down.com

পুষ্প বৃক্ষ বিহঙ্গ পূরাণ PDF Download আহমদ ছফা

পুষ্প বৃক্ষ বিহঙ্গ পুরাণ উপন্যাস পিডিএফ ফাইল আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আপনি যদি বইটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন। আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজেই বইটি সংগ্রহ করতে পারবেন।

পুষ্প বৃক্ষ বিহঙ্গ পুরাণ কাহিনী সংক্ষেপ

পুষ্প বৃক্ষ বিহঙ্গ পূরাণ উপন্যাসটি আহমেদ ছফার অত্যন্ত পাঠক সমাদৃত একটি উপন্যাস। উপন্যাস না বলে একে আত্মকাহিনীমূলক রচনা বললেও ভুল হয় না৷ এই উপন্যাসটি ১৯৯৬ সালে প্রথম প্রকাশিত হয়। বইটির প্রকাশক সন্দেশ।

প্রকৃতির সাথে মানবজীবনের যে অবিচ্ছেদ্য এক সম্পর্ক সেটাই এই উপন্যাসে তুলে ধরেছেন আহমেদ ছফা। পাঠক বেশিরভাগ রচনার মধ্যেই আহমেদ ছফাকে একজন অকুতোভয়, কাউকে পরোয়া না করা, বিধ্বংসী রুপে দেখে থাকলেও এই উপন্যাসে সম্পূর্ণ অন্য এক রুপে দেখতে পাবেন।

বাংলাদেশের আলোচিত-সমালোচিত লেখক এবং বুদ্ধিজীবী ছফার হৃদয়ের কোমলতর অংশের প্রতিফলনই ঘটেছে এই উপন্যাসে। উপন্যাসটির মূল বিষয়বস্তুই হলো ফুল,পাখি,গাছপালা। তাদের সাথে মানব অন্তরাত্মার যে সম্পর্ক সেটাই বারবার উঠে এসেছে এই বইটিতে।

উপন্যাসটি লেখক সম্পূর্ণ বয়ান করেছেন নিজের জবানীতে৷ একদম শুরুতেই পাঠক খেয়াল করবেন লেখক তার একটি চিলেকোঠার ঘরের বর্ণনা দিয়েছেন। পুরোনো আবাস ছেড়ে দিয়ে এখানে আসতে প্রথমে তার কত কষ্ট হয়েছিলো সেটা তিনি ব্যক্ত করেছেন।

সেখানে তিনি আপেল, আঙ্গুর, দ্রাক্ষা, সন্ধ্যামালতির কিছু চারা লাগিয়েছিলেন, তাদের বড় করে তুলেছেন, তাদের সাথে সময় কাটিয়েছেন। এসব ছেড়ে আসার কষ্ট পাঠক স্পষ্টতই বুঝতে পারবেন।

কিন্তু এই কষ্ট কিছুটা হলেও হালকা হয়ে যায় যখন লেখক নতুন ঠিকানায় গিয়ে নতুন একটি বাগান গড়ে তুলতে পারেন। লেখকের পালক পুত্র সুশীক প্রথমে নতুন বাড়িতে থাকা আধামরা একটি তুলসিগাছ এবং একটি নয়নতারার চারা কে বাঁচিয়ে তোলার উদ্যোগ নেন।

লেখক প্রথমে বিশ্বাস করতে পারেন নি যেই এই চারাগুলো বেঁচে উঠতে পারবে। কিন্তু সুশীলের যত্নের কারণে গাছগুলোতে নতুন পাতা গজাতে থাকে। সেই সাথে গাছগুলোর প্রতি লেখকের আকর্ষণও বাড়তে থাকে। একসময় তুলসীগাছ ও নয়নতারায় ফুল আসতে শুরু করে। সেই সাথে শুরু হয় পাখিদের আনাগোনা।

পাখিদের কিচির মিচিরে মুখরিত হয়ে উঠতে শুরু করে তাঁর নতুন আঙ্গিনা। ছফার কাছে আসা অতিথীদের দৃষ্টি ও কেড়ে নেয় গাছগুলো। একজন পরামর্শ দেন কিছু গোলাপের চারা এনে লাগিয়ে দিতে। কিন্তু তখন ছফার মনে হয় তাহলে হয়তো নয়নতারা গাছগুলো মন খারাপ করবে।

