Site icon Book PDF Down.com

শ্যামা PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

শ্যামা PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

শ্যামা কবিতা পিডিএফ ডাউনলোড রবীন্দ্রনাথ ঠাকুর
শ্যামা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। মূলত একটি একটি কাব্যনাট্য। এটি একটি অসাধারণ কবিতা যেটা শ্যামা নামের একটি মেয়েকে নিয়ে লেখা। শ্যামার অসাধারণ সুন্দর্য বর্ণনা দিয়েছেন এ কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য কবিতা রয়েছে যেগুলো পাঠকদের পছন্দের তালিকার শীর্ষে। তেমনি পছন্দের কবিতাগুলোর মধ্যে শ্যামা কবিতাটি অন্যতম। এটি সাধারণ কবিতা নয় বরং কাব্যনাট্য। কবিতাটা পড়ার সময় লেখক একটি মেয়ের কাহিনী যেন পড়তে পারবে এই কবিতা মধ্য দিয়ে। এ কবিতাটি শ্যামার রূপ গাঁথা।

শ্যামার চেহারা চালচলন শাড়ি পড়ার ধরণ কিংবা আমার হাতে সামান্য দুইটি সোনার চুড়ি সে সব কিছুর এক অপরূপ অবতারণা করেছেন লেখক এ কবিতাটিতে। রবীন্দ্রনাথের অসংখ্য উপন্যাস কবিতা গান এমনকি নাটক রয়েছে তবে সেসবের মধ্যে কিছু বিশেষ বিশেষ কবিতা বা অন্যান্য শাখার লেখা রয়েছে যেগুলো খুব বেশি সমাদৃত। অনেক সময় পাঠকরা তাদের বিশেষ পছন্দনীয় লেখাগুলো নিজের সংগ্রহে রাখতে পছন্দ করেন।

রবি ঠাকুরের একটা কবিতা গুলো যেন এক একটি তাজা প্রাণ। তেমনি শ্যামা কবিতাটি পাঠ হৃদয়ের তৃষ্ণা ও সাহিত্য অনুরাগ পূরণের জন্য একটি উৎকৃষ্ট কবিতা। কবিতায় হলো সকল সাহিত্যের উৎস। তাই সকল সাহিত্যের প্রাণকে বাঁচিয়ে রাখার জন্য আর পাঠক হৃদয়ের সাহিত্য তৃষ্ণা মেটাবার জন্য কবিতার জুড়ি মেলা ভার। আর সেটা যদি হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তাহলে সত্যি তা অসাধারণ শিল্প সৃষ্টি করা এক অপরূপ সাহিত্য। রবীন্দ্রনাথ ঠাকুরের নারী চরিত্রগুলো একটু বিশেষ ধরনের।

তবে যতই বিশেষ হোক চিরাচরিত ভারতীয় নারীর যে প্রেমময় হৃদয় রয়েছে তার কোনটিই বিবর্জিত নয় রবি ঠাকুরের নারী চরিত্রগুলো। শ্যামা কবিতাটিতে শ্যামা ঠিক সেরকম একটি মেয়ে। রবি ঠাকুরের অসাধারণ সুন্দর কবিতাটি পাঠ মনের সাহিত্য তৃষ্ণাকে মেটাতে সক্ষম এবং আরো আগ্রহ সৃষ্টি করবে পাঠকের হৃদয়ে নতুন নতুন কবিতার সন্ধান করতে। শ্যামা কবিতাকেই বাস্তবিক অর্থে এক অসাধারণ কবিতা।

বর্তমানে এই অনলাইনের যুগে অনেক কিছু পিডিএফ ফাইল আকারে পড়তে ডাউনলোড করে রাখতে পারি। যেগুলো চাইলেই যখন তখন নির্দিষ্ট য়েবসাইটে ভিজিট করে খুঁজে পেতে পারে পাঠকরা। তাই পাঠকদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে শ্যামা কাব্যনাট্য টি সংগ্রহ করেছি। পাঠকরা চাইলেই যখন তখন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারে এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ সৃষ্টি কবিতা টি ডাউনলোড করতে পারেন কিংবা আপনার কাছের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন শ্যামা কবিতাটি।

শ্যামা PDF

Exit mobile version