Site icon Book PDF Down.com

শুভ্র গেছে বনে PDF Download হুমায়ূন আহমেদ

শুভ্র গেছে বনে PDF Download হুমায়ূন আহমেদ

আমাদের ওয়েবসাইট থেকে শুভ্র সিরিজের শুভ্র গেছে বনে বইটি ডাউনলোড করতে পারবেন। এই বইটি আপনাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটের নিচে পেয়ে যাবেন এবং এই বইটি পিডিএফ ফাইল আকারে দেওয়া আছে। শুভ্র’এর সরলতাই এবং সততায় মুগ্ধ হবে, সেরকম পাঠকের জন্য বইটি হবে চমকপ্রদ।

তাই আপনারা এখনই আমাদের ওয়েবসাইট থেকে বইটি সংগ্রহ করুন এবং আপনার অবসর সময়ে বইটি পাঠ করুন। আপনি যদি শুভ্র সিরিজের অন্যান্য বই ডাউনলোড করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে এই বই গুলো ডাউনলোড করতে পারবেন। হুমায়ূন আহমেদ স্যারের অন্যান্য বই পেতে আমাদের ওয়েবসাইটের সূচিপত্র দেখুন।

শুভ্র গেছে বনে বইটি বাংলাদেশের বিখ্যাত প্রকাশনী সংস্থা অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। বর্তমান বাজারে শুভ্র গেছে বনে বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। এই বইয়ের পৃষ্ঠা রয়েছে 144 টি। শুভ্র’এর সঙ্গে যাদের পরিচিতি আছে তাদের কাছে বইটি একটি চমৎকার বই হবে। শুভ্র’এর কিছুটা বোকামি ও প্রকাশ পাবে এই বইটিতে।

শুভ্র গেছে বনে কাহিনী সংক্ষেপ

আমরা সকলেই শুভ্র চরিত্রের সঙ্গে বিশেষভাবে পরিচিত। শুভ্র চরিত্রের উপর লেখা লেখকের এর পাঁচটি বই রয়েছেন। শুভ্র গেছে বনে তার মধ্যে একটি। এই বইয়ের শুভ্র হঠাৎ করে বনে চলে যায় এবং হারিয়ে যাই। এই নিয়ে তার পিতা এবং মায়ের মধ্যে উদ্বিগ্নতা প্রচুর পরিমাণে কাজ করে। অবশেষে তারা ছুটে আসে শুভ্রকে উদ্ধার করতে।

আমরা যেহেতু শুভ্রকে খুবই সহজ হিসেবে চিনি সেহেতু সে সৎ এবং একটু বোকা কিসিমের। সে প্রচুর পরিমাণে বই পড়ে কিন্তু তার বাস্তব অভিজ্ঞতা খুবই কম। এই নিয়ে তার পিতা তাকে মাঝেমধ্যেই তিরস্কার করে যা আমরা অন্যান্য ভয় পেয়েছি। তবে শুভ্রের আক্ষেপ হলো তার বাবা তাকে অতিরিক্ত পিতৃস্নেহে বড় করেছেন বলে শুভ্র বাস্তব জগৎ সম্পর্কে তেমন ধারণা অর্জন করতে পারেনি। তবে বই পড়ে শুভ্র অনেক কিছু শিখেছে।

এই বইয়ে আমরা যূথী নামক একটি মেয়ে চরিত্রের সন্ধান পায়। যুথি মেয়েটার গলা ভালো এবং শুভ্র তাকে খুশি হয়ে একটি হারমোনিয়াম কিনে দিতে চাই। যার গলা ভালো এবং কোন কারন ছাড়াই যে হারমোনিয়াম কিনে দিতে চাই যুথি তাকে এক ধরনের পাগল সাব্যস্ত করে।

যুদ্ধের একটি ভাই আছে এবং এই ভাইটি খুবই সন্দেহজনক ভাবে চলাফেরা করে। যুথির বাই বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের পেশা গ্রহণ করে থাকে। কখনো কখনো আমরা দেখতে পাই যে যূথীর ভাই খুবই বাধ্য সন্তান হয়ে চলাফেরা করছে। বিভিন্ন পেশায় তাকে আমরা দেখতে পাই। ঘটনাক্রমে শুভ্র একদিন চলে আসে জ্যোতির কাছে এবং দিদির কাছ থেকে একটি সহায়-সম্বলহীন মেলায় লিকে নিয়ে যায় তাদের বাসায়।

তার বাবা-মা এ বিষয়টিকে ভালো চোখে দেখে না এবং মেয়েটিকে সে ফিরিয়ে দেয়। বিভিন্ন ঘটনা ক্রমে শুভ্র বনে গিয়ে হারিয়ে যায় এবং জিম্মি হয়। তার পিতা, মাতা, যুথি এবং চারপাশে মুক্তির জন্য ব্যস্ত হয়ে ওঠে। বরাবরের মতোই এই বইটি পড়লে আপনারা শুভ্র সম্পর্কে আরো অন্যান্য অভিজ্ঞতা জানতে পারবেন। তাই বইটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নিয়ে বইটি পাঠ করে ফেলুন।

শুভ্র গেছে বনে PDF

Exit mobile version