Site icon Book PDF Down.com

শিশিলিন কিশোর গোয়েন্দা: কালু ডাকাত PDF Download মোশতাক আহমেদ

শিশিলিন কিশোর গোয়েন্দা: কালু ডাকাত PDF Download মোশতাক আহমেদ

বাংলাদেশের জনপ্রিয় সব লেখকদের মধ্যে মোশতাক আহমেদ একটি পরিচিত নাম। তিনি ধার সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমি বাংলা সাহিত্য ভান্ডার কে অনেক দিক দিয়ে সমৃদ্ধ করেছে। তিনি ছোট থেকে বড় সবার জন্য অনেক উপন্যাস,সাইন্স ফিকশন বই লিখেছেন। তার রচিত সবগুলো উপন্যাস সবার অধিক মনোযোগ আকর্ষণ করেছে। তার রচনা ভাষাশৈলী ও সুন্দর উপস্থাপনা সবাইকে মুগ্ধ করেছে। তিনি সবার হৃদয়ে এক অভিনব স্থান দখল করে আছে। অন্যান্য উপন্যাস গুলোর মধ্যে “শিশিলিন কিশোর গোয়েন্দা কালু: ডাকাত” অন্যতম।

মোশতাক আহমেদ পেশায় একজন ডিআইজি। ছোটবেলা থেকেই লেখার প্রতি আগ্রহ। তাই তিনি তার পেশার পাশাপাশি সমানভাবে গুরুত্ব দিয়েছেন লেখালেখিকেও। তার রচিত সবগুলো উপন্যাস সবার কাছে অধিক জনপ্রিয়তা অর্জন করেছে। তিনি সবার মন রক্ষা করে সবগুলো উপন্যাস তৈরি করেছেন। অনেক পাঠক হুমায়ূন আহমেদ স্যার এর পরের স্থানটি তাকে দিয়েছে। তার লেখাগুলো এতটাই মর্মস্পর্শী যে পাঠকরা সাদরে গ্রহণ করেছে।

“শিশিলিন কিশোর গোয়েন্দা কালু: ডাকাত” মোশতাক আহমেদের একটি জনপ্রিয় রহস্য,গোয়েন্দা, ভৌতিক ও অ্যাডভেঞ্চার উপন্যাস। বটি প্রথম বারের মত প্রকাশ হয় 2016 সালে। বইটি হার্ডকভার এ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করে কথা প্রকাশনী। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে 94 টি। বর্তমান বাজারে বইটির মুদ্রিত মূল্য হল 150 টাকা।

কাহিনী সংক্ষেপ

মোশতাক আহমেদ বড়দের পাশাপাশি ছোটদের নিয়ে অনেক জনপ্রিয় উপন্যাস তৈরি করেছেন। তার মধ্যে শিশিলিন কিশোর গোয়েন্দা সিরিজের সবগুলো বই উল্লেখযোগ্য। তার লেখার মধ্যে যেমন আনন্দ রয়েছে তেমনি রয়েছে অনেক মর্মস্পর্শী ঘটনা যা পাঠকদের হৃদয় স্পর্শ করে। তার লেখাগুলো একবার পড়তে লাগলে মনের ভেতর একটা অন্যরকম অনুভূতি কাজ করে।

গ্রামের নাম নীলপুর। সেই গ্রামের গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে উঠেছে একজনের অত্যাচারে। তারা কিছুতেই স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। যার অত্যাচারে সবাই এমন অতিষ্ঠ হয়ে পড়েছে সে হলো কালু ডাকাত ও তার দল। কালু ডাকাত ও তার দল একের পর এক গ্রাম ডাকাতি করে বেড়াচ্ছে। তার ভয়ে সন্ধ্যার পরে কেউ দরজা-জানালা খোলা রাখতে পারেনা।

এককথায় গ্রামে বাস করা গ্রামবাসীদের পক্ষে অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কালু ডাকাত কে ধরার জন্য প্রোজেক্ট হাতে নেয় শিশিরের খুদে গোয়েন্দারা। কিন্তু তারা হয়তো ভাবতেও পারেনি যে কালু ডাকাত ও তার দল কতটা ভয়ঙ্কর হতে পারে। খুদে গোয়েন্দারা যখন তাদের ধরার জন্য অনেক রকমের পরিকল্পনা করতে থাকে তখন কালু ডাকাত ও তার দল গোপন ফাঁদ খেতে তাদেরকে ধরে ফেলে। তাদের ফাঁদে বন্দি হয় লেলিন।

লেলিনকে হাত-পা বেঁধে নিয়ে যায় কাফনঝিলে। সেখানে লেলিনকে দেখিয়ে কবর খুঁড়ে তারা। ওই কবরে জান্ত কবর দেয়া হবে লেলিনকে,এই কথা তারা তাকে জানায়। লেলিন মুক্তির জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টার পরে একসময় লেলিন মেনে নেয় তার আর কোন মুক্তির উপায় হয়তো নেই। কারণ সে যেখানে বন্দি একথা কেউ জানেনা।

শেষ পর্যন্ত লেলিন কী ওখান থেকে বেঁচে ফিরতে পারবে? কেউ কী আসবে তাকে বাঁচাতে? শেষ পর্যন্ত শিশির কী উদ্ধার? করতে পেরেছিল লেলিনকে? তারা কী কালু ডাকাতের দল কে ধরতে পেরেছিল? এই সব কিছুর উত্তর লুকিয়ে আছে বইয়ের প্রতিটি পাতায়। তাই আর দেরি না করে যারা এখনো এই রহস্য মূলক বইটি পড়েননি তারা এখনই পড়ে ফেলুন।

Exit mobile version