Site icon Book PDF Down.com

রবিবার PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

রবিবার PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

রবিবার ছোটগল্পটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছোটগল্প। রবি ঠাকুরের এই অসাধারণ ছোটগল্পটি বাংলা সাহিত্যের এক অসাধারণ গল্প সমাজের অত্যন্ত সমাদৃত বহুল পঠিত গল্প। শুধু এই ছোটগল্পটি নয় রবি ঠাকুরের প্রতিটি ছোট গল্প যেন বাংলা সাহিত্য অঙ্গনের এক একটি নক্ষত্র।

রবি ঠাকুর তার এই ছোটগল্প রবিবার গল্পটিতে অভয় নামের যে যুবকের একটি বলিষ্ঠ চরিত্র অঙ্কন করেছেন সত্যিই এক অসাধারণ সৃষ্টি। অভয়চরণ ছিল ব্রাহ্মণ ঘরের এক বিত্তশালী জমিদারের পুত্র। অভয়চরণ এর পিতা ধর্মে-কর্মে যেমন মনের মানুষ ছিলেন তেমনি তার ওকালতি ব্যবসাটা ও জমজমাট চলত। অভয়াচরণ একজন শিক্ষিত, রুচিশীল নিজের মতের উপর প্রতিষ্ঠিত, আধুনিকমনস্ক ও সৃষ্টিশীল এক চিত্রকর।

কিন্তু সবচেয়ে বড় কথা হল অভয়চরণ দিনে দিনে একজন নাস্তিক হয়ে ওঠে। হিন্দু ধর্মের ছেলে হিসেবে আচার-আচরণ কাজে-কর্মে কোনোটাতেই তাকে পাওয়া যেত না এমনকি ধর্মের বিরুদ্ধে বলতোও কুন্ঠিত বোধ করত না। হঠাৎ একদিন অভয়াচরণ নিজের নাম পরিবর্তন করে অভিক কুমার রেখে দেয়। এই ঘটনার পরিপেক্ষিতে গোলমাল অবস্থা সৃষ্টি হয়। অভয়া কুমার গ্রাম থেকে কলকাতা চলে যায় সেখানে সাক্ষাৎ হয় বিভা নামের এক অভিজাত পরিবারের মেয়ের সাথে।মেয়েটির নাম ছিল বিভা।

রবিবার ছোট গল্প পিডিএফ ডাউনলোড রবি ঠাকুর

অভিক কুমার বা অভয়চরণ বিভাকে পছন্দ করে ফেলে। বিভা নিজেও অভিক কুমারের চিত্রকর্মের প্রেমে পড়ে যায়। গল্পের নায়িকার প্রতি নায়কের যে অকল্পনীয় ভালো লাগার সৃষ্টি হয় লেখক তাঁর যে বর্ণনা দিয়েছেন তা সত্যিই পাঠকদের বিমোহিত করবে। বিভা আর অভিক কুমারের সম্পর্কটা অনেকটা কুয়াশার মতো। বিভার প্রতি এতটা দুর্বলতা কাটাতে অভিক চলে যায় কোন বিদেশী জাহাজে।

পুনরায় সে ফিরে আসে বিভার কাছে। গল্পটির এই জায়গাটিতে বিভা আর অভিকের মধ্যে চলা কথোপকথনের যে রোমান্টিকতার আবেশ আর গভীর ওঅসাধারণ সাহিত্য সম্ভার ফুটে উঠেছে তা সত্যি অসাধারণ। পরিশেষে বিভার একটি হার যা বিভা মাঝে মাঝে নিজের গলায় পড়তো তা নিয়ে চলে যায় অভিক আর রেখে যায় নিজেরই আঁকা নিজের ছবি। কোন কারণে সেই ঘটনাটি বিক্রি করতে চায় যা অভিক মেনে নিতে পারেনি কেননা অভিকের মতে সেই গহনা পরলে বিভাকে সবচেয়ে সুন্দর দেখায়। এভাবেই দূরত্ব সৃষ্টি হয় তাদের মধ্যে।

রবি ঠাকুরের এই অসাধারণ ছোট গল্প রবিবার পড়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আপনারা চাইলে যখন তখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করে ডাউনলোড করে নিতে পারেন রবিবার গল্পটির পিডিএফ ফাইল আর সেই সাথে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে।

রবিবার PDF

Exit mobile version