Site icon Book PDF Down.com

রক্ত কবরী PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

রক্ত কবরী PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

রক্ত কবরী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি অসাধারণ নাটক। কয়েকবার নাটকটির নাম বদল করার পরে অবশেষে রক্ত কবরী রাখা হয়েছে। নাটকটির নাম প্রথমে ছিল নন্দিনী। নন্দিনী নামের একটি নারী চরিত্র এই নাটকটির প্রধান নায়িকা আর নন্দিনীকে ঘিরেই নির্মিত হয়েছে রক্ত কবরী নাটকটির প্লট। সামাজিক ব্যক্তিগত কিংবা পারিবারিক বিষয় বস্তু নিয়ে রক্ত কবরী নাটকটি রচিত হয়েছে।

রক্ত কবরী নাটকটি রবি ঠাকুরের অন্যতম আলোচিত একটি নাটক সেইসাথে পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ও সমালোচিত নাটক হিসেবেও পরিচিতি রয়েছে রক্ত কবরী নাটকটির। রবি ঠাকুরের যতগুলো নাটক রয়েছে তার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ নাটক রক্ত কবরী। নাটকের বিষয়বস্তু অতিসাধারণ মনে হলেও মূলত এর প্রধান দুটি দিক রয়েছে। একটি সাধারণের চোখে ধরা দেয় সাধারণ কোন গল্প হিসেবে আর অন্য ভাবে ভাবতে গেলে নাটকটি মূলত দার্শনিক অর্থ বহন করে।

মানব মনের সর্বগ্রাসী লোভ লালসা পৃথিবীটাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। শ্রমজীবী মানুষরা দিন দিন তাদের অধিকার হারাচ্ছে এমনকি সমাজের কৃষিজীবী ধণীক শ্রেণীর মধ্যে আকাশ-পাতাল তফাৎ সত্যি সভ্যতাকে যেন নিকষ কালো অন্ধকারে ঢেকে দিয়েছে যদিও মানুষ বর্তমান সময়টাকে আধুনিক সময় বলে দাবি করে। পৃথিবীতে মানুষের ও আকাঙ্ক্ষা আসার কারণেই দিন দিন ধ্বংস হয়েছে পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য।

এই নাটকটির কাহিনী যদিও অনেক পুরনো কোন রাজাকে নিয়ে যে নিজের লোভ লালসা কে চরিতার্থ করার জন্য প্রজাদের উপর অত্যাচার করে, এই রোজার মধ্যে দিয়ে যেন বর্তমান সমাজের পুঁজিবাদী মানুষদের প্রতিফলন। রাজা প্রজাদের উপর যে অত্যাচার করে যেন তার সোনার খনি থেকে সে আরো ধনী হতে পারে। যক্ষপুরীর রাজা নিজেকে শোষক রাজা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সে তার প্রজাদের কিংবা তার খনিতে কাজ করা শ্রমিকদের কখনো রক্তমাংসের মানুষ হিসেবে বিবেচনা করেনি।

রাজা কখনোই ভাবেনি তাদেরও দুঃখ কষ্ট আছে এবং তারা অতি পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে। দাম্ভিক শাসকের মত রাজা কেবল তার ধন সম্পদ বৃদ্ধির যন্ত্র হিসেবে ব্যবহার করেছে শ্রমিকদের। তার খনি শ্রমিকদের সে কেবল তার স্বার্থ উদ্ধারের জড় পদার্থ হিসেবে বিবেচনা করেছেন। বর্তমানে আমাদের সমাজে যেন তেমনটাই দেখা যায়। পুঁজিবাদী মালিকরা কেবল অর্থ সঞ্চয় ব্যস্ত কিন্তু যাদের কাঁধে মাথা রেখে তারা সম্পদের এ বিশাল পাহাড় করেছে তাদের কখনোই মূল্যায়ন করেনা পুঁজিবাদী সমাজের মানুষজনরা। তাই খুব সচেতনভাবেই নষ্ট হয় শ্রমিকের ন্যায্য অধিকার।

পাঠকরা যেন সহজেই রবি ঠাকুরের এই কালজয়ী নাটকটির অনলাইনে পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারেন তাই আমরা আমাদের ওয়েবসাইটে এই নাটকটির পিডিএফ ফাইল নিয়ে এসেছি। যখন তখন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আর ডাউনলোড করে নিন রক্ত কবরী নাটকটির পিডিএফ ফাইল সেই সাথে শেয়ার করুন আপনার কাছের বন্ধু বান্ধবদের সাথে।

রক্ত কবরী PDF

Exit mobile version