Site icon Book PDF Down.com

শেষের পরিচয় PDF Download শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

শেষের পরিচয় PDF Downnload শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

শেষের পরিচয় উপন্যাস পিডিএফ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শেষের পরিচয় উপন্যাসটি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস। এই উপন্যাসটি লেখক সমাপ্ত করে যেতে পারেননি তার পূর্বে তিনি মৃত্যুবরণ করেন। পঞ্চদশ পরিচ্ছেদ পর্যন্ত আমরা উপন্যাসটি পাই। উপন্যাসের প্রধান দুটি চরিত্র হলো রাখাল রাজা একজন ভদ্র নম্র যুবক যে অন্যের উপকার করতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করে এবং কারো কাছে কোন কিছু আশা করেন না।

সে অনেকটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের শ্রীকান্তের মত। শ্রীকান্তের মত উদ্ভ্রান্ত ভ্রমণ বিলাসী নয়। সেটি নিজ বাড়িতে থাকে এবং সকলের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করে এবং তাদের বিপদে-আপদে সর্বদা পাশে দাঁড়ায়। এককথায় রাখালরা চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অমায়িক চরিত্র একটি অত্যন্ত ভালো মানুষ ও টগবগে যুবক এর উদাহরণ।

অপরদিকে উপন্যাসটির একটি শক্তিশালী নারী চরিত্র হলো একটি সদ্য হওয়া মা যার নাম সবিতা। সবিতা একজন মা হওয়ার দরুন তার সামাজিক দায়িত্ব অনেক। কিন্তু সবিতার একটি চারিত্রিক সমস্যা হলো সে চরিত্রহীনা নারী। মা পরিচয়কে ছাপিয়ে সে হয়ে উঠেছে একজন সামাজিক সীমালঙ্ঘন কারী। কেননা মা হওয়ার পরে একটি মেয়ের অনেক দায়িত্ব বেড়ে যায়। আর মায়ের মত তো কেউ হয়না।

কিন্তু সবিতা সমস্ত রকম সামাজিক বিভিন্ন দেশের মান গ্রহণ করে নিজেকে চরিত্রহীন ও ব্যভিচারিনী বানিয়ে ফেলে। সবিতা একই সাথে মা এবং একজন সামাজিক সীমা অতিক্রম করে নারীর ভূমিকায় অবতীর্ণ হয় তবে শেষের দিকে সবিতা নিজের মা সত্তাকে গলাটিপে হত্যা করে ব্যভিচারিণী রূপে আত্মপ্রকাশ করে। এটা হয়তো তার পৃথিবীতে অস্তিত্ব টিকিয়ে রাখার এক সংগ্রামের প্রতিফলন।

এ কারণে একজন দুশ্চরিত্রা হলেও পাঠক হৃদয়ে সবিতার জন্য মায়া মমতার সৃষ্টি হয়। উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হয়তো শেষ করে যেতে পারেননি বলে আমরা পাঠকরা শেষ অব্দি সবিতা কিংবা রাখাল রাজার কি হয়েছিল তা আমরা সঠিকভাবে নিরূপণ করতে পারিনি কিন্তু সত্যি উপন্যাসটা একটা অসাধারণ উপন্যাস সাধারণ বিষয়কে কবি তার লেখনি শক্তির গুনে অন্যতম উচ্চতায় নিয়ে গেছেন।

তাই এই সুন্দর উপন্যাসটি অবশ্যই সাহিত্যপ্রেমী পাঠকদের পাঠ করা উচিত তাই সাহিত্য প্রেমিক পাঠকদের সুবিধার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে আপনাদের জন্য নিয়ে এসেছি শেষের পরিচয় উপন্যাসটির পিডিএফ ফাইল আপনারা চাইলেই যখন তখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং এই উপন্যাসটি পিডিএফ ফাইল ডাউনলোড করে পড়তে পারেন তাই দেরি না করে এখনই ভিজিট করুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস টি পড়ার জন্য।

শেষের পরিচয় PDF

Exit mobile version