Site icon Book PDF Down.com

সংশপ্তক PDF Download শহীদুল্লাহ কায়সার

শহীদুল্লাহ কায়সার রচিত সংশপ্তক উপন্যাসটি পিডিএফ ডাউনলোড লিংক আমাদের ওয়েবসাইটে শেয়ার করা হলো। আপনি খুব সহজেই সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। কিভাবে বইটি সংগ্রহ করবেন তার বিস্তারিত বর্ণনা পোষ্টের নিচে দেওয়া হল। তবে প্রথমে আমরা আলোচনা করব বইটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। তাহলে চলুন বইটির কাহিনী সংক্ষেপ এবং বুক রিভিউ জেনে নেয়া যাক।

সংশপ্তক উপন্যাস বুক রিভিউ ও কাহিনী সংক্ষেপ

‘সংশপ্তক’ উপন্যাসটি রচনা করেছেন শহীদুল্লা কায়সার। উপন্যাসটি ১৯৬৪ সালে রচিত হয় এবং ১৯৬৫ সালে প্রকাশিত হয়। শহীদুল্লা কায়সার সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও আদমজী পুরস্কার পেয়েছেন।

লেখকের জীবনকার ছিল ১৬ ফেব্রুয়ারি ১৯২৬ থেকে ১৪ ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত। এই ক্ষণস্থায়ী জীবনে বাংলা সাহিত্যে লেখকের অবদান অতুলনীয়। শহীদুল্লা কায়সার একাধারে ছিলেন একজন সাংবাদিক, লেখক, রাজনৈতিক ব্যক্তিত্ব। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানী বাহিনীর হাতে অপহৃত হন। তারপর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি।

‘সংশপ্তক’ উপন্যাসটি বাংলা সাহিত্যের এক অমর কীর্তি। উপন্যাসটির নামের আভিধানিক অর্থ করলে দাঁড়ায়- ‘পরাজয় নিশ্চিত জেনেও যে বীর মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যায়’। উপন্যাসটির কাহিনী শুরু হয়েছে ইংরেজ শাসন আমলের শেষভাগে এবং পাকিস্তান আমলের সূচনাকালে।

কাহিনীটি গড়ে উঠেছে পূর্ব বাংলার গ্রামাঞ্চল, ঢাকা ও কলকাতা শহরকে কেন্দ্র করে। তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন লেখক যেভাব শৈল্পিক আংগিকে ব্যক্ত করেছেন, তা নিশ্চয়ই পাঠকদের অসাম্প্রদায়িক চেতনায় অনুপ্রাণিত করবে।

উপন্যাসটির পটভূমিতে জায়গা পেয়েছে দ্বিতীয় মহাযুদ্ধ, মন্বন্তর, পাকিস্তান আন্দোলন, সাম্প্রদায়িক দাঙ্গা ও পাকিস্তান প্রতিষ্ঠার মত গুরুত্বপূর্ণ সামাজিক ও জাতীয় ঘটনা। এসব গুরুত্বপূর্ণ জাতীয় ও সামাজিক ঘটনার সমন্বয়ে এত উৎকৃষ্ট সাহিত্যে রচনা খুবই বিরল। উপন্যাসটির আয়তন দীর্ঘ, তবে তা উপন্যাসটির জন্য প্রয়োজনীয়।

উপন্যাসটির শুরু হয় হুরমতি নামক এক নারী চরিত্রের বিচার কার্যক্রমের মধ্য দিয়ে। হুরমতির বিচার বসানো হয় কারণ সে ব্যভিচারে লিপ্ত হয়েছিল এবং তার শাস্তি স্বরূপ হুরমতির কপালে আগুনে তাঁতানো পয়সা দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

কিন্তু হুরমতি এই বিচার ও শাস্তির প্রতি কোন ধরনের প্রতিক্রিয়া না দেখিয়ে এক ধরনের বিদ্রোহী মনোভাব পোষণ করে, কারণ তার পাপের যে ভাগিদার সেও বিচারকদেরই কাছের একজন যার কোন অন্যায় বিচারকদের চোখে পড়েনি। উপন্যাসটির প্রাণ কেন্দ্রে আছে সৈয়দ পরিবার।

সৈয়দ পরিবারের দুই ভ্রাতার মধ্যে একজন প্রাচীন চিন্তা ধারার সাথে ইংরেজি চাকরি ও শিক্ষাকে সমন্বিত করেছেন, আরেক সৈয়দ দরবেশ হয়েছেন স্ত্রী-কন্যাকে ফেলে রেখে গিয়ে। প্রথম সৈয়দের পুত্র জাহেদ। জাহেদ উপন্যাসের মূল চরিত্র। আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে যে তার পড়াশোনা শেষ করেছে।

উপন্যাসের মূল চরিত্রের সাথে লেখকের সাদৃশ্য লক্ষণীয়। জাহেদ বিপ্লবী, সে পাকিস্তান আন্দোলন ও বাম রাজনীতির সাথে জড়িত। সকল মানুষের প্রতিই তার ভালোবাসা কাজ করে, জীবণের প্রতি তার আশাবাদ ও উপন্যাসের একটি উল্লেখযোগ্য বিষয়, চরম বিপদের মধ্যেও জাহেদ আশাহত হয় না।

উপন্যাসটির অন্যতম উল্লেখযোগ্য চরিত্র রাবু। রাবু হলো দরবেশ সৈয়দের তিন মেয়ের একজন। রাবুর বিয়ে দেয়া হয়েছিল তার চাচার বয়স্ক এক শিষ্যের সাথে কিন্তু জাহেদ তার সহচরদের নিয়ে রাবুর বরের ওপর হামলা চালালে সেই বিয়ের পাঠ সেখানেই চুকে যায়।

ধীরে ধীরে রাবু জাহেদের সংস্পর্শে অতীতকে অস্বীকার করে ও সমাজ সেবায় জাহেদের সাথে ব্রতী হয়, এবং কালক্রমে জাহেদকে ভালোবেসে ফেলে।

উপন্যাসের কেন্দ্র বিন্দু দুটি গ্রাম- বাকুলিয়া ও তালতলি। কিন্তু ঘটনার পরিক্রমা ঢাকা, কলকাতা পর্যন্ত গড়িয়েছে।উপন্যাসটিতে সকল চরিত্রের মধ্যে লেখকের বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন লক্ষ্যণীয়।

প্রত্যেকটি চরিত্রের অসংখ্য গল্পে এই উপন্যাস পরিপূর্ণ। উপন্যাসটির রূপরেখা নিরুপণে এসব গল্পের ভূমিকা অনন্য। উপন্যাসটিতে যে মহাকাব্যিক ব্যপ্তি ও প্রসারতার ছোঁয়া লক্ষ্য করা যায় তা সাহিত্যে চর্চার খুবই দূর্লভ দৃশ্য। এক কথায় উপন্যাসটির তুলনা উপন্যাসটি নিজেই।

সংশপ্তক উপন্যাসের পিডিএফ ডাউনলোড লিংক

সংশপ্তক উপন্যাসটি ডাউনলোড করতে চাইলে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন এবং অল্প কিছুক্ষণ অপেক্ষা করুন। নেটওয়ার্ক স্পিড এর উপর ভিত্তি করে খুব সহজেই বইটি ডাউনলোড করে নিতে পারবেন।

শহীদুল্লাহ কায়সার রচিত অন্যান্য বিখ্যাত এবং জনপ্রিয় বইগুলো আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও সকল রাজনৈতিক এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক বই ডাউনলোডের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

আমাদের ওয়েবসাইটের সাথে থাকার জন্য ধন্যবাদ।

Exit mobile version