Site icon Book PDF Down.com

রূপসী বাংলা PDF Download জীবনানন্দ দাশ

রূপসী বাংলা PDF Download জীবনানন্দ দাশ

জীবনানন্দ দাশের রূপসী বাংলা বইয়ের কথা আমরা সকলেই জানি। এটি তাঁর লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। রূপসী বাংলা বইটি যদি ডাউনলোড করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের ওয়েবসাইটে বইটির পিডিএফ ফাইল দেওয়া আছে। রূপসী বাংলা পিডিএফ ফাইল ডাউনলোড করতে আপনার আমাদের ওয়েবসাইটের নিচে দেখুন।

রূপসী বাংলা বইটি কবিতার সংকলন। যেমন- বাংলার মুখ আমি দেখিয়াছি,যতদিন বেঁচে আছি, পৃথিবীর রয়েছে ব্যস্ত, কোথাও চলিয়া যাবো, খুঁজে তারে মরো মিছে, এখানে ঘুঘুর ডাকে, শ্মশানের দেশে তুমি, এই জল ভালো লাগে, ঘাসের বুকের থেকে, বাতাসে ধানের শব্দ, ঘাসের ভিতরে সেই ইত্যাদি কবিতাগুলো রয়েছে।

বইটি সুচয়নী পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। আপনারা বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে বইটি কিনতে পারবেন। বইটির পৃষ্ঠা সংখ্যা ৬৪ টি। বইটিতে ভূমিকার কথা লিখেছেন চৈতন্য চন্দ্র দাশ। সুন্দর এই বইটি পড়তে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে বইটি ডাউনলোড করে নিন।

রূপসী বাংলা পিডিএফ ডাউনলোড

জীবনানন্দ দাশ একজন বিশ্ব নাগরিক। তার কবিতায় বিশ্বের মানুষের চাওয়া-পাওয়া বিশেষ করে সৌন্দর্যের দিক গুলো ফুটে উঠেছে। পৃথিবীর সমস্ত সৌন্দর্য তার কবিতায় উঠে এসেছে। কিন্তু তিনি সারা পৃথিবীর সৌন্দর্যের সন্ধানে ঘুরে বেড়ালেও চূড়ান্তভাবে তিনি বাংলার সৌন্দর্যে বিমোহিত হয়েছেন।

তাই তিনি তাঁর কবিতায় বলেছেন “বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাইনা”। আর প্রিয় কবি এই বাংলায় বসেই পৃথিবীর সমস্ত লোক সৌন্দর্য উপভোগ করতে চেয়েছেন। যা উঠে এসেছে তার লেখনীর মাধ্যমে। তিনি বাংলার প্রকৃতির রূপ সুধা তার মনন, চিন্তা-শক্তি দ্বারা গ্রহণ করতে শিখেছেন।

জীবনের প্রায় সবটুকু সময় দিয়ে জীবনানন্দ দাশ প্রকৃতিকে, প্রকৃতির নিসর্গকে ভালোবেসেছেন। অতৃপ্তির বাকিটুকু তিনি মৃত্যুর মাধ্যমে পূরণের প্রত্যাশা রাখেন। কিন্তু তাতেও তিনি তৃপ্ত নন। মরণের পরেও বাংলার ভালোবাসায় অতৃপ্তি রয়ে যাবে বলে তিনি আবার এই বাংলায় জন্ম গ্রহণ করতে চান।

মৃত্যুর পরে তিনি আবার ফিরে আসতে চান নৈসর্গিক বাংলার নিকটে। তার কবিতার মাধ্যমে তিনি জীবনভর নিসর্গের সুধা পান করে গেছেন। নিসর্গ জীবনানন্দের জগত। নিসর্গ তার জীবন। আর জীবনানন্দ প্রকৃতির সৌন্দর্য এই জগতকে করে তুলেছেন প্রকৃতির প্রতিটি উপাদান যেন জীবনানন্দের প্রাণস্পন্দন।

আপাতদৃষ্টিতে যাকে বলে তুচ্ছাতিতুচ্ছ যে সমস্ত বিষয়ে তিনি অবজ্ঞা করে কবিতার অনুষঙ্গ করেছেন তুলে ধরেছেন। বিশ্বের মানুষের কাছে তুলে ধরেছেন,তুলে ধরেছেন একজন সাহিত্য প্রেমিকের কাছে।

জীবনানন্দ দাশ বাংলার প্রকৃতিকে যেমনটি দেখেছেন কবিতাও ঠিক তেমনি ভাবে তার দেখার শক্তির মাধ্যমে তুলে এনেছেন। আমরা সাধারনত ঘরে বাবা মায়ের সাথে, আড্ডায় বন্ধুদের সাথে নিজেদের আঞ্চলিক ভাষায় অশুদ্ধ ভাষায় কথা বলি। কিন্তু আনুষ্ঠানিক কথাবার্তা শুদ্ধতা বজায় রাখার চেষ্টা করে।

কিন্তু জীবনানন্দ ব্যক্তিজীবনের মতো কাব্যিক জীবনে অন্তত প্রকৃতির দৃশ্য চিত্রায়নে এক থেকেছেন। কখনো ছলনার আশ্রয় গ্রহণ করেননি। তাঁর কবিতায় যে সকল শব্দের ব্যাবহার ঘটেছে সেগুলো খুবই উৎকৃষ্ট মানের। যেকোনো ধরনের পাঠকের মনে স্থান করে নেয় এক পরম শান্তি।

রূপসী বাংলা কাব্যগ্রন্থ প্রিয় কবি জীবনানন্দ দাশ অনেকগুলো কবিতা লিখলেও ঘুমায়ে পড়িব আমি শিরোনামে দুটো কবিতা লিখেছেন। যেখানে তিনি মৃত্যুর ইঙ্গিত দিয়েছেন। তা ছাড়া পৃথিবী শব্দটিকে কেন্দ্র করে তিনি লিখেছেন ৬টি কবিতা।

এগুলো হলো “পৃথিবী রয়েছে ব্যস্ত, এই পৃথিবীতে এক, দূর পৃথিবীর গন্ধ, একদিন পৃথিবীর পথে, পৃথিবীর পথে আমি এবং এই পৃথিবীতে আমি” কবিতাগুলোর চুলচেরা বিশ্লেষণ করলে আমরাও বুঝতে পারব যে পৃথিবীর বিভিন্ন পথে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে অবশেষে আমাদের প্রিয় কবি বাংলা প্রকৃতির কাছে নিজেকে ধরা দিয়েছেন। ধরা দিয়েছেন বাংলার মাটি বাংলার নদী জল কাদায়।

রূপসী বাংলা কাব্যগ্রন্থ জীবনানন্দ দাশ বিভিন্ন ধরনের মিথের ব্যবহার করেছেন। যেমন বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় তিনি বেহুলা, চাঁদ, চম্পা, গান, ইন্দ্র, অমরা, তমাল শব্দগুলো ব্যবহার করেছেন। এ বিষয়ে শব্দগুলো তিনি বারবার ব্যবহার করেছেন। তাঁর কবিতায় এত সুন্দরভাবে মিথের ব্যবহার একমাত্র কবি জীবনানন্দ দাশের দক্ষতার বলে উঠে এসেছে।

সুন্দর এই কাব্যগ্রন্থটি যদি আপনারা পাঠ করে নিজেদের মনে আনন্দের পাশাপাশি বাংলার রূপ বৈচিত্রকে দেখতে চান তাহলে অবশ্যই ডাউনলোড করে নিয়ে বইটি পড়ুন।

Exit mobile version