Site icon Book PDF Down.com

শী, রিটার্ন অফ শী PDF Download হেনরি রাইডার হ্যাগার্ড

শী, রিটার্ন অফ শী PDF Download হেনরি রাইডার হ্যাগার্ড

“শী, রিটার্ন অফ শী” হেনরি রাইডারের একটি জনপ্রিয় উপন্যাস। ইংরেজি সাহিত্যে হেনরি রাইডার একটি পরিচিত মুখ। তার রচিত সবগুলো উপন্যাসই ব্যাপক প্রভাব ফেলেছে পাঠকদের মনে। শুধু ইংরেজি সাহিত্যে নয় তার লেখা উপন্যাস গুলো অনেক বেশি দাগ কেটেছে বাঙালি পাঠকদের মনে। তার উপন্যাস গুলো কে বাঙালি ঔপন্যাসিক অনুবাদের মাধ্যমে সবার কাছে সহজবোধ্য করে তুলেছেন। তিনি ইতিহাসে সবচেয়ে সেরা লেখকদের মধ্যে একজন। তিনি চাকরি সূত্রে দক্ষিণ আফ্রিকায় অনেক বছর কাটিয়েছেন এবং সেখান থেকে অনেক জ্ঞান লাভ করেছেন।

তার অনেকগুলো উপন্যাসেই সেইসব জ্ঞানের এর বহিঃপ্রকাশ দেখতে পাই। তিনি তাঁর উপন্যাসে একসাথে অনেকগুলো ঘটনার মিশ্রণ তৈরি করেন। তাঁর উপন্যাসে আমরা দেখতে পাই অ্যাডভেঞ্চার, রোমান্স ও থ্রীলার। তিনি বরাবরই পাঠকদের কাছে চমকপ্রদ কিছু উপহার দিয়েছেন বরাবর। তার লেখাগুলো এতটাই রোমান্সে ভরপুর যেটা পাঠক একবার পড়তে বসলে শেষ না করে উঠতেই চাইবে না।

“শী, রিটার্ন অফ শী”হেনরি রাইডার হ্যাগার্ড-এর জনপ্রিয় উপন্যাস। এটি অনুবাদ, রহস্য, গোয়েন্দা, ভৌতিক, মিথ,থ্রীলার ও অ্যাডভেঞ্চার সব কিছুর স্বাদই গ্রহণ করা যাবে। বইটি প্রথম বাংলা অনুবাদে প্রকাশিত হয় 2014 সালে। দ্বিতীয়বারের মতো আবার প্রকাশিত হয় 2016 সালে। বইটির প্রচ্ছদ করেছেন বিদেশি ছবির অবলম্বনে ইসমাইল আরমান। বইটি প্রকাশ করেছে সেবা প্রকাশনী। বাংলায় অনুবাদ করেন নিয়াজ মোর্শেদ। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে 311 টি। বর্তমান বাজারে বইটির মুদ্রিত মূল্য 149 টাকা।

কাহিনী সংক্ষেপ

উপন্যাসটিতে লেখক একসাথে দুইটি বইয়ের কাহিনী সংযোগ ঘটিয়ে আরো বইটিকে প্রশিদ্ধ করেছেন। বইটিতে লেখক এমন কিছু ঘটনার বিবরণ দিয়েছেন যেটা পাঠক কে শেষ পর্যন্ত ধরে রাখতে বাধ্য করবে। পাঠকরা একই বইয়ের মধ্যে সবগুলো উপন্যাসের ট্রিকস পড়ে ফেলতে পারবেন। এটি একটি ভিন্ন স্বাদের বই। আমি এখানে বইটির সংক্ষিপ্ত কাহিনী তুলে ধরব বাকিটুকু জানতে হলে বইটা আপনাদের পুরোটা পড়তে হবে।

এখানে একজন শিক্ষিত নারীর কথা বলা হয়েছে। যে কিনা পৃথিবীর বিভিন্ন স্থান ভ্রমণ করেছেন শুধুমাত্র ঘোরার উদ্দেশ্যে নয়, তিনি ভ্রমণ করেছেন জ্ঞান লাভের জন্য। ভ্রমণ করার সময় তার কিছু জ্ঞানী বন্ধু জোগাড় হয়েছে। তিনি একদিন হঠাৎ করে দেবী আইসিস এর কাছ থেকে একটা আদেশ পায়।

সেই আদেশে তাকে বলা হয়েছে একজনকে হত্যা করতে হবে। সে দেবীর আদেশ মত একজন পুরুষকে হত্যা করতে যায়, কিন্তু সেখানে ঘটে যায় একটা বিশাল বড় গন্ডগোল। সে যাকে হত্যা করতে গিয়েছে, তাকে দেখেই সেই রমণীটি পছন্দ করে ফেলে। কিন্তু সে দেবীর আদেশ অমান্য করতে পারবে না আমার কি করবে ভেবে পাচ্ছিল না। হঠাৎ করে সে রাগের মাথায় সেই পুরুষটি কে হত্যা করে ফেলল। হত্যা করার পরে সে ভাবল সেই পুরুষ হয়তো পুনর্জন্ম নিয়ে আবার তার কাছে ফিরে আসবে।

সেই নারীটি 2000 বছর পর্যন্ত অপেক্ষা করে কিন্তু সেই পুরুষটি আর ফিরে আসে না। শেষ পর্যন্ত তাদের মিলনে অনেক বাধা বিপত্তি আসতে থাকে। শেষে আমরা দেখতে পাব তাদের দুইজনের মিল হয়েও মিল হবে না।

শুরু থেকে শেষ পর্যন্ত বইটিতে রয়েছে টানটান উত্তেজনা। রোমান্সে পরিপূর্ণ এই বইটি। প্রথম বইটি রোমান্স ও অ্যাডভেঞ্চারে ভরপুর আর দ্বিতীয় বইটি সম্পর্কে লেখক বলেছেন এই বইটিতে বিশ্ব সম্পর্কেও অনেক জ্ঞান লাভ করা যাবে। তাই বলব এখন পর্যন্ত এই বইটির হার্ডকপি যারা এখনো সংগ্রহ করেননি তারা আর দেরি না করে আমাদের ওয়েবসাইট ভিজিট করে বিনামূল্যে বইটি পড়ে ফেলুন।

Exit mobile version