Site icon Book PDF Down.com

সমাপ্তি PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

সমাপ্তি PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

সমাপ্তি ছোটগল্প পিডিএফ ডাউনলোড রবীন্দ্রনাথ ঠাকুর
সমাপ্তি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প। গল্পটি গল্পগুচ্ছ থেকে সংগৃহীত একটি রোমান্টিক ছোট গল্প। গল্পটি একটি গ্রামের প্রাণচঞ্চল দস্যি মেয়ের কাহিনী যার নাম মৃন্ময়ী। মৃন্ময়ীর দস্যিপনায় অতিষ্ঠ গ্রামের মানুষজন এবং সবাই মনে করে এমন কোঁকড়া চুলের দস্যি মেয়েকে কেউ কোনদিন বিয়ে করবে না। কিন্তু অপূর্ব রায় নামের একজন সুপুরুষ শিক্ষিত সুদর্শন ছেলে পছন্দ করে ফেলে দস্যি মেয়ে মৃন্ময়ীকে।

গল্প শুরুতেই দেখা যায় নদীর ঘাটে মৃন্ময়ীর সাথে সাক্ষাৎ হয় অপূর্বর পড়াশোনা শেষ করে গ্রামে ফিরেছে। তারপরের মায়ের অনুরোধে অপূর্ব একটি বাড়িতে বিয়ের জন্য পাত্রী দেখতে যায় সেখানে পুনরায় সাক্ষাৎ সাথে। সে আমাকে পছন্দ করে এসে জানায় ছাড়া কাউকে বিয়ে করবে না। ঘটনার আকস্মিকতায় সবাই অবাক হয়ে যায় যে মৃন্ময়ীর মত মেয়েকে অপূর্ব কি করে পছন্দ করলো।

মৃন্ময়ী এমন দস্যি মেয়ে যে কিনা ভালোবাসা, মান, অভিমান কিছুই বোঝেনা। তবুও অপূর্ব জেদ করে তাকেই বিয়ে করে। প্রথমদিকে অপূর্বর মায়ের চরণ আপত্তি থাকে কিন্তু ছেলেদের কাছে পরাস্ত হয়েছে।

বিয়ের পরে অপূর্ব অনেক চেষ্টা করেও মৃন্ময় এর মধ্যে নারীসুলভ কোন কিছু আনতে ব্যর্থ হয়। অপূর্ব জোর করে ভালোবাসা আদায় করতে রাজি নয়। বিয়ের পরে কিছু ছোটখাটো ঘটনার পরে মৃন্ময় এর উপর রেগে অপূর্ব কলকাতা চলে যায়। সে নিজেকে একজন ব্যার্থ স্বামী মনে করে যে কিনা একটি ক্ষুদ্র বালিকার মনে ভালোবাসার সঞ্চার করতে চরমভাবে ব্যর্থ হয়েছে।

আর মৃন্ময়ী তো স্বামীর ভালোবাসা বুঝতে একেবারেই অক্ষম। কিন্তু অপূর্বর প্রস্থানের পর মৃন্ময়ী তার স্বামীকে ভালবাসতে শুরু করে। স্বামীর অভাব বোধ থাকে প্রচণ্ড নাড়া দেয়। মৃন্ময়ী অনেকবার অপূর্ব কে চিঠি লিখে কিন্তু সে চিঠি যথাযথ ঠিকানার অভাবে অপূর্বর কাছে পৌছাতে পারেনা। সে তার শাশুড়ি মার কাছে ফিরে আসে এবং অপূর্বর কাছে একজন প্রেমময়ী অর্ধাঙ্গিনী হিসেবে ধরা দিতে চায়।

অপূর্বর মা মৃন্ময়ী কে নিয়ে কলকাতায় অপূর্বর এক আত্মিয়র বাড়িতে চলে যায়। প্রথমে মৃন্ময়ীকে অপূর্বর ঘরে লুকিয়ে রেখে অপূর্বর অপূর্বর সাথে দেখা করে এবং জানায় যে মৃন্ময়ীকে নিয়ে আসেনি। রাতে যখন নিজ কক্ষে অপূর্ব শয়ন করতে যায় তখনই মৃন্ময়ীর সাথে তার এক আবেগঘন মিলনের মাধ্যমে তাদের মান অভিমানের পালা সমাপ্তি হয়ে ভালোবাসার নতুন সূচনা হয়।

রবি ঠাকুরের এই অসাধারণ সুন্দর ছোট গল্পটি আপনাদের সুবিধার্থে পিডিএফ ফাইল আকারে আমরা আমাদের ওয়েবসাইটে সাজিয়েছি। এখনই এ গল্পটি পড়ে নিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং ডাউনলোড করে নিন কি সুন্দর গল্প “সমাপ্তি”। আপনারা চাইলেই যখন তখন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এই সুন্দর গল্প টি ডাউনলোড করতে।

সমাপ্তি PDF

Exit mobile version