এ থেকে পাঠক সহজেই ছফার চরিত্রের শিশুসুলভ দিকটির খোঁজ পেয়ে যান। লেখকের ভাইয়ের ছেলে আনোয়ার এক সময় কিছু গোলাপের টব নিয়ে আসেন৷ গোলাপগুলো ফুটতে শুরু করে। তখন ছফা দেখতে পান তাঁর ধারণা ভুল ছিলো। গোলাপ এবং নয়নতারার গাছগুলো অত্যন্ত সৎ প্রতিবেশির মতো মিলেমিশে রয়েছে।

এই তুলসি আর নয়নতারার বেঁচে ওঠাকে তুলনা করা যায় মানবজীবনের ওঠা-পরার সাথে।সঠিক যত্ন আর পরিচর্যা পেলে যে যেকোন সময়েই মানুষ আবার মাথা সোজা করে দাঁড়াতে পারে এই শিক্ষাই আমরা পাই নয়নতারা ও তুলসিগাছের থেকে।

লেখালিখি, অনুবাদ, গবেষণার কাজের ব্যস্ততার ভিড়েও ছফা অন্য কিছু করার একটা তাগিদ অনুভব করেন৷ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডরমিটরির আশেপাশে খালি জায়গায় তিনি বেগুন, বাঁধাকপি সহ নানান জাতের সবজীর চাষ শুরু করেন।

বন্ধু সাংবাদিক নাজিমউদ্দীন মোস্তানকে সাথে নিয়ে শুরু করেন সুবিধাবঞ্চিত বাচ্চাদের লেখাপড়া শেখানোর কাজ। নিজের হাতের চাষ করা প্রথম সবজীগুলো দিয়ে বাচ্চাগুলোকে একবেলা খাওয়ান। মনের মধ্যে অন্যরকম একটা তৃপ্তি অনুভব করেন। এই উপন্যাসটি পড়ে আমরা ব্যক্তি ছফার জীবনযাপনের ধরণ সম্পর্কে জানতে পারি।

তিনি কতটা প্রকৃতিপ্রেমী ছিলেন সেটাও বুঝতে বাকি থাকে না আর কারো৷ উপন্যাসটি পড়ার এক পর্যায়ে আমরা লেখকের ছোটবেলার প্রকৃতি সম্পর্কিত স্মৃতি সম্পর্কেও জানতে পারি। তার সেই আমগাছটির কথা, পাখিদের কথা সব উঠে এসেছে এই বইয়ে।

বইটিতে প্রকৃতির মাহাত্ম্য বর্ণনা করা হলেও শেষে গিয়ে পাঠক ছফার একটি উপলধ্বির সাথে পরিচিত হবেন। তিনি নিজের জীবন থেকে অনুভব করা একটি চরম সত্যের সন্ধান দেবেন মানুষকে৷ কী সেই উপলব্ধি? তা জানতে হলে অবশ্যই পড়তে হবে বইটি। ছফার চোখে প্রকৃতি দেখার এই সুযোগটি পাঠক অবশ্যই হারাতে চাইবেন না।

পুষ্প বৃক্ষ বিহঙ্গ পুরাণ পিডিএফ ডাউনলোড লিংক

পুষ্প বৃক্ষ বিহঙ্গ পুরাণ বইটির রিভিউ করার পরে নিশ্চয়ই আপনার আগ্রহ হয়েছে বইটি সংগ্রহ করার জন্য। নিচের লিংকে ক্লিক করে আপনি বইটি ডাউনলোড করতে পারবেন।

আমাদের সংগ্রহ আপনার কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। আহমেদ ছফা রচিত অন্যান্য বই পেতে আমাদের ওয়েবসাইটটি ঘুরে দেখতে পারেন। আমাদের ওয়েবসাইটে সকল ধরনের বই পাওয়া যায়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

Exit mobile version